৪ বছর পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব ব্যবস্থায় ভর্তি পরীক্ষা গ্রহণ করে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

ভর্তি প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ২২ জুন স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠাসো বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আরো পড়ুন:

চবির অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চেয়েছে শিবির

সরকার জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে: ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ফলে ভর্তির প্রক্রিয়া আরো স্বচ্ছ, দ্রুত ও নির্ভরযোগ্য হয়েছে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগ্রহ যেমন বেড়েছে, তেমনি ভর্তির সার্বিক কার্যক্রমও সুচারু হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

দীর্ঘদিন সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে পরিচালিত ভর্তি কার্যক্রম থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়টি এবার নিজেদের আয়োজনে পরীক্ষার আয়োজন করে। যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ