পাবনার ঈশ্বরদীতে বালুমহালের দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে পদ্মা নদীর সাঁড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার রূপপুর গ্রামের রেজাউল হক (৫০), তালতলা এলাকার সানাউল্লাহ প্রামাণিক (৫২), তিন বটতলা এলাকার চপল হোসেন (৪৫), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের সেলিম আহমেদ (৪৫) ও সৈকত ইসলাম (৪০), গোলাপনগর গ্রামের রিপন হোসেন (৪৫) ও রাসেল (৩৫)। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সেলিম ও সৈকতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার পদ্মা নদী তীরবর্তী সাঁড়া অংশটি নাটোরের লালপুর ও কুষ্টিয়ার ভেড়ামারা সীমানায় অবস্থিত। সেখানে বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছে। আজ সকালে ঈশ্বরদী এলাকার লোকজন সেখানে বালু তুলছিল। এ সময় দুটি স্পিডবোটে করে কিছু লোক সেখানে গিয়ে হামলা চালায়। তখন গুলির ঘটনাও ঘটে।

বালুমহালের সাঁড়া অংশের ইজারাদার সুলতান আলী বিশ্বাস জানান, তিনি ইজারা নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে বালু তুলছেন। আজ সকালে বালু তোলার জন্য লোকজন নৌকা নিয়ে বালুমহালের দিকে যান। এ সময় হঠাৎ লালপুরের দিক থেকে তিনটি নৌকায় করে অস্ত্রশস্ত্র নিয়ে এক দল লোক তাঁর লোকজনের ওপর হামলা চালায়।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি মাঝ নদীতে ঘটেছে। আমরা বিষয়টির তদন্ত করছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা নৌকা ও স্পিডবোট নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কাঁচা চামড়া নিতে চীনকে অনুরোধ করবে বাংলাদেশ

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য কাঁচা চামড়া রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে কাঁচা চামড়া আমদানির অনুরোধ জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে চিঠি পাঠানো হবে। একইসঙ্গে চামড়া আমদানি ও রপ্তানিবিষয়ক সুনির্দিষ্ট তথ্য চেয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) চিঠি দিবে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য সচিব মহাবুবুর রাহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, আসন্ন কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তবে বাণিজ্য উপদেষ্টা বৈঠক উপস্থিত না হতে পারায় দাম চূড়ান্ত হয়নি। আগামী রোববার দাম ঘোষণা করা হবে।

 বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, কোরবানির ঈদের পর অন্তত ১৫ দিন স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে আধা-সরকারি চিঠি পাঠানো হয়েছে। এছাড়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংসহ দেশব্যাপী ৭০ হাজার টন লবণ সরবরাহ করবে শিল্প মন্ত্রণালয়। এজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে দেওয়া হবে। গত বুধবার এ সংক্রান্ত এক বৈঠক শেষে বিষয়টি জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয় ১৬ দশমিক ১৮ মিলিয়ন ডলার। তবে ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি বেড়ে দাঁড়ায় ১ দশমিক ২২ বিলিয়ন ডলারে। তবে গত অর্থবছরে আয় কমে দাঁড়ায় ১ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৬০ শতাংশ কম। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ৯৩২ মিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ বেশি।

সম্পর্কিত নিবন্ধ