মাসিক নিয়ে অসচেতনতা এসডিজি অর্জনে বাধা
Published: 16th, May 2025 GMT
মাসিক নিয়ে অসচেতনতা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে বাধা সৃষ্টি করছে। ১৭টির মধ্যে অন্তত ৬টি লক্ষ্য ব্যাহত হচ্ছে। উন্নয়নকর্মীরা মনে করেন, মাসিক নিয়ে সমাজে যে ট্যাবু আছে, তা ভাঙতে হবে।
মাসিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ। এ সংস্থার উপপরিচালক শাহনাজ সুমি জানান, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার চিহ্নিত সমস্যাগুলো দূর করতে না পারলে এসডিজির বেশ কয়েকটি লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে। এর মধ্যে ৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), ৪ (মানসম্মত শিক্ষা), ৫ (লিঙ্গ সমতা), ৬ (নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন), ৮ (শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি) এবং ১২ (পরিমিত ভোগ ও উৎপাদন) নম্বর ধারা উল্লেখযোগ্য। এসব লক্ষ্য অর্জন করতে হলে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
মাসিক হলেই বিয়ে
আদমশুমারি অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ায় সাক্ষরতার হার ৪৫ দশমিক ৩ ভাগ। কন্যাশিশুরা বাল্যবিয়ের শিকার। মাসিক শুরু হলে কয়েকটি গ্রামে কন্যাশিশুদের বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করা হয়। মেরকুটার আসমার বিয়ে হয় ১১ বছর বয়সে। বর্তমানে তিন সন্তানের মা তিনি। আসমা সমকালকে বলেন, ‘লেখাপড়া কইরা চাকরি করার ইচ্ছা ছিল; কিন্তু বাবা-মা সেই সুযোগ দেন নাই। কারণ মাইয়া মাইনষের মাসিক অইলে নাকি তারে আর ঘরে রাখতে নাই। বিয়া দিওন লাগে।’
শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়; সিলেট, নেত্রকোনা, কুড়িগ্রাম, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা ও জামালপুরে মাসিক নিয়ে এমন কুসংস্কার ধারণ করা হয়। এসব জেলার প্রত্যন্ত অঞ্চলে মাসিক শুরু হলে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেওয়া হয়।
সমাজে ট্যাবু
মাসিকের সময় আদিবাসী নারীদের মধ্যে ট্যাবু কাজ করে। অপবিত্র ও ধর্মীয় কাজে অংশগ্রহণের অনুপযোগী বিবেচনা করা হয়। ডিম খাওয়া নিষেধ। খাবার স্পর্শ করতে পারে না। খোলা চুলে বাইরে বের হওয়া যায় না। মাসিক চলাকালে ঘরে কোণঠাসা করে রাখা হয়। স্যানিটারি ন্যাপকিন নয়, তারা পুরোনো কাপড়ের টুকরো ব্যবহার করেন।
আদিবাসী অধিকারকর্মী ডালিয়া চাকমা বলেন, আদিবাসীদের মধ্যে এখনও ৪০ ভাগ কিশোর-কিশোরী মাসিক সম্পর্কে জানেন না। এ সময় কী ধরনের স্বাস্থ্যসেবা বা যত্ন নিতে হয়, তাও জানেন না। মাসিক নিয়ে অসচেতনতা ও ট্যাবুর কারণে এ জনগোষ্ঠীর বেশির ভাগ কন্যাশিশু ও কিশোরী দীর্ঘমেয়াদি প্রজনন স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
হতে পারে জরায়ুমুখে ক্যান্সার
মাসিক হলো নারীর শারীরবৃত্তীয় প্রাকৃতিক প্রক্রিয়া। এর সঙ্গে শরীরে নিঃসৃত হরমোনের সরাসরি যোগ রয়েছে।
এ প্রসঙ্গে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা.
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. রেজাউল করিম কাজল বলেন, ‘মাসিকের সময় কেবল পরিচ্ছন্নতা এবং সচেতনতার অভাবে নারীর প্রজনন স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘদিন অপরিষ্কার কাপড় ব্যবহারের ফলে নারীদের জরায়ুমুখের ক্যান্সার, ইনফেকশন, যৌনাঙ্গে ঘা, চুলকানি, অস্বাভাবিক সাদা স্রাব প্রভৃতি শারীরিক সমস্যা দেখা দেয়। শারীরবৃত্তীয় এসব নানা জটিলতায় দেশে প্রতিবছর ১৩ হাজার নারী মারা যাচ্ছে জরায়ুমুখ ক্যান্সারে।’
স্কুল থেকে ঝরে পড়ে কিশোরী
পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধার অপর্যাপ্ততার কারণে কিশোরী ও নারীরা প্রজননতন্ত্রের নানা সংক্রমণে ভোগেন। শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ওয়াটারএইডের এক সমীক্ষায় জানা গেছে, দেশের ৮২ শতাংশ স্কুলে মাসিক ব্যবস্থাপনায় যথাযথ সুযোগ নেই। এদিকে বাংলাদেশ ন্যাশনাল হাইজিন বেজলাইন জরিপ অনুযায়ী, ৪০ শতাংশ মেয়েশিক্ষার্থী তাদের মাসিককালে স্কুলে অনুপস্থিত থাকে। পারিবারিক পর্যায়েও কিশোরী ও নারীরা অনেক টয়লেট বা বাথরুমে পর্যাপ্ত বিশুদ্ধ পানি ব্যবহার করার সুযোগ পান না। মাসিকের কাপড় প্রায়ই শুধু পানিতে ধুয়ে ব্যবহার করেন, যা সাবান ও পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকানো উচিত। বেশির ভাগ ক্ষেত্রে সেগুলো লুকিয়ে শুকানো হয়। ফলে যথাযথভাবে শুকায় না। ক্ষতিকর ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা থাকে।
এদিকে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও সেবা পাওয়ার অধিকার নিশ্চিতকরণে ২০২১ সাল থেকে কাজ করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তাদের ২০টি স্বাস্থ্যকেন্দ্রে ভলান্টিয়ার পিয়ার লিডার মডেল যুক্ত করেছে সিরাক-বাংলাদেশ।
এ সংস্থার নির্বাহী পরিচালক এস এম সৈকত জানান, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইউএসএইড সুখী জীবন প্রকল্পের অধীনে সিরাক বাংলাদেশ ২০টি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করে। ক্যাম্পেইনের মাধ্যমে কেন্দ্রগুলোর আশপাশের এলাকা ও বিদ্যালয়গুলোর শিক্ষার্থীর মধ্যে কৈশোরবান্ধব প্রজনন ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বাড়ানো হয়েছে।
প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ
২০২১ সালের জাতীয় ঋতুকালীন স্বাস্থ্য কৌশল প্রণয়ন করে সরকার। তবে তা বাস্তবায়ন হয়নি। প্রথা, সংস্কার, ভ্রান্ত ও নেতিবাচক ধ্যান-ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য-ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা। এ ক্ষেত্রে সাশ্রয়ী, মানসম্পন্ন, নিরাপদ ও পুনঃব্যবহারযোগ্য পণ্যের অভাব রয়েছে। সচেতনতার ঘাটতি রয়েছে। পানি ও স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা নেই। বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসংক্রান্ত জাতীয় কৌশল ২০১৭-২০৩০-এ কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য,
পুষ্টি, সহিংসতা ও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব
দিলেও কার্যকর বাস্তবায়ন নেই। এ জন্য বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসংক্রান্ত জাতীয় কৌশল পর্যালোচনা করা প্রয়োজন।
উৎস: Samakal
কীওয়ার্ড: প রজনন স ব স থ য ব যবহ র লক ষ য
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ায় পাখিদের মধ্যে বিস্ময়কর লিঙ্গ পরিবর্তনের ঘটনা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা
অস্ট্রেলিয়ার বন্য পাখিদের মধ্যে বিস্ময়কর হারে লিঙ্গ পরিবর্তনের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। ক্রমবর্ধমান দূষণ বা অন্যান্য পরিবেশগত কারণে এটি হতে পারে।
কুকাবারা, ম্যাগপাই, লরিকেটসহ অস্ট্রেলিয়ার পাঁচটি সাধারণ প্রজাতির বন্য পাখির ওপর করা এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৬ শতাংশ পাখির ক্রোমোজম এক লিঙ্গের, কিন্তু প্রজনন অঙ্গ অন্য লিঙ্গের। গবেষণাটি চলতি সপ্তাহে বায়োলজি লেটারস নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেছেন, গবেষণা ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে জন্মের পর বিস্ময়করভাবে অনেক পাখির লিঙ্গ বদলে গেছে।
সংশ্লিষ্ট গবেষণা নিবন্ধের সহ-লেখক ডমিনিক পটভিন বলেন, ‘এটি ইঙ্গিত দিচ্ছে যে বন্য পাখিদের লিঙ্গ নির্ধারণের বিষয়টি আমাদের ধারনার চেয়ে অনেক বেশি পরিবর্তনশীল। আর প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এ পরিবর্তন ঘটতে পারে।’
গবেষণায় প্রায় ৫০০ পাখির ডিএনএ পরীক্ষা করা হয়। লিঙ্গ পরিবর্তনের অধিকাংশ ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, জিনগতভাবে স্ত্রী পাখিদের মধ্যে পুরুষ প্রজনন গ্রন্থি গড়ে উঠছে।
লিঙ্গ পরিবর্তনের ঘটনা কিছু প্রজাতির সরীসৃপ ও মাছের মধ্যে সুপরিচিত হলেও বন্য পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এটি বিরল বলে মনে করা হয়।
কীভাবে দূষণ, এমনকি উষ্ণ তাপমাত্রা ব্যাঙের মধ্যে লিঙ্গ পরিবর্তন ঘটাতে পারে, তা-ও নথিভুক্ত করেছেন বিজ্ঞানীরা।
সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে, বন্য পাখিদের লিঙ্গ পরিবর্তনের কারণ স্পষ্ট নয়। তবে এটি পরিবেশগত কারণে হতে পারে, যেমন বনাঞ্চলে জমে থাকা হরমোনের কাজ ব্যাহতকারী রাসায়নিক পদার্থ।