‘ভাইরে ভাই, কী বলব! নোয়াখালী থেকে ফ্রান্সে এসে অটোগ্রাফ দিলাম’
Published: 22nd, May 2025 GMT
‘ভাইরে ভাই, কী বলব! নোয়াখালী থেকে ফ্রান্সে এসে অটোগ্রাফ দিলাম। জীবনে এভাবে অটোগ্রাফ দেব, কোনো দিন কল্পনা করিনি। তাদের আন্তরিকতায় আমি অবাক,’ বললেন তরুণ আল আমিন। উৎসবে অংশ নিতে গত শনিবার তিনি ফ্রান্সে পৌঁছান। প্রথমবার কান–যাত্রায় পথ চিনতে অন্যদের সহায়তা নিয়েছেন। এ সময় কানে তাঁর অভিনীত সিনেমা মনোনীত হওয়ায় অনেকেই তাঁকে অভিবাদন জানান।
এই তরুণ অভিনেতা বলেন, ‘বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আমাকে অনেকেই এশিয়ান বলছিলেন। নিজেই আগ্রহ নিয়ে তাঁদের কাছে পরিচয় দিয়ে কানে যাওয়ার পথের সহযোগিতা চাইলাম। কয়েকজন অটোগ্রাফ নিলেন। একজন বললেন, তুমি তো তারকা। তুমি যখন অনেক বড় তারকা হবে, তখন অনেক টাকায় এটি বিক্রি করব (হাসি)। আমাকে সবাই যে অভিনেতা হিসেবে সম্মান দিয়েছেন, এটাই আমার সার্থকতা।’
যেভাবে ‘আলী’তে
নোয়াখালীতে থাকেন আল আমিন। সেখানেই গান দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু। একই সঙ্গে নারী ও পুরুষের কণ্ঠে গান গাইতে পারেন। এই দ্বৈত কণ্ঠের গাওয়া গানের ভিডিও দেখেই ফোন দিয়ে তাঁকে অভিনয়ের কথা বলেন কাস্টিং ডিরেক্টর। শুরুতে এফডিসি ঘরানার কোনো সিনেমা ভেবে তেমন একটা আগ্রহ দেখাননি। ‘ভাবছিলাম অভিনয় করব না। পরে পরিচালকের ফেসবুক প্রোফাইল দিতে বললাম। তখন দেখলাম আদনান আল রাজীব। তাঁর নাটক দেখা ছিল। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই। এটাই ছিল আমার প্রথম অভিনয়,’ বলেন আল আমিন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে আড়াই কেজির ইলিশ ১৩ হাজার টাকায় বিক্রি
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে আড়াই কেজির এক ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়। আজ সোমবার সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে জেলেদের জালে ধরা পড়ে ওই ইলিশটি।
আজ সকালে মেঘনা নদীতে ধরা ইলিশটি ঘাটের মাছ ব্যবসায়ী উত্তম দাসের আড়তে তোলা হয়। নিলামে অংশ নেন অন্তত ১৫ জন ব্যবসায়ী। নবীর হোসেন নামের এক মাছ ব্যবসায়ী এটি কিনে নেন।
নবীর হোসেন বলেন, জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন, যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে, সেটিও তিনি কিনেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইলিশ কম পাওয়ায় জেলেরা হতাশ, তবে জুনের শুরু থেকে মাঝেমধ্যে বড় আকারের কিছু ইলিশ ধরা পড়ছে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, পদ্মা-মেঘনায় ইলিশের সরবরাহ প্রায় নেই বললেই চলে। দক্ষিণাঞ্চল থেকেও ইলিশ আসছে না। মাঝেমধ্যে স্থানীয় নদী থেকে বড় আকৃতির কিছু ইলিশ পাওয়া যাচ্ছে। এসব মাছ অনলাইনে বিক্রি হচ্ছে।