বিরল প্রকৃতির জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে গত এক মাসের বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তিন মাস বয়সী শিশু কাজী মুবাসসিরা। সে চট্টগ্রামের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী সোহরাব উদ্দিন ও গৃহিনী ফওজিয়া তামান্নার মেয়ে। বর্তমানে সে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। তার চিকিৎসার জন্য অন্তত সাড়ে চার লাখ টাকা প্রয়োজন। 

মুবাসসিরার চিকিৎসকরা জানান, বিরল প্রকৃতির জন্মগত হৃদরোগে আক্রান্ত মুবাসসিরা। তার ডানদিকের একটি ভাল্ব জন্মগতভাবে অনুপস্থিত। বাড়তি একটি ছিদ্র হৃদপিণ্ডের নিচের দিকে রয়েছে। দুই ধাপের অপারেশন কমবয়সেই করতে হবে।

শিশুর বাবা সোহরাব উদ্দিন জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনিই পরিবারের একমাত্র আয়কারী ব্যক্তি। তার পরিবার আগে স্বচ্ছল থাকলেও এখন আর্থিক সমস্যায় ভুগছে। 

তিনি আরও জানান, মুবাসসিরাকে বাঁচিয়ে রাখতে ইতোমধ্যে তার ৪ লাখের বেশি টাকা খরচ হয়ে গেছে। ঢাকায় হার্ট ফাউন্ডেশনে তার চিকিৎসা চলছিল। মাঝখানে তাকে বাড়ি আনি। কিন্তু অবস্থা খারাপ হলে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এ সময় তিনি মুবাসসিরাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ/নগদ– ০১৭৪৪–১৩৯৫৫৩। ব্যাংক অ্যাকাউন্ট– সোহরাব উদ্দিন, ইউসিবি ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর– ০০৪৩২০১০০০০৬৭৫৬৪, রাউটিং নম্বর– ২৪৫১৫০১৩১, আগ্রাবাদ শাখা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ