আগামী ডিসেম্বরের মধ্যে আরও ১০ থেকে ১২ দেশে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তবে দেশগুলোর নাম বলেননি তিনি। 

গতকাল রোববার এনআইডি ডিজি বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। তারা দূতাবাসে চিঠি দেবে। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে আমরা কাজ শুরু করব। ৩১ দেশ থেকে আমরা এখনও ক্লিয়ারেন্স পাইনি। আমরা ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করছি। জনবল, অফিস স্পেসের জন্য অনেকে এই ক্লিয়ারেন্স দিচ্ছেন না। হুমায়ুন কবীর বলেন, এ পর্যন্ত ৯ দেশের ১৬ স্টেশনে চালু করা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন প্রক্রিয়া। কোনো দেশে একটি, কোনো দেশে একাধিক নিবন্ধন স্টেশন চলু করা হয়েছে। এ পর্যন্ত ৪৫ হাজার ১৮৪টি আবেদন এসেছে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। এর মধ্যে ২৮ হাজার ৯২৬ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে মিশন অফিসগুলো থেকে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনআইডি নিবন্ধন কার্যক্রম চালু করা ৯ দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ১৯ হাজার ১৯৭ জন আবেদন করেছেন এবং  ৯ হাজার ৪২৩ জনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সৌদি আরব থেকে আবেদন করেছেন ৩ হাজার ৫৫৪ জন, আপলোড হয়েছে ৫৭৭ জনের। যুক্তরাজ্য থেকে ৮ হাজার ৫২৯ জন আবেদন করেছেন, নিবন্ধন সম্পন্ন হয়েছে ৩ হাজার ৯৮৫ জনের। ইতালি থেকে ৬ হাজার ৩৭২ জন আবেদন করেছেন, ২ হাজার ৪২৩ জনের নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে। কুয়েত থেকে আবেদন এসেছে ৩ হাজার ৭৮২ জনের, নিবন্ধন সম্পন্ন হয়েছে ১ হাজার ৩০৩ জনের। কাতার থেকে  ২ হাজার ৮০২ জন আবেদন করেছেন, নিবন্ধন সম্পন্ন হয়েছে ১ হাজার ৮২ জনের। মালয়েশিয়া থেকে আবেদন করেছেন ৯৪৮ জন, আপলোড হয়েছে ৩৫৬ জনের ডেটা। এ ছাড়া অস্ট্রেলিয়া ও কানাডায় সম্প্রতি কাজ শুরু হয়েছে বলে জানান এনআইডি ডিজি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গুগল সার্চে সেরা ১৪ বছরের সূর্যবংশী

২০২৫ সালটা যেন বৈভব সূর্যবংশীরই। মাঠে তো বটেই, মাঠের বাইরেও রেকর্ড ভাঙছেন তিনি। বয়স মাত্র ১৪। এই বয়সেই ব্যাট হাতে যা করছেন, তাতে অবাক না হয়ে উপায় নেই।

আইপিএল, ভারত ‘এ’ দল কিংবা বয়সভিত্তিক ক্রিকেট—সবখানেই তাঁর ব্যাটে রানের ফোয়ারা। এর ফলও মিলল হাতেনাতে। ভারতের মানুষ গুগলে তাঁকেই সবচেয়ে বেশি খুঁজেছে। গুগল ট্রেন্ডসের ‘ইয়ার ইন সার্চ ২০২৫’–এর তালিকায় ভারতীয়দের মধ্যে সবার ওপরে এই কিশোর ক্রিকেটার।

চলতি বছরে সূর্যবংশী সেঞ্চুরি করেছেন তিনটি। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে মাত্র ৩৮ বলে ১০১ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। আবার রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছিলেন ৪২ বলে ১৪৪ রান! ভাবা যায়? এখানেই থামেননি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

গুগল ট্রেন্ডস: শুধুই ক্রিকেটারদের দাপট

গুগল ট্রেন্ডসের এই তালিকায় দ্বিতীয় নামটি প্রিয়াংশ আর্যের। পাঞ্জাব কিংস ও দিল্লির হয়ে খেলা এই তরুণ ব্যাটসম্যানও বেশ আলোচনায় ছিলেন। তিনে আছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ২০২৫ সালে তিনি আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের এক নম্বরেও উঠেছিলেন।

আরও পড়ুনআইসিসির মাসসেরার মনোনয়নে তাইজুল৬ ঘণ্টা আগে

মেয়েদের মধ্যে বিশ্বকাপজয়ী জেমিমা রদ্রিগেজ ও স্মৃতি মান্ধানা ছিলেন সেরা দশে। এ ছাড়া তালিকায় আছেন করুণ নায়ার, ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের ওপেনার আয়ুশ মাতরে, গুজরাটের উইকেটকিপার ব্যাটসম্যান উর্বিল প্যাটেল ও মুম্বাই-কেরালার স্পিনার ভিগনেশ পুথুর।

আইপিএলের দল পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্য

সম্পর্কিত নিবন্ধ