বিশ্বের শুধু এক জায়গায় আছে ড্রাগনস ব্লাড ট্রি
Published: 25th, May 2025 GMT
একটি গাছ, যার রক্ত লাল। মাথা দেখতে অনেকটা ছাতার মতো, গঠন যেন কোনো গ্রহান্তরের জীবের মতো। এই প্রজাতির গাছের নাম ‘ড্রাগনস ব্লাড ট্রি’। দেখে মনে হয় যেন রূপকথার পাতা থেকে নেমে আসা কোনো চরিত্র। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এ প্রজাতির গাছ এখন টিকে থাকার কঠিন লড়াইয়ের মধ্যে রয়েছে। ফুরিয়ে আসছে তার শ্বাস নেওয়ার সুযোগ।
জলবায়ুর বিরূপ প্রভাব, আগ্রাসী পশুপালন আর দশকজুড়ে চলমান যুদ্ধ এই প্রজাতির গাছকে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে। এই বিলুপ্তির সঙ্গে সঙ্গে ঝুঁকিতে পড়েছে একটি গোটা দ্বীপের বাস্তুতন্ত্র, সংস্কৃতি ও অর্থনীতি। তবে ধূলিঝড় আর যুদ্ধের দেশ ইয়েমেনের সোকোত্রা দ্বীপে গাছটিকে বাঁচিয়ে রাখতে জীবনপণ লড়াই করছেন একদল মানুষ।
আরব সাগরের ওপর দিয়ে ধেয়ে আসা ধুলাময় বাতাসে উঁচু মালভূমিতে নিজের গোড়ালির চেয়ে নিচু এক চারাকে আগলে রেখেছেন সিনা কায়বানি। তিনি ও তাঁর পরিবার একটি নার্সারি পরিচালনার মাধ্যমে বিপন্ন এই প্রজাতির গাছ রক্ষায় একটানা লড়াই করে চলেছেন। তিনি বলেন, ‘আমার জন্য এসব গাছের মরে যাওয়া নিজের সন্তানকে হারানোর মতো।’
একসময় সোকোত্রা দ্বীপজুড়ে মাশরুমের মতো ছায়া দেওয়া মাথা আর কাঠের ভেতরে বইতে থাকা রক্তলাল রসের জন্য বিখ্যাত এই প্রজাতির গাছ ছড়িয়ে ছিল।
হর্ন অব আফ্রিকা থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত সোকোত্রাকে গ্যালাপাগোস দ্বীপের সঙ্গে তুলনা করা হয়। এটা এক নিঃসঙ্গ অথচ মোহময় দ্বীপ। এখানে ৮২৫ প্রজাতির উদ্ভিদ রয়েছে। যার এক-তৃতীয়াংশ পৃথিবীর আর কোথাও নেই। এর জীববৈচিত্র্য এতটাই বিস্ময়কর যে ২০০৮ সালে ইউনেসকো একে বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা দিয়েছিল। পাথর ভেদ করে উঠে আসা ‘বোতল গাছের’ ফুলে ওঠা কাণ্ড যেন শিল্পীর হাতে গড়া ভাস্কর্য। আরও আছে ফ্র্যাঙ্কিনসেন্স গাছ, যাদের প্যাঁচানো ডালপালা আকাশের দিকে এমনভাবে উঠে যায় যে দেখলে মনে হয়, প্রার্থনায় মেলে ধরা দুটি হাত।
তবে সবকিছুর ঊর্ধ্বে মানুষের কল্পনাকে সবচেয়ে বেশি আলোড়িত করে ‘ড্রাগনস ব্লাড ট্রি’। এটা যেন এক অপার্থিব গাছ। ড.
সোকোত্রা দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের জন্য স্থানীয় গাইড রাখা বাধ্যতামূলক এবং দ্বীপের বাসিন্দাদের পরিচালিত ক্যাম্পে থাকার নিয়মও রয়েছে। অর্থনৈতিক সুবিধা থেকে স্থানীয়রা যেন বঞ্চিত না হন, সে কারণেই এ ব্যবস্থা। কিন্তু এই প্রজাতির গাছ যদি হারিয়ে যায়, তাহলে দ্বীপবাসীর জীবিকার একমাত্র ভরসাটিও হারিয়ে যাবে। এ কারণে গাছগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এরা সোকোত্রার আত্মা।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব
২৪ ঘণ্টাতেই সাকিব আল হাসান যেন পুরো অচেনা! আগের দিন ব্যাট-বল হাতে জ্বলে উঠে পুরোনো দিনের কথা মনে করিয়েছিলেন। গতকাল বিবর্ণ তার ব্যাট। নির্বিষ তার বোলিং। তাতে মুদ্রার উল্টো পিঠটাই দেখলেন বাংলাদেশের সুপারস্টার। এটাই তো ক্রিকেট, একদিন হাসাবে…একদিন কাঁদাবে!
গায়ানায় গ্লোবাল সুপার লিগে সাকিব দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন। নিজের প্রথম ম্যাচে বাঁহাতি অলরাউন্ডার ছিলেন দুর্বার। নিউ জিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপর ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান খরচে নিয়েছিলেন ৪ উইকেট। দুবাই প্রথম ম্যাচ জেতে ২২ রানে। সাকিব হয়েছিলেন ম্যাচ সেরা।
অবশ্য শুক্রবার দ্বিতীয় ম্যাচেই সাকিব এলোমেলো। ব্যাটিংয়ে ১০ বলে মাত্র ৭ রান করেন। যেখানে একটি ছক্কা ছিল। আর বোলিংয়ে ৪ ওভারে খরচ ৩৪ রান। উইকেট পাননি কোনো।
হেরেছে তার দলও। আগে ব্যাটিংয়ে নেমে দুবাই ৮ উইকেটে ১৪১ রান করে। জবাবে হোবার্ট হারিকেন্স ১৮ বল আগে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।
দুবাইয়ের ব্যাটিং-বোলিং কোনোটাই ভালো হয়নি। ব্যাটিংয়ে তাদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন গুলবাদিন নাইব। এছাড়া সাদেকুল্লাহ অটল ২৫, কাদিম আলায়েন ১৪ এবং জেস বোটান ১৮ রান করেন। সাকিব পাঁচে নেমে একটি ছক্কা হাঁকান কেবল। আউট হন মোহাম্মদ নবীর বলে।
জবাব দিতে নেমে হারিকেন্স বেন ম্যাকডরমটের ৪৮ ও ম্যাকাললিস্টার ওয়েস্টের ৫০ রানে সহজেই ম্যাচ জিতে নেয়। ২৩ রান করেন জেক ডোরান।
৪ ওভার হাত ঘুরিয়ে সাকিব ৩৪ রান দেন। ১০ ডট বল ছিল তার বোলিং স্পেলে। কোনো ছক্কা হজম করেননি। ৪ খেয়েছেন ৬টি।
ঢাকা/ইয়াসিন