পাবনার ঈশ্বরদীতে বালুমহালের দখল নিয়ে সংঘর্ষ, আহত ৭
Published: 22nd, May 2025 GMT
পাবনার ঈশ্বরদীতে বালুমহালের দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে পদ্মা নদীর সাঁড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার রূপপুর গ্রামের রেজাউল হক (৫০), তালতলা এলাকার সানাউল্লাহ প্রামাণিক (৫২), তিন বটতলা এলাকার চপল হোসেন (৪৫), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের সেলিম আহমেদ (৪৫) ও সৈকত ইসলাম (৪০), গোলাপনগর গ্রামের রিপন হোসেন (৪৫) ও রাসেল (৩৫)। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সেলিম ও সৈকতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার পদ্মা নদী তীরবর্তী সাঁড়া অংশটি নাটোরের লালপুর ও কুষ্টিয়ার ভেড়ামারা সীমানায় অবস্থিত। সেখানে বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছে। আজ সকালে ঈশ্বরদী এলাকার লোকজন সেখানে বালু তুলছিল। এ সময় দুটি স্পিডবোটে করে কিছু লোক সেখানে গিয়ে হামলা চালায়। তখন গুলির ঘটনাও ঘটে।
বালুমহালের সাঁড়া অংশের ইজারাদার সুলতান আলী বিশ্বাস জানান, তিনি ইজারা নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে বালু তুলছেন। আজ সকালে বালু তোলার জন্য লোকজন নৌকা নিয়ে বালুমহালের দিকে যান। এ সময় হঠাৎ লালপুরের দিক থেকে তিনটি নৌকায় করে অস্ত্রশস্ত্র নিয়ে এক দল লোক তাঁর লোকজনের ওপর হামলা চালায়।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি মাঝ নদীতে ঘটেছে। আমরা বিষয়টির তদন্ত করছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা নৌকা ও স্পিডবোট নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সুনামগঞ্জে ৬ ভাড়াটিয়াকে ঘরে রেখে তালা দিলেন মালিক
সুনামগঞ্জে বাসা ভাড়া নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় ভাড়াটিয়া একটি পরিবারকে ঘরের ভিতরে রেখেই তালা দিলেন মালিক ইউসুফ চৌধুরী। আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে শহরের রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর ধরে শহরের রায়পাড়া এলাকায় মাসে সাড়ে ৬ হাজার টাকায় একটি টিনের বাসা ভাড়া নিয়ে পরিবারের ৬ সদস্যসহ বসবাস করে আসছেন চানাচুর বিক্রেতা ইমন বর্মন। বাসা ভাড়া নেয়ার পর থেকে নিয়মিত মাসিক ভাড়া পরিশোধ করছেন তিনি। আর্থিক সমস্যার কারণে জুন মাসের ভাড়া পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েন। ভাড়া পরিশোধের সময় কয়েক তিন দিন অতিক্রান্ত হওয়ায় দুর্ব্যবহার করেন বাড়ির মালিক ইউসুফ চৌধুরী। সময় মতো ভাড়া পরিশোধে অপারগতা প্রকাশ করায় ভাড়াটিয়া ইমন, তার মা জবা বর্মনসহ ছয়জনকে ঘরে তালাবদ্ধ করে রাখেন। ভাড়া পরিশোধ না করা পর্যন্ত তাদের ঘরে তালাবদ্ধ করে রাখা হবে জানিয়ে অন্যত্র চলে যান।
এ ঘটনা স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ঘরে বন্দি অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাচ্চু মিয়া বাসার মালিকের থেকে চাবি এনে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
আরো পড়ুন:
যানজটমুক্ত ঢাকার স্বপ্ন: জুলাই থেকে নামছে ইলেকট্রিক বাস
হবিগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ: হেলপার গ্রেপ্তার
ইমন বর্মন বলেন, ‘‘কয়েক বছর ধরে এই বাসায় ভাড়া থাকি। জুন মাসের ভাড়া পরিশোধ করতে দেরি হওয়ার আমি, আমার মাসহ ৬ জনকে ঘরে রেখে তালা মেরে চলে যান বাড়ির মালিক।’’ তিনি এ ঘটনার বিচার চান।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা/মনোয়ার/বকুল