লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির দুজন সদস্য আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের সদস্য অনুপ কুমার (২৯) ও মনিরুজ্জামান (২৯)। তাঁদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজিবি জানায়, গতকাল গভীর রাতে মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে সীমান্তে যায় দুই চোরাকারবারি। খবর পেয়ে নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমানের নেতৃত্বে টহল দলের সদস্যরা অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারত থেকে পাচার করা মাদকের ব্যাগ পিঠে নিয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই চোরাকারবারি। পরে বিজিবি মোটরসাইকেলটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর এলাকায় পথ রোধ করে বিজিবি সদস্যদের ওপর হামলা করে চোরাকারবারিদের একটি দল। এতে দুই বিজিবি সদস্য আহত হন। রাত সাড়ে তিনটার দিকে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানতে চাইলে পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ র ক রব র সদস য উপজ ল

এছাড়াও পড়ুন:

গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাব ইউনিয়নের বামুনখালী বটতলা বাজারের ব্যবসায়ী মো. ইকবাল হোসেন (৫৫) ও অটোরিকশা চালক ওয়াসিম (২৮)। নিহত ওয়াসিম পাঁচবাগ দিঘীরপাড় গ্রামের আবু বকরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাব বটতলা বাজার থেকে যাত্রী নিয়ে পাঁচবাগ চৌকা বাজারে আসার পর বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন এবং অটোরিকশা চালকসহ কয়েকজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অটোরিকশা চালক ওয়াসিম মারা যান। একই ঘটনায় আহত অপর দুজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ