সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন আবারও স্থগিত
Published: 24th, May 2025 GMT
বাংলা একাডেমি সংস্কারের বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ডাকা সংবাদ সম্মেলন শনিবার কয়েক দফা পেছানোর পর তা স্থগিত করা হয়েছে। সাংবাদিকদের উপস্থিতি ‘আশানুরূপ না হওয়ায়’ সেটি স্থগিত করা হয় বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে শনিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পাঁচজন সাংবাদিক হাজির হন। পরে সাংবাদিকদের আরও দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। শেষমেষ আর কেউ না আসায় অনুষ্ঠান স্থগিত করা হয়।
পরে নতুন তারিখ ঠিক হলে, তা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় ওই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে সেদিন ‘অনিবার্য’ কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিতের কথা জানায় বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ। পরে সংবাদ সম্মেলনটি শনিবার দুপুর ২টায় আয়োজনের কথা বলা হয়। এদিকে শনিবারও কয়েক দফা সংবাদ সম্মেলনটি পেছানোর পর তা আবার স্থগিত করা হয়।
শনিবার অনুষ্ঠান শুরুর সময় হলে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বাংলা একাডেমি সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক মিনিট পর পর এসে সভাকক্ষে সাংবাদিকদের উপস্থিতি দেখে তথ্য দেন উপদেষ্টার দপ্তরে। দুপুর আড়াইটায় বাংলা একাডেমির মহাপরিচালক জনাপাঁচেক সাংবাদিকের উদ্দেশে বলেন, সংবাদ সম্মেলন শুরু হবে দুপুর ৩টায়।
পরে ৩টায়ও সাংবাদিকের উপস্থিতি না বাড়ায় আধা ঘণ্টা পর এসে সংবাদ সম্মেলন স্থগিত করার ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহা.
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব খালিদ হোসেন জানান, সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে সাংবাদিকদের উপস্থিতি কম থাকা এবং যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ থাকার বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে।
এদিকে সংস্কৃতি বিটের সাংবাদিকরা জানিয়েছেন, সংবাদ সম্মেলনের বিষয়ে বেশিরভাগ সাংবাদিক জানতেন না। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাই তারা সেখানে উপস্থিত হননি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব ল এক ড ম র উপস থ ত এক ড ম র
এছাড়াও পড়ুন:
দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–এর মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন এর প্রশাসক এবং উপসচিব মো. আব্দুল মালেককে বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশন এর প্রশাসক নিয়োগ করা হয়।
আদেশে বলা হয়, যেহেতু, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন; যেহেতু, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের বর্তমান কমিটি সংগঠনটিকে কেন সুপ্ত সংগঠন হিসেবে ঘোষণা করা হবে না সে মর্মে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি; যেহেতু, তদন্তকারী কর্মকর্তা ভোটার তালিকা প্রণয়নে ত্রুটি ও বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে মর্মে মতামত দিযেছেন: যেহেতু, এফবিসিসিআই এর সালিশী ট্রাইব্যুনাল রোয়েদাদে জানিয়েছেন যে, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৫-২০২৭ এর জন্য ঘোষিত ১৩/০২/২০২৫ তারিখের নির্বাচন তফসিল বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর বিধি ১৫ এর উপবিধি (২) অনুসারে ঘোষিত না হওয়ায় তা ত্রুটিপূর্ণ হওয়াসহ ভোটার তালিকা ত্রুটিপূর্ণ; যেহেত, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন এর কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না; সেহেতু, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিলপর্বক সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন এর প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করত: নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।
আরেক আদেশে বলা হয়, যেহেতু, বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন;
যেহেত, বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশন এর বর্তমান কমিটি এফবিসিসিআই এর সালিশী ট্রাইব্যুনাল মামলা নং-০১/২০২৫ এর ৯ ফেব্রুয়ারির রায় অমান্য করে নির্বাচন করেছে।
যেহেতু, এফবিসিসিআই কর্তৃক ০৯.০২.২০২৫ তারিখের আদেশ বাস্তবায়ন এবং সংগঠনের সংঘবিধি ও সংঘস্মারক অনুসরণ করে যথাযথ নিয়মে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি উপেক্ষা করা হয়েছে।
যেহেতু বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের চলতি বছরের ১৩ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ত্রুটি বিদ্যমান; সেহেতু, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পরিচালনা পর্যদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল মালেক-কে বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশন এর প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করত: নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।