রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় মাটি খুঁড়ে একটি মর্টার শেল পাওয়া গেছে। গতকাল বুধবার মধ্যরাতে সেখান থেকে মর্টার শেলটি উদ্ধারের পর সেটি নিষ্ক্রিয় করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলের মাধ্যমে জানতে পারেন, দিয়াবাড়ি এলাকায় বিসিএস সদস্যদের জমি প্রকল্প পার্ক-১৭ সংলগ্ন একটি বটগাছের পাশে মাটির স্তূপে একটি মর্টার শেল পাওয়া গেছে। পরে তিনিসহ তুরাগ থানার পুলিশ সেখানে গিয়ে প্রায় এক ফুট দৈর্ঘ্যের মর্টার শেলটি উদ্ধার করেন। একজন যুবক স্তূপ করা মাটি খুঁড়ে ট্রাকে ভরছিলেন। তিনিই ঘটনাটি জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ ফোন করে জানান।

পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, উত্তরা বিভাগের উপকমিশনার মো.

মহিদুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল এসে মর্টার শেলটি দিয়াবাড়ি কোরবানির পশুর হাটের খোলা জায়গায় নিয়ে যায়। সেখানে তারা মর্টার শেলটি নিষ্ক্রিয় করে। এ সময় মর্টারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

মনিরুল ইসলাম বলেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের সময় সেখানকার মাটি খুঁড়ে দিয়াবাড়ি এলাকার এই সরকারি জমিতে স্তূপ করে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই মাটির সঙ্গে মর্টার শেলটি আনা হতে পারে। এটি ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ