ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন ভারতে গ্রেপ্তার হওয়া ১১ বাংলাদেশি। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের সহযোগিতায় দেশে ফিরেছেন তারা।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ২টার দিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব আলমাস হোসেন, কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ, আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.

জি এম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন ওসি আব্দুস সাত্তার, আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন, আইসিপি ক্যাম্প কমান্ডার মো. মুখলেছুর রহমান, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার মো. শিহাবুল হোসেন প্রমুখ।

দালালের মাধ্যমে ভারতে গিয়ে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন ওই বাংলাদেশিরা। ভারতে তারা ৮-৯ মাস কারাভোগ করেছেন।

দেশে ফেরা বাংলাদেশিরা হলেন—কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, ফেনীর মো. ইব্রাহিম, বাগেরহাটের হেলাল জমদ্দার, রাজশাহীর মো. আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, রাহুল শেখ, মো. আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, মো. আব্দুল মান্নান এবং মো. রুহুল আমিন।

ভারতফেরত মো. হেলাল জমাদ্দারের ভাই মো. বেলাল জমাদ্দার বলেছেন, “আমার ভাই ৮ মাস আগে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয় যান। পরে খবর পাই ভারতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। সরকারি প্রক্রিয়ায় আজ ফিরে এসেছেন। ভাইকে ফিরে পেয়ে ভালো লাগছে।”

ঢাকার নাঈম আলী বলেন, “আমার ভাই ৮-৯ মাস আগে দালালের খপ্পড়ে পড়ে ভারতে গিয়ে গ্রেপ্তার হন। ওখানে সাজা শেষে আজ ফিরে এসেছেন।”

ভারতফেরত ফারজানা আক্তারের মা রাবেয়া আক্তার বলেন, “আমার মেয়ে বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে ভারতে চলে যায়। সেখানে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। মেয়েকে ফিরে পেয়ে ভালো লাগছে।”

চাঁপাইনবাবগঞ্জের মো. রুহুল আমিন জানান, ১৪ মাস আগে কাজের কথা বলে দালাল ভারতে নিয়ে যায়। ৬ মাস কাজ করার পর পুলিশ গ্রেপ্তার করে। ৬ মাস জেল এবং আড়াই মাস সেফ হোমে ছিলাম। দেশে ফিরে আসতে পেরে ভালো লাগছে।

ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব আলমাস হোসেন বলেন, বাংলাদেশি নাগরিক ৮-৯ মাস আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। আদালতের মাধ্যমে কারাভোগ শেষে তাদেরকে ত্রিপুরায় অস্থায়ী ডিটেনশন সেন্টারে রাখায় হয়। পরে আমরা জানতে পেরে বাংলাদেশ সরকারকে তাদের নাম-ঠিকানা পাঠাই। নাগরিকত্ব যাচাই শেষে ১১ জন বাংলাদেশিকে প্রত্যাবাসনের ব্যবস্থা করি।

ঢাকা/পলাশ/রফিক 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম স আগ

এছাড়াও পড়ুন:

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনা ক্যাম্পে যোগাযোগ নম্বর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির জন্য আপডেটেড নম্বর প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে আপডেটেড নম্বরসমূহে যোগাযোগ করুন:

১। গাজীপুর, কোনাবাড়ী, পূবাইল, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি, কাপাসিয়া, কালিগঞ্জ, কাশিমপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও এবং গজারিয়া।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২৫০, ০১৭৬৯০৯১০২০

২। ডেমরা, ওয়ারী, রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রেলওয়ে স্টেশন, শাহজাহানপুর, কোতোয়ালী, বংশাল, গেন্ডারিয়া, সূত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর এবং কদমতলী।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৯২৪২৮, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯১০২০

৩। সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, হেমায়েতপুর, বাইপাইল, দোহার, গাজীপুর, মৌচাক এবং মানিকগঞ্জ।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৯৫২০৯, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২৫০, ০১৭৬৯০৯১০২০

৪। ফরিদপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৯৩৫০৯, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২৫০, ০১৭৬৯০৯১০২০

৫। বিমানবন্দর, খিলক্ষেত, দক্ষিন খান, উত্তরখান, উত্তরা পূর্ব।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০২৫৭৬৬, ০১৭৬৯০২৫৭৬৯, ০১৭৬৯০২৫৮৬৫, ০১৭৬৯০২৫৭৬৭

৬। মিরপুর মডেল থানা, মিরপুর-২, ৬, ৭, ১০, দুয়ারীপাড়া, রুপনগর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মনিপুর।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৫০৭১০, ০১৭৬৯০৫০৬৯৩, ০১৭৬৯০৫০৬৯৫, ০১৭৬৯০৫০৬৯৬

৭। উত্তরা তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৮২৮৩৬, ০১৩১৮৩৭১৫৫৪, ০১৩১৮৩৭১৫৫৫

৮। দারুসসালাম থানা এবং শাহআলী থানা।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৩৩৭০০, ০১৭৬৯০৩৩৭০২, ০১৭৬৯০৩৩৭০৪

৯। গুলশান, বনানী, ভাটারা এবং বাড্ডা থানা।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৫০২৮৩, ০১৭৬৯০১১৫৫৯

১০। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৫৩১৪৪

১১। রামপুরা, সবুজবাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৫৩১৬৮

১২। ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাসানটেক।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৫১৮২৫, ০১৭৬৯০১৯০৭৩, ০১৭৬৯০১৩২৩৬

১৩। হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান এবং নিউমার্কেট থানা।

যোগাযোগের নম্বর- ০১৮৯৭৯১৪৮৬২, ০১৮৯৭৯১৪৮৬৩, ০১৮৯৭৯১৪৮৬৪, ০১৮৯৭৯১৪৮৬৫, ০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯

১৪। শের-ই-বাংলা নগর, আদাবর এবং মোহাম্মদপুর থানা।

যোগাযোগের নম্বর- ০১৮১৫৭৯৫৯৫১, ০১৭৬৯০৫৯৮৮৮, ০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯

১৫। তেজগাঁও থানা।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০১৯৪০৯, ০১৭৬৯০১৯৪১৫, ০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯

১৬। লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীরচর থানা।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০১৩৪৩৯, ০১৬১৯৮৩২০৬৯, ০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ত্রিপুরা সীমান্তে আটক ৭৫০ জন, হতে পারে পুশইন
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১১ বাংলাদেশি
  • ঢাবি শিক্ষার্থী হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ইসলামী আন্দোলনের
  • ঢাবি শিক্ষার্থী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জমিয়তে উলামায়ে ইসলামের
  • সেনা ক্যাম্পের সহায়তা পেতে মুঠোফোন নম্বর হালনাগাদ
  • ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনা ক্যাম্পে যোগাযোগ নম্বর
  • ‘মারণাস্ত্র’ কী, পুলিশের হাতে কেন এই অস্ত্র রাখতে চায় না সরকার
  • খুলনার ১৭ থানায় ৩০৯ মামলা দায়ের
  • শ্রমিক সরবরাহ নিয়ে বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ