মুক্ত আকাশের স্বাদ পেল খাঁচাবন্দি চার টিয়া
Published: 23rd, May 2025 GMT
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা গোপনে সংবাদ পেয়ে খাঁচাবন্দি চারটি টিয়া পাখি অবমুক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলার কালিনগর গ্রামের দুটি বাড়ি থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
এদিন নানা আয়োজনে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালন করে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)।
টিয়া পাখি অবমুক্ত করার সময় সিংড়ার ইউএনও মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটি এক যুগ ধরে চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করছে জানিয়ে সাইফুল ইসলাম বলেন, দুর্গম বিলের পাখি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় তারা ছুটে চলেছেন।
বৃহস্পতিবার সকালে সংগঠনের চলনবিল গেট কার্যালয়ে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। বেলা ১১টায় কলম ইউনিয়নের নুরপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। দুপুরে কালিনগরের দুটি বাড়ি থেকে খাঁচাবন্দি চারটি টিয়া পাখি উদ্ধারের পর জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় এই পরিবেশকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখছেন। জীববৈচিত্র্য ও সরকারি জলাভূমি রক্ষায় প্রশাসনও তৎপর।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল ইসল ম চলনব ল রক ষ য়
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এসময় তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন।
রবিাবর (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন কৃষকরা। একপর্যায়ে তারা ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করেন। বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।
আরো পড়ুন:
বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন
ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে
আন্দোলনরত কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, কৃষকরা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইউএনও দীপ জন মিত্র জানান, কৃষকরা কেন সার পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদশাহ/মাসুদ