৪ বছর পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব ব্যবস্থায় ভর্তি পরীক্ষা গ্রহণ করে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

ভর্তি প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ২২ জুন স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠাসো বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আরো পড়ুন:

চবির অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চেয়েছে শিবির

সরকার জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে: ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ফলে ভর্তির প্রক্রিয়া আরো স্বচ্ছ, দ্রুত ও নির্ভরযোগ্য হয়েছে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগ্রহ যেমন বেড়েছে, তেমনি ভর্তির সার্বিক কার্যক্রমও সুচারু হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

দীর্ঘদিন সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে পরিচালিত ভর্তি কার্যক্রম থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়টি এবার নিজেদের আয়োজনে পরীক্ষার আয়োজন করে। যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম বন্দরে কার্গো পণ্য হ্যান্ডলিংয়ে রেকর্ড

চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠার ১৩৭ বছরের মধ্যে এবারই সর্বাধিক কার্গো পণ্য হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছে। দেশের প্রধান এই সমুদ্র বন্দরটি সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে কার্গো (খোলা) পণ্য হ্যান্ডলিং করেছে ১৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৭৮৩ লাখ মেট্রিক টন। এতদিন তাদের সর্বোচ্চ হ্যান্ডলিং ছিল ১২ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৪৮ মেট্রিক টন। গত অর্থবছর এটি অর্জন হয়। সে হিসাবে আগের তুলনায় কার্গো পণ্যে এবারে ৬ দশমিক শূন্য ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে বন্দর। 

২০২১-২২ অর্থ বছরের পর এটিই এক অর্থবছরে বন্দরের সর্বোচ্চ প্রবৃদ্ধি। চার বছর আগে ২০২০-২১ অর্থবছরে আগের তুলনায় সর্বোচ্চ ১১ দশমিক ৯৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করার গৌরব অর্জন করেছিল চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠা হয় ১৮৮৮ সালের ২৫ এপ্রিল। এ হিসাবে চট্টগ্রাম বন্দর পাড়ি দিয়েছে ১৩৭ বছর। দীর্ঘ এই পথ পরিক্রমায় এবারই প্রথম ১৩ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিংয়ের মাইলফলক ছুঁয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর। 

কনটেইনার হ্যান্ডলিংয়েও এবার রেকর্ড করেছে বন্দর। ৪৮ বছরের মধ্যে এবার সর্বোচ্চ ৩২ লাখ ৯৬ হাজার একক কনটেইনার হ্যান্ডেল করেছে তারা।

মিউচ্যুয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ বলেন, ‘চট্টগ্রাম বন্দর দিয়ে বর্তমানে মোট আমদানির ২৩ শতাংশ হয় কনটেইনারে। বাকি ৭৭ শতাংশ আসে বাল্ক পণ্য, তেল ও কেমিক্যাল ট্যাংকারে। বন্দরে নোঙর করা জাহাজের মধ্যে ৪৫ শতাংশই কনটেইনারবাহী, ৪৫
শতাংশ বাল্ক ক্যারিয়ার এবং ১০ শতাংশ তরল পণ্যবাহী জাহাজ। 

তিনি জানান, দেশের মোট কনটেইনার বাণিজ্যের প্রায় ৯৯ শতাংশ পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বাকি এক শতাংশ মোংলা বন্দর দিয়ে পরিচালিত হয়। 

সম্পর্কিত নিবন্ধ