দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, “জনগণের দেওয়া ট্যাক্সের টাকায় সরকারি চাকরিজীবীদের বেতন হয়। যাদের টাকায় আমাদের বেতন হয়, আমরাই আবার তাদের প্রভু সেজে যাই।”

তিনি বলেন, “সরকারি কর্মচারীরা আল্লাহর দেওয়া যোগ্যতার সম্পূর্ণ ব্যবহার করে ঈমানদারির সঙ্গে নাগরিকদের সেবা দিতে দায়বদ্ধ। যিনি সৃষ্টিকর্তাকে ভয় করেন, তিনি জ্ঞানত অন্যায় করতে পারেন না।”

রবিবার (২৫ মে) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। 

আরো পড়ুন:

রোগী সেজে জামালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

দুদ‌কের ডা‌কে সাড়া দেন‌নি স্বাস্থ্য উপ‌দেষ্টার ২ পিও

মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, “আমরা নিজ নিজ অবস্থানে প্রত্যেকেই বিচারক। যদি আমরা আমাদের পরিবারে নিজের  আয়ের চেয়ে বেশি উপহার বা তৈজষপত্র দেই; তবে সন্তানদের সামনে কিভাবে জবাবদিহি করব। আমরা নিজে সৎ থাকব এবং পরিবারকে সৎপথে রাখব।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা হতাশ হবে না। পরিবারকে যেমন সেবা করতে হবে, তেমনি লব্ধজ্ঞান প্রজাতন্ত্রের কাজে ব্যবহার করতে হবে। প্রয়োজনে উদ্যোক্তা হতে হবে।”

খুলনা সদরে অবস্থিত সরকারি দপ্তরসমূহে সেবাবঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ বিষয়ে দুদক সরাসরি এ গণশুনানির আয়োজন করে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো.

আবদুল ওয়াদুদ। 

অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার ও পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বক্তৃতা করেন। 

গণশুনানিতে খুলনা সদরে অবস্থিত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিশিষ্ট নাগরিক ও অভিযোগ উত্থাপনকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ এই স্লোগানে খুলনা মহানগরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ সরাসরি শুনতেই এ অনুষ্ঠানের আয়োজন করে দুদক। বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে ঘুষ, দুর্নীতি, হয়রানির শিকার ব্যক্তিরা অনুষ্ঠানে তাদের অভিযোগ তুলে ধরেন। উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক তদন্ত করার নির্দেশ বা উপযুক্ত সিদ্ধান্ত  প্রদান করা হয়।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন সরক র

এছাড়াও পড়ুন:

ছিটকে গেলেন মোস্তাফিজ, পাকিস্তান সিরিজের দলে খালেদ

আঙ্গুলের ইনজুরির কারণে পাকিস্তান সিরিজের দল থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে পাকিস্তান সিরিজের দলে জায়গা পেয়েছেন পেসার খালেদ আহমেদ।

রবিবার (২৫ মে) রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল পাঞ্জাবের বিপক্ষে আইপিএলে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এই ম্যাচে চার ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন।

জাতীয় দলের ফিজিও দেলওয়ার হোসেন সিভার ব রাত দিয়ে বিসিবি জানিয়েছে মোস্তাফিজ ফিট হতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে।

আরো পড়ুন:

শেষ ম্যাচে চেন্নাইর দাপুটে জয়, গুজরাটের আত্মবিশ্বাসে চিড়

লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করবেন যারা

দেলোয়ার হোসেন বিবৃতিতে জানান, “গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজুরের বাম হাতের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। এই আঘাতের জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন। আমাদের পর্যবেক্ষণ অনুসারে, তিনি আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য বিবেচনার বাইরে থাকবেন।’’ 

ঢাকা/রিয়াদ/বকুল

সম্পর্কিত নিবন্ধ