বিশ্ব বাণিজ্যে পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের আগ্রহ বাড়ছে। অন্যদিকে বাংলাদেশ এখন এশিয়ার অন্যতম সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য। প্রয়োজনীয় সংস্কার ও সম্মিলিত উদ্যোগ থাকলে আগামী পাঁচ বছরের মধ্যেই ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বাংলাদেশের অর্থনীতি। 

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা ও কৌশলগত গুরুত্ব বিষয়ে সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (এসসিবি) আয়োজিত অর্থনৈতিক ব্রিফিংয়ের বক্তারা এ কথা বলেন। এসসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানাে হয়।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, দেশের অর্থনীতির প্রধান সূচকগুলোতে এখন ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। প্রয়োজনীয় সংস্কার আর সম্মিলিত উদ্যোগ থাকলে, বাংলাদেশ আগামী পাঁচ বছরের মধ্যেই ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ নিতে পারে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড জাপানের সিইও ইউসুকে আসাই বলেন, জাপানের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত আছে। ইতোমধ্যে ৩০০টিরও বেশি জাপানি কোম্পানি এখানে কাজ করছে।

বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আমাদের লক্ষ্য একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা। যেটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণ করবে এবং সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো, জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার এনামুল হক  প্রমুখ। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় পোস্টার লাগানো নিয়ে বিএনপির দলীয় কোন্দলে একজন নিহত, আহত ৬

নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির এক পক্ষের হামলায় অন্য পক্ষের একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাছনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম ওরফে সফু (৪০)। তিনি আব্বাছনগর গ্রামের বাসিন্দা এবং কাঠের মিলে কাজ করতেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান (রাশেদ) আসন্ন ঈদ উপলক্ষে দুর্গাপুরে শুভেচ্ছা পোস্টার ও ছোট ছোট বিলবোর্ড পাঠান। তাঁর কর্মী-সমর্থকেরা গতকাল দুপুরে দুর্গাপুর বাজারসহ স্থানীয় বিএনপি কার্যালয়ে সেই পোস্টার ও বিলবোর্ড লাগাতে যান। দুর্গাপুর পৌরসভার পুলিশ মোড় এলাকায় বিলবোর্ড টানানোর সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন এতে বাধা দেন। পরে হামিদুর রহমান বিষয়টি দুর্গাপুর থানা পুলিশকে লিখিতভাবে জানান। এতে জামাল উদ্দিন আরও ক্ষিপ্ত হন। পরে তাঁর নেতৃত্বে রাত সাড়ে আটটার দিকে ২৫-৩০টি মোটরসাইকেলে এক দল লোক আব্বাছনগর গ্রামে গিয়ে হামিদুর রহমানের গ্রামের বাড়িতে হামলা চালান। তাঁরা আব্বাছনগর বাজারেও হামলা এবং ভাঙচুর করে। হামলায় হামিদুর রহমানের ভাতিজা শফিকুল ইসলাম নিহত হন। এ সময় আরও ছয়জন আহত হন।

নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, জামাল উদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল ও একটি পিকআপে করে দেশি অস্ত্র এনে হামলা চালানো হয়। একপর্যায়ে তাঁরা গুলি ছোড়েন। শফিকুল পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানসহ পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শাকিল নামের হামিদুর রহমানের এক ভাতিজা বলেন, ‘গতকাল বেলা দেড়টার দিকে দুর্গাপুর পৌরসভার পুলিশ মোড় এলাকায় বিলবোর্ড টানাতে গেলে জামাল উদ্দিন ও তাঁর লোকজন বাধা দেন। তাঁরা আমাদের ৪০টি বেলবোর্ড ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন। এরপর আমরা থানায় লিখিত অভিযোগ দিই। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাতে জামাল উদ্দিন ও তাঁর সহযোগীরা আমাদের বাড়িঘরে হামলা ও আমার চাচাতো ভাই শফিকুলকে গুলি করে হত্যা করেছেন। এ ঘটনায় আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

হামিদুর রহমান বিএনপির সাবেক হুইপ (পরে এলডিপি নেতা) আইনজীবী আবদুল করিম আব্বাছীর ভাতিজা। অপর পক্ষের জামাল উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমাম হোসেন আবু চানের ছেলে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ওসি মাহমুদুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ প্রথম আলোকে বলেন, গুলির ঘটনা ঘটেছে কি না, তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ