ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ মে) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে টানা তিন কার্যদিবসে সূচকের পতন ঘটল। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪.

৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৪.৫৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০.৯১ পয়েন্ট কমে ১ হাজার ৭৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪২টি কোম্পানির, কমেছে ৩১৭টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির।

এদিন ডিএসইতে মোট ২৯৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৯৬.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ২৩১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৫০.৮৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৬৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.১৩ পয়েন্ট কমে ৮৬৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০৩.০৬ পয়েন্ট কমেছে ১১ হাজার ৪৮২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪০টি কোম্পানির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত আছে ১১টির।

সিএসইতে ১০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট স এসইত স এসই ড এসই

এছাড়াও পড়ুন:

প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ জুন) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই দিনে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৩৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৮১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮৬টি কোম্পানির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত আছে ৬০টির।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ব্যাংক এশিয়া পার্পেচুয়াল বন্ড

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

এদিন ডিএসইতে মোট ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৪.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৪৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৯৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৮০ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৪৯ পয়েন্ট বেড়ে ৮৬৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৬.৮৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬১৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৮টি কোম্পানির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত আছে ৩১টির।

সিএসইতে ৩৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০ কোটি ৯০ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন
  • প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থান