রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় মাটি খুঁড়ে একটি মর্টার শেল পাওয়া গেছে। গতকাল বুধবার মধ্যরাতে সেখান থেকে মর্টার শেলটি উদ্ধারের পর সেটি নিষ্ক্রিয় করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলের মাধ্যমে জানতে পারেন, দিয়াবাড়ি এলাকায় বিসিএস সদস্যদের জমি প্রকল্প পার্ক-১৭ সংলগ্ন একটি বটগাছের পাশে মাটির স্তূপে একটি মর্টার শেল পাওয়া গেছে। পরে তিনিসহ তুরাগ থানার পুলিশ সেখানে গিয়ে প্রায় এক ফুট দৈর্ঘ্যের মর্টার শেলটি উদ্ধার করেন। একজন যুবক স্তূপ করা মাটি খুঁড়ে ট্রাকে ভরছিলেন। তিনিই ঘটনাটি জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ ফোন করে জানান।

পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, উত্তরা বিভাগের উপকমিশনার মো.

মহিদুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল এসে মর্টার শেলটি দিয়াবাড়ি কোরবানির পশুর হাটের খোলা জায়গায় নিয়ে যায়। সেখানে তারা মর্টার শেলটি নিষ্ক্রিয় করে। এ সময় মর্টারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

মনিরুল ইসলাম বলেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের সময় সেখানকার মাটি খুঁড়ে দিয়াবাড়ি এলাকার এই সরকারি জমিতে স্তূপ করে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই মাটির সঙ্গে মর্টার শেলটি আনা হতে পারে। এটি ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম

এছাড়াও পড়ুন:

কংগ্রেসে ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ পাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ দেশটির কংগ্রেসে চূড়ান্ত বাধা পেরিয়েছে। কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে স্থানীয় সময় বৃহস্পতিবার অল্প ব্যবধানে কর হ্রাস ও সরকারি ব্যয়ের বিশাল এই প্যাকেজ পাস হয়।

প্রতিনিধি পরিষদে ২১৮-২১৪ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়েছে। পরে এতে সই করেন স্পিকার মাইক জনসন। আলোচিত এই বিলটি কংগ্রেসে পাস হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

বিলটি নিয়ে ট্রাম্পের নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল। শেষ পর্যন্ত বিলটি পাস হওয়ায় রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন তিনি সই করলেই বিলটি আইনে পরিণত হবে।

এর আগে মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি বিলটি কোনোরকম উতরে যায়। সিনেটে বিলটি ৫১-৫০ ভোটে পাস হয়। বিলের পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ‘টাই’ ভেঙে বিলের পক্ষে ভোট দেন। বিলটির বিপক্ষে ভোট দেওয়া ডেমোক্র্যাটদের ৪৭ সদস্যের সঙ্গে ৩ জন রিপাবলিকানও যোগ দেন।

এই বিলে কর কমানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমানো, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে।

বিলটি ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদকালে দেওয়া কর ছাড়েরই সম্প্রসারিত রূপ। পাশাপাশি সেনাবাহিনী ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচও বাড়ানো হবে।

এই বিলে কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য মেডিকেইড নামের স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্যসহায়তা কর্মসূচির খরচ থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার কাটাছাঁটের কথা বলা হয়েছে। এতে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্য বিমার বাইরে চলে যাবেন।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে পাস হলো ট্রাম্পের আলোচিত ব্যয় বিল ০২ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ