ঢাকায় শেষ হলো বিডিএফ ডায়ালজিক বিতর্কের গ্র্যান্ড স্লাম
Published: 24th, May 2025 GMT
ঢাকায় এক বর্ণিল পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) ডায়ালজিক-২০২৫ এর স্কুল-কলেজ অধ্যায়। দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় দেশের ৪০টি স্কুল ও কলেজের শ্রেষ্ঠ বিতার্কিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএফ-এর সভাপতি প্লাবন গঙ্গোপাধ্যায়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড.
এ বছরের প্রতিযোগিতায় একাধিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন শিরোপা প্রদান করা হয়েছে। ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং রানার্সআপ হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। স্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
বিতর্কের বিকেন্দ্রীকরণ এবং নতুন কণ্ঠস্বরকে এগিয়ে নিতে বিডিএফ-এর অন্তর্ভুক্তিমূলক লক্ষ্যের বাস্তবায়নে এবছরের ডায়ালজিকে নবিশ ক্যাটাগরিতে বিশেষ আয়োজন করা হয়। নবিশ ক্যাটাগরিটি নতুন ও উদীয়মান দলগুলোকে জাতীয় পর্যায়ে মেধা প্রদর্শনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে চালু করা হয় — যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জিলা স্কুল। এ ক্যাটাগরিতে টুর্নামেন্টের শ্রেষ্ঠবক্তা হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মুশফিকুর রহমান সিফাত।
অনুষ্ঠানে প্লাবন গঙ্গোপাধ্যায় বলেন, ‘ডায়ালজিক কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আন্দোলন। এটি এমন এক ভবিষ্যৎ নির্মাণের পথ যেখানে তরুণরা কঠিন প্রশ্ন এড়িয়ে যায় না, বরং সম্মান, সাহস ও চিন্তার মাধ্যমে উত্তর দেয় এবং নাগরিক দায়িত্ববোধকে নতুনভাবে আবিষ্কার করে। আমাদের লক্ষ্য শুধু দক্ষ বিতার্কিক তৈরি করা নয়, বরং ভালো মানুষ ও সচেতন নাগরিক গড়ে তোলা।’
প্রফেসর ড. মনিরুজ্জামান বলেন, ‘পুরো অনুষ্ঠানজুড়ে তরুণদের মধ্যে যে বৌদ্ধিক শৃঙ্খলা দেখা গেছে তা অনন্য। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই ধরনের সহশিক্ষা কার্যক্রমে আরও বিনিয়োগ করতে হবে যাতে তরুণদের মধ্যে সমালোচনামূলক চিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে ওঠে।’
জিহাদ আল মেহেদী বলেন, ‘তরুণদের নেতৃত্বে পরিচালিত উদ্যোগ হিসেবে ডায়ালজিক প্রমাণ করছে যে বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি একটি নাগরিক আন্দোলন।’
এক্সপ্রেস ইভেন্টস-এর নির্বাহী পরিচালক উৎপল কর্মকার বলেন, ‘তরুণদের এই মঞ্চ দেওয়া হলে তারা শুধু কথা বলে না- তারা নেতৃত্ব দেয়। এ ধরনের প্ল্যাটফর্মে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ব তর ক অন ষ ঠ ন ব ড এফ
এছাড়াও পড়ুন:
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে তারা নির্বাচন করবেন। গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মহাসচিব ও দলের বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ঘোষণা করেন।
সম্ভাব্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে জেলার সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহসভাপতি মাওলানা আবদুল কাদির।
সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। মৌলভীবাজার-১ আসনে কাতার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।
হবিগঞ্জ-১ আসনে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে জেলা আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।