জবিতে ৪ বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি, ক্লাস শুরু ২২ জুন
Published: 17th, May 2025 GMT
৪ বছর পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব ব্যবস্থায় ভর্তি পরীক্ষা গ্রহণ করে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
ভর্তি প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ২২ জুন স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে।
শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠাসো বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
আরো পড়ুন:
চবির অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চেয়েছে শিবির
সরকার জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে: ইউজিসি চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ফলে ভর্তির প্রক্রিয়া আরো স্বচ্ছ, দ্রুত ও নির্ভরযোগ্য হয়েছে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগ্রহ যেমন বেড়েছে, তেমনি ভর্তির সার্বিক কার্যক্রমও সুচারু হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
দীর্ঘদিন সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে পরিচালিত ভর্তি কার্যক্রম থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়টি এবার নিজেদের আয়োজনে পরীক্ষার আয়োজন করে। যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
ঢাকা/লিমন/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারী নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় সেনবাগ উপজেলার পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল হাতে নিয়ে শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। মশাল মিছিলটি সেনবাগ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরো পড়ুন:
জকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেলকে ‘ভাড়াটিয়া’ আখ্যা দিয়ে একাংশের বিক্ষোভ
বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
এ সময় নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীরা নোয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে কাজী মফিজুর রহমান মনোনয়ন দেওয়ার দাবি জানান।
গত ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন বোর্ড নোয়াখালী-২ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুককে প্রাথমিক মনোনয়ন দেয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘‘জয়নুল আবদীন ফারুক কয়েকবার সংসদ সদস্য হয়েও সেনবাগে উন্নয়ন করেননি। দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়াননি। বিপরীতে কাজী মফিজুর রহমান নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। উন্নয়ন বঞ্চিত সেনবাগের মানুষ পরিবর্তন চান তিনি।’’
ঢাকা/সুজন/বকুল