অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ সমর্থনে কিংস পার্টি ইসি ঘেরাও করেছে: বাংলাদেশ এলডিপি
Published: 21st, May 2025 GMT
অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ সমর্থনে কিংস পার্টি (এনসিপি) বিনা কারণে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাও করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ এলডিপি)।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন ও মহাসচিব তমিজ উদ্দিন এ অভিযোগ করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেন এবং পরে বিক্ষোভ সমাবেশ করেন।
দেশের সার্বিক অবস্থার অবনতিতে উদ্বেগ জানিয়ে বিবৃতিতে বলা হয়, কয়েক দিন ধরে রাজধানী ঢাকা স্থবির হয়ে পড়েছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আদালত রায় দিলেও সরকারের ছাত্র উপদেষ্টার প্রত্যক্ষ হস্তক্ষেপে তাঁকে পদায়ন থেকে বিরত রয়েছে মন্ত্রণালয়। ফলে ঢাকার নাগরিকেরা রাস্তায় নেমে এসেছেন। এই ইস্যু আলোচনার মধ্য দিয়ে সমাধান করা গেল না কেন, এমন প্রশ্ন রাখেন তাঁরা।
আরও পড়ুনউপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি ইশরাকের৪৭ মিনিট আগেবাংলাদেশ এলডিপির বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় দেশের সামগ্রিক অবস্থা ভেঙে পড়েছে। একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। অধ্যাপক ইউনূসকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। কিন্তু এই সমর্থনের অপব্যবহার করে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে সরকার। উপরন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাজনৈতিক দল নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে যাচ্ছেন। বাংলাদেশ এলডিপি সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে।
বিদেশি শক্তির কাছে মাথানত করে চট্টগ্রাম বন্দর তাদের হাতে তুলে দিলে বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে বলে বিবৃতিতে বলা হয়।
আরও পড়ুনইসি আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, বিএনপির দলীয় কার্যালয় হয়েছে: নাসীরুদ্দীন পাটোয়ারী৫ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল দ শ এলড প সরক র র
এছাড়াও পড়ুন:
সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান, নির্বাহী পরিচালক পারভেজ করিম
গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন টেলিভিশন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান। অন্যদিকে, সিজিএসের নির্বাহী পরিচালক হিসেবে অর্থনীতিবিদ ও গবেষক পারভেজ করিম আব্বাসীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিজিএস।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জুলাই সিজিএসের পরিচালনা পর্ষদের সভায় সবার সম্মতিতে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হিসেবে টেলিভিশন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান এবং নির্বাহী পরিচালক হিসেবে অর্থনীতিবিদ ও গবেষক পারভেজ করিম আব্বাসীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বের অধীনে সিজিএস ভবিষ্যতেও গবেষণা কার্যক্রমকে আরও বিস্তৃত এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকরভাবে উপস্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে বর্তমান প্রেসিডেন্ট জিল্লুর রহমান সিজিএসের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণ করে জিল্লুর রহমান বলেন, সিজিএস দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উল্লেখযোগ্য গবেষণাসহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে। অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় আমরা বিশ্বাস করি, তথ্যভিত্তিক গবেষণা, নীতিগত চিন্তা এবং সংলাপের মাধ্যমে সিজিএস একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে আরও সক্রিয় ভূমিকা রাখবে।
অন্যদিকে, পারভেজ করিম আব্বাসী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সিজিএসের ‘সিনিয়র রিসার্চ ফেলো’ হিসেবে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সিজিএস জানায়, নতুন পরিচালনা পর্ষদে অন্য সদস্যরা হলেন— নির্বাচন পর্যবেক্ষক ও মানবাধিকার কর্মী মুনিরা খান, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক মো. শফিউল্লাহ, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা আব্দুল হক, নীতি বিশ্লেষক সুবীর দাস এবং লেখক ও সমাজ সংগঠক ফাহমিদা হক।