তিন জেলায় ঝড়ের পূর্বাভাস, ১৩ জেলায় থাকবে গরম
Published: 15th, May 2025 GMT
বাংলাদেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আগামী পাঁচ দিন ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে বুধবার পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বৃষ্টির পাশাপাশি দেশের কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বর্তমানে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাব ইউনিয়নের বামুনখালী বটতলা বাজারের ব্যবসায়ী মো. ইকবাল হোসেন (৫৫) ও অটোরিকশা চালক ওয়াসিম (২৮)। নিহত ওয়াসিম পাঁচবাগ দিঘীরপাড় গ্রামের আবু বকরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাব বটতলা বাজার থেকে যাত্রী নিয়ে পাঁচবাগ চৌকা বাজারে আসার পর বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন এবং অটোরিকশা চালকসহ কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অটোরিকশা চালক ওয়াসিম মারা যান। একই ঘটনায় আহত অপর দুজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।