ক্লাব বিশ্বকাপে ১৪ ফুটবলার, আর্জেন্টিনার একাদশ সাজাতে কি হিমশিম খাবেন স্কালোনি
Published: 13th, May 2025 GMT
জুনে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৫ জুন চিলির মাঠে আতিথেয়তা নেবে তারা। ১০ জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। এই দুই ম্যাচের জন্য একাদশ সাজানো নিয়ে হিমশিম খেতে হবে বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে। ক্লাব বিশ্বকাপের ব্যস্ততার কারণে জাতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র না–ও পেতে পারেন ১৪ আর্জেন্টাইন ফুটবলার।
১৪ জুন ৩২ দল নিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। যেখানে ১৪ আর্জেন্টাইনের মধ্যে ৭ জন তো জাতীয় দলে নিয়মিতই—আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ, রদ্রিগো ডি পল, নাহুয়েল মলিনা, ইন্টার মিলানের লাওতারো মার্তিনেজ, বেনফিকার নিকোলাস ওতামেন্দি, চেলসির এনজো ফার্নান্দেজ ও ইন্টার মায়ামির লিওনেল মেসি।
এই সাতজন ছাড়াও হুলিয়ান সিমিওনে, আনহেল কোরেয়া, নিকোলাস গনজালেস, গনজালো মন্তিয়েল, মার্কোস আকুনিয়া, জার্মান পেৎসেয়া, লুকাস মার্তিনেজও জুনে ক্লাব বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবেন। সব মিলিয়ে এই ১৪ জনকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে হতে পারে আর্জেন্টিনার।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস লিখেছে, স্কালোনি শেষ পর্যন্ত তাঁদের জন্য অপেক্ষা করবেন। ১৪ জনের মধ্যে কেউ যদি ক্লাবের অনুমতি নিয়ে আসতে পারেন, তাহলে চিলি ও কলম্বিয়া ম্যাচে দেখা যাবে। না হলে এ সুযোগে বেঞ্চের শক্তিটাই পরখ করে দেখবেন আর্জেন্টাইন কোচ। কারণ, ২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই কেটে রেখেছে আর্জেন্টিনা। সে ক্ষেত্রে এই দুই ম্যাচের ফলাফল তাদের বাছাইয়ে খুব একটা প্রভাব ফেলার কথাও নয়।
তবে দুই ম্যাচে খারাপ করলে র্যাঙ্কিংয়ে একটা প্রভাব তো পড়বেই। ফিফার সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, ১৮৮৬.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ব ব শ বক প আর জ ন ট ন র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৪ মে ২০২৫)
সকালে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা উদীয়মান দলের দ্বিতীয় ওয়ানডে। রাতে লা লিগায় আছে দুটি ম্যাচ।উদীয়মান দলের ২য় ওয়ানডে
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
সকাল ৯টা, টি স্পোর্টস
ইতালিয়ান ওপেন
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ৫
আলাভেস–ভ্যালেন্সিয়া
রাত ১১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ
রিয়াল মাদ্রিদ–মায়োর্কা
রাত ১–৩০ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ