দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত, ২ নেতা বহিষ্কার
Published: 13th, May 2025 GMT
খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগে চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী কাজীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা নগরের কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে ডাকা এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনখুলনায় খাল ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৯৫ ঘণ্টা আগেএ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, কোনো ব্যক্তিবিশেষের অপকর্মের দায়ভার দল নেবে না। দলের জন্য ত্যাগী, পরীক্ষিত ও ক্লিন ইমেজের জনসম্পৃক্ত নেতা-কর্মীদের নিয়ে খুলনা জেলা বিএনপির তৃণমূল পর্যায় থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম নূর প্রথম আলোকে বলেন, দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনকে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। চালনা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাঁকে কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বিএনপির যুগ্ম আহ্বায়ক অসিত কুমার সাহাকে রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি দাকোপ-বটিয়াঘাটার সাংগঠনিক দলে সম্পৃক্ত করা হয়েছে। এ ছাড়া গতকাল সোমবার দাকোপে খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে সঙ্গে জড়িত ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কিছু নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে গতকালের ঘটনায় চালনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইফতেখারুল কবির (বাপ্পি) এবং দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানকে আজ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। তাঁদের দুই দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
গতকালের ওই সংঘর্ষে দাকোপ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজাহার উদ্দিনসহ অন্তত ৯ জন আহত হন। এ ঘটনায় আজ দাকোপ থানার এসআই নূর মোহাম্মদ শাহিদ বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশের কাজে বাধা, হত্যাচেষ্টার অভিযোগসহ ছয়টি ধারায় ওই মামলা করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ, দাকোপ উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুল মান্নান খান, চালনা পৌর বিএনপির সদস্যসচিব আল-আমিন সানা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী কাজী। এ ঘটনায় উভয় পক্ষের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ ক প উপজ ল প র ব এনপ র র সদস য
এছাড়াও পড়ুন:
অল্প তেলে রান্না
প্রতিটি রেসিপি এক নতুন সৃজনশীল ভাবনার প্রকাশ, যেখানে সামান্য তেলেই লুকিয়ে থাকে পরিপূর্ণ স্বাদের জাদু। স্বাস্থ্যবান থাকা মানেই যে স্বাদহীন খাবার খেতে হবে– এ ধারণা ভাঙতে ‘অল্প তেলে রান্না’ নিয়ে রেসিপি তৈরি করেছেন আলিফ’স ডেলিকেট ডিসেজের শেফ আলিফ রিফাত
রুই মাছ দিয়ে পটোল-আলুর ঝোল
উপকরণ: রুই মাছ ৪ টুকরা, আলু ২টি লম্বা করে কাটা, পটোল ৪টি লম্বা করে কাটা, টমেটো ২টি লম্বা করে কাটা, পেঁয়াজ বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, কাঁচামরিচ বাটা ১/২ চা চামচ, শুকনামরিচ বাটা ১/২ চা চামচ, কাঁচামরিচ আস্ত ২-৩টি, ধনিয়া পাতা ১ মুঠো, জিরা গুঁড়া ১/২ চা চামচ, তেল ১ চা চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: সব মসলা দিয়ে মাছ মাখিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে মসলা মাখানো মাছ দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হলে মাছ একটা পাত্রে তুলে রাখতে হবে। এবার ওই মসলায় আলু-পটোল, টমেটো দিয়ে কষাতে হবে। কষানো হলে ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। সবজি সেদ্ধ হয়ে পানি আধা হয়ে গেলে কষানো মাছ, জিরা ও ধনিয়া পাতা দিয়ে ১ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ফেলতে হবে।
চিংড়ি মাছে শাজিনা শাক
উপকরণ: শজিনা শাক ২ কাপ, চিংড়ি মাছ ১-২ কাপ, পেঁয়াজ কুচি ১-২ কাপ, রসুন কুচি ১/৪ কাপ, কাঁচামরিচ ৩-৪টি, লালমরিচ ২-৩টি, হলুদ গুঁড়া ১-২ চা চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: লবণসহ শজিনা পাতা গরম পানিতে ৩ মিনিট সেদ্ধ করে ছেঁকে নিতে হবে। শাক কাঁচামরিচের সঙ্গে বেটে নিতে হবে। এবার কড়াইয়ে ১ চা চামচ তেল দিয়ে লালমরিচ ভেজে তুলে নিতে হবে। এবার পেঁয়াজ-রসুন ও চিংড়ি মাছ দিয়ে ভাজতে হবে। নরম হয়ে এলে হলুদ গুঁড়া ও শাক দিয়ে কষাতে হবে। কষাতে কষাতে যখন পানি শুকিয়ে পোড়াপোড়া ভাব হবে, তখন ভেজে রাখা শুকনা মরিচ হাত দিয়ে ভেঙে শাকের সঙ্গে মিশিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
দোমাছা লতি পাতুরি
উপকরণ: চিংড়ি মাছ ১/৩ কাপ, লইট্টা শুঁটকি ১/৩ কাপ, রসুন কুচি ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, লতি কাটা ১ কাপ, কাঁচামরিচ ফালি ৩-৪টি, শুকনামরিচ বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, লাউপাতা প্রয়োজন মতো, সরিষার তেল ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি: লইট্টা মাছ কুটে বেছে গরম পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ১ ঘণ্টার মতো। এবার লতি লবণ পানিতে ভাপিয়ে নিতে হবে ২-৩ মিনিট। পানি ঝরিয়ে নিতে হবে। এবার শুঁটকি, চিংড়ি মাছসহ সব মসলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে। মাখানোর ফলে পানি ছাড়বে। এ পানিতেই রান্না হবে পাতুরি। এবার লতিও মাখিয়ে নিতে হবে। পাতা বিছিয়ে তার ওপর তেল ব্রাশ করতে হবে। তারপর মাখানো লতি-শুঁটকি মাছ দিয়ে ওপরে আবার তেলে ব্রাশ করা পাতা বিছিয়ে ভালো করে মুড়ে নিয়ে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। পরে একটা ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে তাতে পাতুরি রেখে ঢেকে রান্না করতে হবে। উলটেপালটে ১৫-২০ মিনিটের মতো রান্না করতে হবে। পাতা যেন শুকিয়ে যায় এ জন্য মাঝেমধ্যে পানির ছিটা দিতে হবে। গরম ভাতে লেবু সহযোগে খেতে অমৃত এ অল্প তেলের দোমাছা লতি পাতুরি।