আল্লাহকে ভয় ও ভালোবাসার মধ্যে ভারসাম্য রাখা
Published: 14th, May 2025 GMT
আল্লাহর প্রতি ভালোবাসা এবং তাঁকে ভয় করা দুটিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি ভালোবাসার বীজ আমাদের আধ্যাত্মিক হৃদয়ে তখন থেকেই রোপিত হয়েছে, যখন আল্লাহ নিজেকে সব আত্মার কাছে প্রকাশ করেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন, ‘আমি কি তোমাদের প্রতিপালক নই?’ এবং প্রতিটি আত্মাই উত্তর দিয়েছিল, হ্যাঁ, আমরা সাক্ষী দিলাম।’ (সুরা আল-আরাফ, আয়াত: ১৭২)
আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয়, উভয়টিই আমাদের সিরাতুল মুস্তাকিমের ওপর রাখার জন্য এবং তিনি আমাদের জন্য যে উপযুক্ত জীবনব্যবস্থা নির্ধারণ করেছেন, তা অনুসরণ করার জন্য। তবু এটা তো ঠিক যে আপাতদৃষ্টে এই দুটি অনুভূতিকে মনে হয় বিপরীত ধরনের। তাই উভয়ের মধ্যে কীভাবে ভারসাম্য রাখা যায়? আসুন, দেখি।
মুমিনদের ভালোবাসা
আল্লাহ উল্লেখ করেছেন, মুমিনদের একটি বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি তাদের ভালোবাসা দৃঢ়তর। (সুরা বাকারা, আয়াত: ১৬৫)
এখানে ‘দৃঢ়তর’ মানে হলো, অন্য যেকোনো ভালোবাসার তুলনায় শক্তিশালী। আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের ভালো কাজ করতে, নামাজ পড়তে এবং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে অনুপ্রাণিত করে। যদি আমরা আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসার বীজটি চর্চা করি, তবে আমাদের ভালোবাসা আরও শক্তিশালী হবে।
আরও পড়ুনবান্দার ডাকে আল্লাহর সাড়া ০৪ ফেব্রুয়ারি ২০২৫কীভাবে সেই চর্চা করব? এটা বোঝার জন্য প্রিয় নাতি হোসাইন (রা.
আলী (রা.) এই চতুর প্রশ্নে আনন্দিত হন এবং উত্তর দেন, ‘তোমার মাতার পিতা, তোমার মা, তোমাকে এবং তোমার ভাইকে আমি আল্লাহর প্রতি আমার ভালোবাসার কারণেই ভালোবাসি, যিনি আমাকে তোমাদের সবার প্রতি এই ভালোবাসা প্রদানের নির্দেশ দিয়েছেন।’
আল্লাহর প্রতি আমাদের ভালোবাসাই ভালো কাজ করতে এবং ভালোবাসার মানুষদের সঙ্গে জড়িয়ে থাকতে সাহায্য করবে।
আরও পড়ুনযুবকের সৎ কাজ এবং পাথর সরে যাওয়া০৫ ফেব্রুয়ারি ২০২৫আল্লাহর প্রতি ভয়
আসলে শক্তিশালী ভালোবাসা থেকেই আল্লাহর প্রতি ভয়ের অনুভূতি জন্ম নেয়। আলেমগণ বলেন যে আল্লাহর প্রতি ভয় এমন ভয় নয়, যা আমরা সৃষ্টির কাছে অনুভব করি। অর্থাৎ আমরা ভালোবাসার কারণেই ভয় পাই যে এমন কিছু যেন করে না বসি, যার কারণে আমাদের প্রিয় আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় গভীরভাবে সম্পর্কিত। ভালোবাসা সরাসরি আশার সঙ্গে সম্পর্কিত। আমরা আল্লাহর দয়া আশা করি এবং আমরা তাঁর দয়া ও ভালোবাসা পেতে ভালো কাজ করার চেষ্টা করি। আশা করি যে তিনি আমাদের ছোট ছোট অপরাধ আমলে নেবেন না উপেক্ষা করবেন। এবং একই সঙ্গে আমরা বড় অপরাধ থেকে বিরত থাকি। কারণ, আমরা আল্লাহর শাস্তির ভয় পাই। (সুরা বনি ইসরায়েল, আয়াত: ৫৭)
এই ভালোবাসা, আশা এবং আল্লাহর প্রতি ভয়কে দৈনন্দিন জীবনের একটি উদাহরণ দিয়ে বর্ণনা করা যায়। ধরা যাক, সামনে আমার চাকরির একটি পরীক্ষা। পরীক্ষার আগে, আমাদের ভয় হয়, টেনশন হয় যে পাস করতে পারব কি পারব না। আবার এই ভয় আমাদের ভালো প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করে। এই প্রস্তুতিকে আমরা ভালো কাজ করার এবং গুনাহ থেকে দূরে থাকার সঙ্গে তুলনা করতে পারি। আমরা যে প্রস্তুতি নিয়েছি এবং পড়াশোনা করতে সময় ব্যয় করেছি, তার কারণে আমরা আশা করি যে আমরা ভালো মার্ক পেয়ে পাস করব।
মনে রাখতে হবে, শুধু আশা ও ভালোবাসা যেমন পরীক্ষায় সফল হতে যথেষ্ট নয়, বরং ভয় ও প্রস্তুতি দরকার। তেমনি আল্লাহর প্রতি শুধু ভালোবাসা দুনিয়ার পরীক্ষায় সফল হওয়ার জন্য যথেষ্ট নয়।
ইসলাম বেত্তাগণ একমত যে এই দুনিয়া একটি পরীক্ষা এবং আল্লাহর চিরকালীন সন্তুষ্টি লাভের জন্য এই পরীক্ষায় আমাদের পাস করতে হবে। তাই আল্লাহর দেওয়া বিধিনিষেধ জানা ও মানার কোনো বিকল্প নেই।
‘ডিসকভারিং ইসলাম’ আর্কাইভ থেকে
আরও পড়ুনযেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ এল১২ ফেব্রুয়ারি ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র ভ ল প রস ত ত কর ছ ল ন পর ক ষ ক জ কর আল ল হ র জন য র একট
এছাড়াও পড়ুন:
গতির প্রতিযোগিতায় নেমে পিকআপে ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল নিয়ে গতির প্রতিযোগিতা করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের সিয়াম হোসেন (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।