গতকালে হারের ধাক্কা কাটিয়ে উঠতে না পারা বাংলাদেশ দল আজ বৃহস্পতিবার অনুশীলন করেনি। পুরো দিন সবাই বিশ্রামে।

৫ রানে ৭ উইকেট! কীভাবে এ রকম একটা বিপর্যয় ঘটে গেল, তার স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই কারও কাছে। তবে এ রকম ঘটা যে উচিত হয়নি, সে উপলব্ধি বাংলাদেশ দলের সবার। কারও না কারও তো উচিত ছিল, বিপর্যয়ে বাঁধ দেওয়া।

কাল রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হার নিয়ে যত আলোচনা, তার চেয়ে বড় বিস্ময় যেন ওই ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারানো। এ রকম একটা বিপর্যয় না ঘটলে বাংলাদেশ ম্যাচ জিতে যেত, সেটি নিশ্চিত করে বলার উপায় নেই। তবে কখনো কখনো ম্যাচের একটা মুহূর্তও বড় হয়ে উঠতে পারে হার–জিতের চেয়ে। হতবাক করে দেওয়া রাতের বিস্ময় কাটিয়ে উঠতে না পারা টিম ম্যানেজমেন্টের এক সদস্য আজ বলছিলেন, ‘‌এখনো বিশ্বাস হচ্ছে না, এ রকম কিছু হয়েছে। কী ঘটে গেল! আমরা কিন্তু এ রকম দল নই।’

গতকালে হারের ধাক্কা কাটিয়ে উঠতে না পারা বাংলাদেশ দল আজ বৃহস্পতিবার অনুশীলন করেনি। পুরো দিন সবাই বিশ্রামে। বিকেলের দিকে মিটিং হয়েছে, কেউ কেউ জিমে গেছেন। দুপুরের দিকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, কোচ ফিল সিমন্স এবং সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে হোটেলেই বসে ছিলেন টি–টোয়েন্টি দল নিয়ে আলোচনায়।

সংবাদ মাধ্যমের সামনেও আজ বাংলাদেশ দলের কেউ আসেননি। তবে মেহেদী হাসান মিরাজের দলের ব্যাটিং–বিপর্যয় নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার কোচ ও সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। আজ বিকেলে টিম হোটেলে বসে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপরই ছাতা ধরেছেন, ‘আপনি তো প্রতিদিন এ রকম পরিস্থিতিতে পড়বেন না। এটা একদিন হতেই পারে। তাই বলে মানুষ যেন খেলোয়াড়দের অকারণে চাপে ফেলে না দেয়। এ রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরাও গিয়েছি, আমি গিয়েছি।’

টিম হোটেলে শ্রীলঙ্কা কোচ সনাৎ জয়াসুরিয়া।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল দ শ দল এ রকম

এছাড়াও পড়ুন:

সৌদিতে সক্রিয় যুক্তরাষ্ট্রের ‘থাড’!

বিশ্বের শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থাগুলোর একটি যুক্তরাষ্ট্র নির্মিত ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’। এর প্রথম মোতায়েন শুরু হয়েছে সৌদি আরবে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে আরবি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আশরাক আল-আওসাতের বরাতে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের। স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম ‘থাড’। এটিই একমাত্র মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতেও সক্ষম।

সৌদিতে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি অনুসরণ করে জেদ্দা প্রদেশের বিমান প্রতিরক্ষা বাহিনী গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের উদ্বোধন করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং কৌশলগত এলাকাগুলোকে রক্ষা করা। রয়টার্স।
 

সম্পর্কিত নিবন্ধ