কয়েকজন উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিতে হবে। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের (বুধবার) বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাই সরকারের ভাবমূর্তি রক্ষায় তাকেও অব্যাহতি দিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি দেওয়া প্রয়োজন।
খন্দকার মোশাররফ বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালকের (বুধবার) বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে, সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি দিতে হবে। ফ্যাসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতোপূর্বে অনেকবার উত্থাপন করেছি।
তিনি বলেন, একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ, তাই মাথাভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধু রুটিন ওয়ার্ক (দৈনন্দিন কার্যক্রম) পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়।
খন্দকার মোশাররফ নতুন দল সংশ্লিষ্ট উপদেষ্টাদের নাম উল্লেখ না করলেও মঙ্গলবার কাকরাইল মোড়ে আন্দোলনরত বিএনপির নেতাকর্মীদের অবস্থানে যোগ দিয়ে দলটির নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সঠিক নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় মন্তব্য করে ইশরাক বলেছিলেন, ‘তাই এটাকে (উপদেষ্টা পরিষদকে) পরিবর্তন করতে হবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ উপদ ষ ট ব এনপ
এছাড়াও পড়ুন:
নেদারল্যান্ডসের মসজিদের ইমাম কেন গেলেন ইসরায়েলে
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করায় নেদারল্যান্ডসের একজন ইমামকে মসজিদ থেকে বরখাস্ত করা হয়েছে। ওই ইমামের নাম ইউসুফ মসিবিহ। তিনি নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলীয় শহর আলকমারের বিলাল মসজিদের ইমাম ছিলেন।
ইউরোপের ১৫টি দেশের মুসলিম নেতাদের একটি প্রতিনিধিদল সম্প্রতি ইসরায়েল সফরে যায়। ওই প্রতিনিধিদলে ইউসুফও ছিলেন। গতকাল সোমবার তাঁরা ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইসরায়েলের জাতীয় সংগীত রূপান্তর করে আরবি ভাষায় একটি গান পরিবেশন করেন।
আজ মঙ্গলবার সকালে বিলাল মসজিদ ওই ইমামকে বরখাস্তের কথা জানায়। মসিবিহকে ‘তাৎক্ষণিকভাবে বরখাস্তের’ ঘোষণা দেওয়া হয়। মসজিদ কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইমামের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদ তাঁকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ মুহূর্ত থেকে প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই।’
এ সফরের আয়োজন করে এলনেট নামের একটি বেসরকারি সংস্থা। তারা ইসরায়েল ও ইউরোপের মধ্যে সম্পর্ক জোরদারে কাজ করছে। প্রতিনিধিদলটি গতকাল ইসরায়েলের পার্লামেন্টসহ অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ওল্ড সিটিতে থাকা মুসলিম, খ্রিষ্টান ও ইহুদিদের ধর্মীয় স্থান পরিদর্শন করে।
প্রতিনিধিদলটি ইয়াদ ভাসেম নামের একটি হলোকাস্ট মেমোরিয়াল সেন্টার পরিদর্শন করবে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিখাই আদরিয়ের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের। সম্প্রতি তেল আবিবে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করবে তারা।
এরপর গাজায় জিম্মি ফিলিস্তিনি বেদুইন পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবে প্রতিনিধিদলটি। পাশাপাশি ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে বসবাসরত সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবে তারা, যাঁদের স্বজনেরা সন্দেহভাজন হিজবুল্লাহর রকেট হামলায় নিহত হয়েছেন।
ইউরোপের মুসলিম প্রতিনিধিদলে ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও ফ্রান্সের মুসলিম নেতারা আছেন। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ফ্রান্সের বিতর্কিত ইমাম হাসেন চালগুমি।