পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশের সামনে আজ আবার নতুন চ‌্যালেঞ্জ। নতুন দিন, নতুন লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ সন্ধ‌্যায় মাঠে নামবে বাংলাদেশ।

হারলেই সিরিজ হাতছাড়া। জিতলে টিকে থাকবে সিরিজে। সেই লড়াইয়ে ডাম্বুলায় বাংলাদেশ সময় সন্ধ‌্যা ৭টা ৩০ মিনিটে মাঠে নামবেন মিরাজ, লিটন, নাঈম শেখরা।

প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-০ ব‌্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। স্বাগতিকরা আজই সিরিজ নিশ্চিত করতে চায়। অন‌্যদিকে বাংলাদেশের সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই।

তবে বাংলাদেশের আত্মবিশ্বাস পাওয়ার মতো জ্বালানিও নেই। নিজেদের বর্তমান পারফরম‌্যান্স বিবর্ণ। অতীত রেকর্ড ফ‌্যাকাসে। শেষ ৬ টি-টোয়েন্টিতে কোনো জয় নেই বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে প্রথম ম‌্যাচ হারের আগে পাকিস্তানে গিয়ে তিন ম‌্যাচে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এর আগে সংযুক্ত আরব আমিরাত দুই ম‌্যাচে হারিয়ে দেয় বাংলাদেশকে। তাদের বিপক্ষে ২-১ ব‌্যবধানে সিরিজও পরাজিত হয়।

বাংলাদেশের গত বছরের টি-টোয়েন্টি পারফরম‌্যান্সও এমন ছিল। ২০ জুন থেকে ১২ অক্টোর, এ সময়ে ছয় টি-টোয়েন্টির প্রতিটিতে বাংলাদেশ হেরেছে। রাতের ম‌্যাচে বাংলাদেশ যদি জেতে পরাজয়ের মিছিল থাকবে। নয়তো পরাজয়ের ট‌্যালি বাড়বেই।  

ব‌্যাটসম‌্যানরা রান পেতে ধুকছে। দলের বোলিং কোচ মুশতাক আহমেদ ব‌্যাটসম‌্যানদের দায়িত্ব নিয়ে বড় কিছু করার কথা বললেন, ‘‘যখন একজন ব্যাটসম‌্যান ফর্মে থাকে এবং ৩০-৪০ রান করে তখন তার পরের লক্ষ্য হওয়া উচিত ৭০-৮০ রানে ইনিংস খেলা। শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে ভাল করেছেন কুশল মেন্ডিস। ধারাবাহিকতা ধরে রেখে বড় ইনিংস খেলছেন তিনি। আমাদের বোলাররা তার কারনে সমস্যায় পড়েছে। আমাদের দলের জন্য একজন ব‌্যাটসম‌্যানের একই কাজ করা উচিত।’

কিংদন্তি এই লেগ স্পিনারের পরিকল্পনার ঘাটতি চোখে পড়েছে, ‘‘যখন পরিকল্পনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, তখন সেটি কাজে লাগাতে পারেনি ব‌্যাটসম‌্যানরা। ক্রিজে এসে রিভার্স-সুইপ ছক্কা মেরে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন শামীম। চ্যালেঞ্জিং উইকেটে জয়ের জন্য লড়াকু স্কোর দরকার পড়ে। এজন্য ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হয় এবং ভাল শুরুর পর ইনিংস বড় করতে হয়।’’

ডাম্বুলাতে এবারই প্রথম টি-টোয়েন্টি খেলত মাঠে নামছে বাংলাদেশ। ২০১০ সালের পর সর্বশেষ ২০১৭ সালে এখানে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সেই দলের শুধু তিনজন মিরাজ, তাসকিন, মোস্তাফিজ) খেলোয়াড় আছেন এই টি-টোয়েন্টি স্কোয়াডে।

ডাম্বুলায় টি-টোয়েন্টির গড় স্কোর খুব একটা বেশি নয়। দেড়শ’র আশপাশে। তবে রাতের ম্যাচে ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো থাকে বলে বিশেষজ্ঞদের অভিমত। তাই টস এখানে বড় প্রভাব ফেলতে পারে।

কন্ডিশন, ভেনু‌্য এখন পর্যন্ত বাংলাদেশের পারফরম‌্যান্সে প্রভাব ফেলতে পারেনি। নিজেরা পারফর্ম করতে পারেনি বলেই ধুকেছে দল। আজ তারা কী দায়িত্ব নিয়ে খেলতে পারবেন? ছয় ম‌্যাচের পরাজয়ের গেরো কী ছুটাতে পারবেন?

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর জয় র য টসম

এছাড়াও পড়ুন:

১৭ ঘণ্টার মধ্যেই রাকসুর ফল প্রকাশ: প্রধান নির্বাচন কমিশনার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

বুধবার (১৫ অক্টোবর) সিনেট ভবনে রাকসু নির্বাচনের সর্বশেষ অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

আরো পড়ুন:

রাকসু: শীর্ষ তিন পদের প্রার্থীরা যেখানে ভোট দেবেন

‘রাকসুর জন্য স্থায়ী মার্কার আমদানি, থাকবে থ্রিডি নিরাপত্তা’

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, আমরা ডাকসু ও জাকসু নির্বাচনের ভোট গণনা পদ্ধতি থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেই অনুযায়ী শিক্ষা নিয়ে আমরা ভোট গণনার জন্য সর্বোচ্চ আধুনিক ওয়েমার মেশিনের ব্যবস্থা করেছি।”

তিনি আরও বলেন, ১৭টি হলের জন্য ১৭টি ভোট কেন্দ্র করা হয়েছে। একজন ভোটার আলাদা আলাদা ছয় পেজ ও আলাদা রংয়ের ব্যালট পেপার দেওয়া হবে। একজন ভোটারের একটি ভোট নিশ্চিত করতে ছবি যুক্ত তালিকা, ভোটারদের বিশ্ববিদ্যালয় আইডি কার্ড যাচাই, অমোচনীয় কালি এবং বিশেষ ক্ষেত্রে কিউআর কোড ব্যবহার করা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রায় ১০ ঘণ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লেগেছিল।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • জিদান বললেন এ সময়ে তাঁর পছন্দের তিন ফুটবলারের নাম
  • কাজী মামুনকে ফাঁসানো হয়েছে: যুব সংহতি
  • বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
  • কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
  • বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ের চূড়ায় রশিদ-ওমরজাই
  • আরও পাঁচটি কারখানা পেল পরিবেশবান্ধব সনদ
  • মুসলিম জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ৯ উপায়
  • ১৭ ঘণ্টার মধ্যেই রাকসুর ফল প্রকাশ: প্রধান নির্বাচন কমিশনার
  • তামান্নাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য
  • বক্স অফিসে ‘কানতারা টু’ ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?