৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘আলী’ সিনেমা। কানের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে এটি বাংলাদেশের প্রথম অংশগ্রহণ। এটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আল আমীন।

শুক্রবার উৎসবের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের পাশে ক্লৌডে ডেবাসি থিয়েটারে হয় সিনেমাটির প্রদর্শনী। যেখানে সিনেমার সকল কলাকুশলী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অভিনেতা আল আমীনও। প্রথমবার অভিনয়, এবং প্রথম সিনেমা নিয়ে কানের মতো উৎসবে আসা। বিষয়টি নিয়ে কথা হয় তাঁর সঙ্গে–

আজ কানে আপনার সিনেমা ‘আলী’ প্রদর্শিত হলো। অনুভূতিটা কেমন?
সত্যি বলতে, এখনও বিশ্বাস হচ্ছে না। আমি যে থিয়েটারে অস্কারজয়ী সিনেমা দেখেছি, সেখানে আমার সিনেমা চলেছে– এটি স্বপ্নের মতো। আমি কাঁপছিলাম যেন। সিনেমাটি শেষ হওয়ার পর সবাই দাঁড়িয়ে টানা দশ মিনিট অভাবনীয় করতালির মাধ্যমে যে অনুভূতি দেখালেন তা আমার জন্য সত্যিই অভূতপূর্ব দৃশ্য। এই দৃশ্য কোনোদিন ভুলব না। এখানে আলী এতটা সম্মান পাবে তা না দেখলে বিশ্বাসযোগ্য হতো না। পরে সবাই সেলফি তুললেন। কাছে এসে সবাই ভালোলাগার কথাও জানালেন। 

প্রথমবার বিশ্ব সিনেমার এমন মর্যাদাপূর্ণ আসরে আপনার অংশগ্রহণ। বিষয়টি আপনার কেমন লাগছে?
আমার মনে হচ্ছে ঘোরের মধ্যে আছি। মাঝে মধ্যে অবিশ্বাস্য লাগছিল। গতকাল যখন নিজের সিনেমা প্রদর্শিত হলো, সবাই বাহবা দিলেন তখন নিজের ওপর বহুগুণ আত্মবিশ্বাস বেড়ে গেছে। আসলে আনন্দ আর প্রাপ্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন যেমন লাগছে এ প্রতিক্রিয়াটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। 

আলী সিনেমাটা কেমন? কী গল্প বলা হয়েছে?
উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। এ গান গাওয়া নিয়ে রয়েছে এক রহস্য। 

সিনেমাটিতে আপনার যুক্ত হওয়ার গল্প জানতে চাই?
আমি নোয়াখালীতে থাকি। এই দ্বৈত কণ্ঠের গান গাইতে পারি আমি। এই গানের ভিডিও দেখে আলী টিমের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে আগ্রহ পাইনি। তাই ভাবছিলাম অভিনয় করব না। পরে পরিচালকের ফেসবুক প্রোফাইল চাইলে দেখি আদনান আল রাজীব। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম। এটিই ছিল আমার প্রথম অভিনয়। এখানেই শেষ নয়। এ সিনেমার মাধ্যমে আমার আত্মবিশ্বাস বহুগুণ বেড়েছে। আমার বিশ্বাস অভিনয়ে কিছু করতে পারব। 

কানে এসে কী শিখলেন বা নতুন কী দেখলেন?
এখানে এসে বুঝেছি, গল্পটাই আসল। আপনি যদি সৎভাবে নিজের সমাজ, আপনার অভিজ্ঞতা, আপনার মানুষকে তুলে ধরতে পারেন, বিশ্ব সেটি বোঝে। ভাষা কোনো বাধা নয়। আজকের প্রদর্শনীতে ফ্রান্স, জার্মানি, জাপান থেকে দর্শক এসেছিলেন, সবাই বললেন, ‘তোমার গল্প ছুঁয়ে গেছে।’ এটি আমার জীবনের বড় পাওয়া। দেশে ফিরে একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজ শুরু করব। নোয়াখালীর ভাষা, মাটি, মানুষ–সব থাকবে সেখানে। আমি চাই, আমাদের গ্রামগঞ্জের ছেলেমেয়েরা সিনেমায় নিজেদের দেখুক, নিজেদের গল্প শুনুক। শুভকামনা রইলো, আল আমিন। আপনার এই যাত্রা আরও বহু তরুণকে সাহস দেবে।

ধন্যবাদ। আমি কৃতজ্ঞ সবার ভালোবাসা আর প্রেরণার জন্য। আমি চাই, এই কান শুধু আমার নয়, আমাদের সবার হোক। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব প রদর শ আপন র প রথম

এছাড়াও পড়ুন:

‘ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা ৩৫-৩৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে’

শেখ হাসিনা পরবর্তী সময়ে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে এবং সম্পর্কের শীতল বরফ ভাঙতে ‘বাংলা চলচ্চিত্র উৎসব’ এবং ‘পর্যটন বিনিময়কে’ কাজে লাগাতে চাইছে বাংলাদেশ।  এমনকি, দুই প্রতিবেশী দেশের মধ্যে সামগ্রিক অর্থনৈতিক সম্পৃক্ততা ৩৫-৩৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। বুধবার কলকাতায় বণিক সভা ‘মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ’ (এমসিসিআই) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এই প্রত্যাশা ব্যক্ত করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। 

এমসিসিআই-এর সদস্যদের সাথে মতবিনিময়কালে, হামিদুল্লাহ প্রত্যাশা করে বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে যখন উভয় পক্ষই পরবর্তী পর্যায়ের বিষয়ে মূল্যায়ন করছে, ঠিক এমন এক সময়ে, দ্বিপাক্ষিক সম্পর্ককে সতেজ করতে সাংস্কৃতিক ও জনকেন্দ্রিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেদিকে তাকিয়ে দিল্লিতে একটি ‘বাংলা চলচ্চিত্র উৎসব’ আয়োজনের জন্য আলোচনা চলছে। যদিও এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি। 

আরো পড়ুন:

ভারতে হামলার ছক, দুই বাংলাদেশিসহ ৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন রাশমিকা

বণিক সভার সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময়, ধারাবাহিকভাবে বাংলাদেশে পর্যটকদের আগমন যাতে বৃদ্ধি পায়, সেবিষয়েও উৎসাহিত করেন হাইকমিশনার। 

গত আট মাস ধরে দিল্লিতে কর্মরত হামিদুল্লাহর অভিমত, ভারত-বাংলাদেশ অংশীদারিত্ব মূলত একটি ‘খাঁটি আত্মিক সম্পর্ক’, পারস্পরিক সম্পর্ক ও বিশ্বাসের উপর গড়ে ওঠা সম্পর্ক। এই সম্পর্কটি সভ্যতার বন্ধন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে গঠিত একইরকম সামাজিক অবস্থার উপর নিহিত। 

তার যুক্তি, অর্থনৈতিক সম্পর্ককে ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হয় কারণ এর পিছনে একমাত্র দুই দেশের বাণিজ্যিক লেনদেনটাকেই ধরা হয়ে থাকে। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্য ১২ বিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি। কিন্তু চিকিৎসা পর্যটন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় পেশাদার এবং ভারতে অধ্যায়নরত কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করলে প্রকৃত সম্পৃক্ততা অনেক বেশি হবে। সেক্ষেত্রে এটা ২৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হওয়া উচিত। কোথাও কোথাও ৩৫ থেকে ৩৮ বিলিয়ন মার্কিন ডলার হবে। 

স্পর্শকাতর  কিছু দ্বিপাক্ষিক বিষয় থাকলেও দুদেশ আগামীতে যৌথ ভবিষ্যতের ধারণার দিকে অগ্রসর হতে পারবে বলে বাংলাদেশের হাইকমিশনার আশা প্রকাশ করেছেন।

হামিদুল্লাহ বলেন, উভয় দেশ যখন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি সংবেদনশীল পর্যায়ে পাড়ি দিচ্ছে, তখন বাংলাদেশ সম্পৃক্ততার পরিধি প্রসারিত করার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আর সেই কারণেই সাংস্কৃতিক কূটনীতি, পর্যটন সুবিধা প্রদান, গভীর অর্থনৈতিক একীকরণ এর দিকে ঝুঁকছে। 

বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানে ট্রানশিপমেন্ট পণ্য পাঠানোর বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকমিশনারকে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘আলোচনার জন্য এটা উপযুক্ত স্থান নয়।’ দুই দেশের রাজধানী এটা নিয়ে আলোচনা করবে।

গত বছরের ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে পতন ঘটে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ওই ঘটনার পর ভারতে আশ্রয় নেয় হাসিনা। আর কার্যত সেই থেকেই দুই দেশের সম্পর্কও তলানিতে ঠেকে। এরপর ভারতের চলমান বাংলাদেশের চলচ্চিত্র উৎসব যেমন বন্ধ হয়ে যায় তেমনি দুই দেশের তরফেই কঠোর ভিসা নিয়ন্ত্রণ শুরু করা হয়। এমন পরিস্থিতিতে নতুন করে আরো বৃহৎ পরিসরে চলচ্চিত্র উৎসব শুরু ও দুই দেশের চলাচলের উপর গুরুত্ব আরোপ নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে বলেই অনুমান করা হচ্ছে।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেট, ময়মনসিংহ নাকি অন্য কোনো দল—কারা হবে চ্যাম্পিয়ন
  • বিশ্বকাপের ড্র চূড়ান্ত, কে কোন গ্রুপে
  • গোপনেই শেষ হলো বাঁধন, সুনেরাহ ও শিমুদের শুটিং
  • সাংহাই থিয়েটার উৎসবে মূল বক্তা ইসরাফিল শাহীন
  • তারকা ভিকি নয়, এখন শুধু ‘বাবা’—জীবনের সবচেয়ে বড় ঘটনা
  • প্রথমবারের মতো প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ দিলো পাকিস্তান
  • ‘ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা ৩৫-৩৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে’
  • বিজয়ের সঙ্গে বিয়ে, প্রথমবার সরাসরি জবাব দিলেন রাশমিকা
  • ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বৈঠক করল লেবানন ও ইসরায়েল
  • স্বপ্ন এভাবেও পূরণ হয় জানতেন না সাকলাইন