চট্টগ্রামের আড়ত ও পাইকারি পর্যায়ে সবজির দাম কমলেও খুচরা বাজারে কমেনি। গত এক সপ্তাহের ব্যবধানে আড়তে সবজি ভেদে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত দাম কমেছে। তবে চট্টগ্রাম নগরের কাঁচা বাজারগুলোয় এর প্রভাব পড়েনি। তদারকি না থাকার সুযোগে অনেক বাজারে বিক্রেতারা খেয়ালখুশি অনুযায়ী সবজির দাম রাখছেন।

চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকার বাসিন্দা মোহাম্মদ জুবায়ের বাজার করতে গিয়েছিলেন দুই নম্বর গেট এলাকায়। আজ শুক্রবার জুমার নামাজের পর কর্ণফুলী কমপ্লেক্স বাজারে কথা হয় তাঁর সঙ্গে। সবজি বিক্রেতার সঙ্গে দর-কষাকষি করছিলেন তিনি। একপর্যায়ে না কিনেই ফিরে যান।

মোহাম্মদ জুবায়ের বলেন, ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফেরার সময় সবজি কিনতে এসেছিলেন বাজারে। তবে অস্বাভাবিক দাম দেখে আর কেনেননি। জানালেন, একদিন আগেও ঢ্যাঁড়স কিনেছেন ২০ টাকা কেজি দরে। অথচ এখানে ৫০ টাকা চাওয়া হচ্ছিল। আর এই ঢ্যাঁড়স আড়ত পর্যায়ে কেজি প্রতি ১০ টাকা দরে বিক্রি হয়েছে। অর্থাৎ পাইকারি বাজারের চেয়ে কর্ণফুলী কমপ্লেক্সের ওই বিক্রেতা কেজিতে অন্তত ৪০ টাকা বেশি চেয়েছেন মোহাম্মদ জুবায়েরের কাছ থেকে।

চট্টগ্রামে সবজির সবচেয়ে বড় পাইকারি আড়ত রিয়াজউদ্দিন বাজার। এ ছাড়া বহদ্দারহাট, চকবাজার ও কর্নেল হাটবাজারেও পাইকারি পর্যায়ে সবজি বিক্রি হয়ে থাকে। এর বাইরে কাজির দেউড়ি, কর্ণফুলী কমপ্লেক্স, কর্ণফুলী মার্কেট, স্টিল মিল বাজারসহ আরও ১৫ থেকে ২০টি বাজারে খুচরা পর্যায়ে সবজি বিক্রি হয়। অধিকাংশ ক্রেতাই খুচরা পর্যায়ে বাজার করেন।

রিয়াজউদ্দিন বাজারে আড়তদারদের তথ্য অনুযায়ী, গরমের কারণে প্রায় সব সবজির দাম এখন কম। বাজারে আলু, লাউ, পটোল, ঢ্যাঁড়স, করলা, ঝিঙে, কাঁচা মরিচ, টমেটোসহ অধিকাংশ সবজির দাম প্রতিকেজি ১০ থেকে ২০ টাকার মধ্যে। কেবল বেগুন, শিম ও ফুলকপির দাম ৩০ থেকে ৫০ টাকা। বাজারে সরবরাহও পর্যাপ্ত। তবে গরমের কারণে সবজি নষ্ট হচ্ছে, তাই দাম কমতির দিকে।

নগরের কাজীর দেউড়ি, চকবাজার ও কর্ণফুলী কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, আড়তের তুলনায় খুচরা বাজারে অনন্ত ২০ টাকা বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। যেমন বাজারে লাউ, করলা, ঝিঙে, বেগুন—এসব সবজি বিক্রি হয়েছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। আবার কাঁচা পেঁপে, কাঁকরোল, শসা, গাজর—এসব বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকার বেশি দামে। অথচ আড়তে দাম ২০ থেকে ২৫ টাকার আশপাশে।

রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী বলেন, গরমে সব সবজির দামই এখন কম। খুচরা বিক্রেতাদের কিছু সবজি নষ্ট হয়। তাই হয়তো দাম সমন্বয় করে বিক্রি করছেন। তবে এত বেশি হওয়ার কথা না। দাম প্রতিদিনই ওঠা-নামা করে। সরবরাহ মোটামুটি আছে। কৃষকদের কিছু ফসল নষ্ট হয়েছে গরমের কারণে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কমপ ল ক স সবজ র দ ম দ ম কম পর য য়

এছাড়াও পড়ুন:

স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩

স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে এক মাস। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আবেদন শুরু হবে।

পদের নাম ও বিবরণ

১. সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৪

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

গ্রেড: ৯

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।

গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

বয়সসীমা

১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

http://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফি

আবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।

আবেদনকারী প্রার্থীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে

সম্পর্কিত নিবন্ধ