ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন দাবি করেছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, উর্দুভাষীরা এই দেশের নাগরিক। তারা ক্যাম্পে থাকবে কেন, সরকারি উদ্যোগে তাদের পুনর্বাসন করতে হবে।

আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে ‘সার্কেল অব মাইনোরিটিজ’ আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশের উর্দুভাষী নাগরিকদের পুনর্বাসনের উপায় নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, প্রায় তিন লাখ উর্দুভাষী মানুষ ক্যাম্পে বসবাস করেন। তারা এই দেশের নাগরিক এবং ভোটার। তারা ক্যাম্পে থাকবে কেন, তাদের পুনর্বাসন করতে পারে সরকার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় একসময় জমিও অধিগ্রহণ করেছিল। সারা বাংলাদেশে ১১৬টি ক্যাম্প রয়েছে, এসব ক্যাম্পে যারা মানবেতর জীবনযাপন করছেন, এসব নাগরিকদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ সৃষ্টি করতে পারে সরকার।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ঐতিহাসিক বাস্তবতার কারণে রাজনৈতিক ও মানবিক বিপর্যয়ের অংশ হিসেবে তারা জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন জেলায় এতগুলো ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হন, যা পরবর্তীতে তাদের স্থায়ী আবাসন হয়ে যায়। রাজনৈতিক টানাপোড়েন ও গোষ্ঠীগত ক্ষুদ্র স্বার্থের কারণে তারা একপ্রকার রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছিল। এই জনগোষ্ঠী কখনোই তাদের বাংলাদেশের নাগরিকত্ব হারায়নি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তাদের ভোটাধিকার আইনি লড়াইয়ের মাধ্যমে অর্জন করতে হয়েছে। ২০০৩ ও ২০০৮ সালের উচ্চ আদালতের রায়ে উর্দুভাষী বাংলাদেশিদের নাগরিকত্ব তথা ভোটার হওয়ার সব সংশয় দূর হয়েছে।

মতবিনিময় সভায় লেখক ও গবেষক গওহর নাঈম ওয়ারা, লেখক জাভেদ হুসেন, সাংবাদিক রমেন বিশ্বাস, ভজন কুমার বিশ্বাস, আনোয়ার পারভেজ, রজত কান্তি রায়, নিখিল ভদ্র, শাকিলা পারভীন রোমা, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী নারীর মৃত্যু

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম বেলী বেগম (৭০)। তিনি পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। পাশাপাশি পানি বিক্রি করতেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি অংশে মোটরসাইকেলের ধাক্কায় বেলী বেগম গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় মোটরসাইকেলের চালক মো. ফয়সাল (১৮) আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন সরকার  প্রথম আলোকে বলেন, নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিবন্ধ