চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ‘দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এই হুঁশিয়ারি দেন। রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে দেশ বাঁচাতে গিয়ে সবাই গণতন্ত্রের প্রশ্নে একমত। আমরা চাই ড.

ইউনূস সফল হোন। তিনি সফল মানে তো জুলাই অভ্যুত্থানের সফলতা। আমরা লড়াই করা জাতি। গণতন্ত্র, জনগণের মৌলিক ভোটাধিকার নিশ্চিত হওয়ার আগে যেন ঈশ্বর আমার মৃত্যু না দেয়।’ এই মুহূর্তে দেশ ও বন্দর বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকার মিয়ানমারে করিডর ও চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে উল্লেখ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘সবকিছু করার ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই। তাদের কাজ হলো (জুলাই-আগস্টের) গণহত্যার বিচার করা, আহতদের সুচিকিৎসা দেওয়া, হতাহতদের ক্ষতিপূরণ দেওয়া এবং সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়া। বন্দর ইজারা দেওয়া, এনবিআর ভাঙা তাদের কাজ নয়।’ দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণারও দাবি জানান তিনি।

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার কোনো সুযোগ নেই। সরকার প্রয়োজন হলে দেশের মেধাবী কর্মকর্তা দিয়ে বন্দর পরিচালনা করতে পারে।’ দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপেরও (পথনকশা) দাবি করেন তিনি।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও দেশ বাঁচাও, বন্দর বাঁচাও আন্দোলনের সমন্বয়ক শাহাদাৎ হোসেন সেলিম বলেন, বন্দর নিয়ে দেশের নিরাপত্তা ও জাতির স্বার্থ দেখতে হবে। বন্দরের শুল্কের (ট্যারিফ) বিভিন্ন ভাগ আছে। বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে সেই দায়িত্ব দিলে তারা নিজেদের মতো শুল্ক নির্ধারণ করবে। নতুনভাবে এখানে একটা টাকাও বিনিয়োগের সুযোগ নেই। কারণ, চট্টগ্রাম বন্দর এমনিতেই আয়বর্ধক প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দর বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে।

অন্তর্বর্তী সরকারকে চট্টগ্রাম বন্দরসহ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে আহ্বান জানান আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি সরকারকে বন্দরের বিষয়ে গণশুনানি করারও পরামর্শ দেন।

সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২–দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘ভবিষ্যতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে ফেরত না এলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আমজনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

অন্তর্বর্তী সরকার নয়, জনগণ নির্বাচিত সরকার চায়: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদের চলে যেতে হবে। জনগণ স্থায়ী সরকার চায়। যে সংস্কারের কথা অন্তর্বর্তী সরকার বলছে, তার সবই বিএনপির ৩১ দফার মধ্যে আছে।

শনিবার বগুড়ায় তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। সেন্ট্রাল হাই স্কুল মাঠে রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, আগামী জুনের মধ্যে নির্বাচন দিতে পারলে ডিসেম্বরে দিতে অসুবিধা কি? কালক্ষেপণ করে কী লাভ? জনগণ এক দফার দাবিতে আন্দোলন করেছে। ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই আন্দোলন। তরুণ সমাজ রক্ত দিয়ে ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে; কিন্তু তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা পাচ্ছে না। তরুণরা যা চাচ্ছে, তা অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারছে না।

তিনি যুবক ও তরুণদের উদ্দেশে বলেন, আপনারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। দেশের কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র গুম-খুন হয়েছে। এই ত্যাগ যেন বৃথা না যায়। আপনারা জানবাজি রেখে লড়াই করেছেন একটি স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন যদি পূরণ না হয়, গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে সবই বৃথা যাবে। সমাজে বৈষম্য দূর না হলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণির পেশার মানুষ বঞ্চিত হবে। আপনাদের সচেতন থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। মনে রাখতে হবে, বারবার আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, এ দেশ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছিলাম। স্বাধীনতার মাধ্যমে যে গণতন্ত্র অর্জন করেছিলাম, সেই গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল। তবে বিএনপি তা ফিরিয়ে এনেছিল। আবারও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ৯ বছর লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল বিএনপি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, ড. ইউনূস অনেক গুণী মানুষ। তিনি নোবেল জয় করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন। তবে তিনি যাদের উপদেষ্টা পরিষদে রেখেছেন, তাদের কয়েকজন তাঁর নাতির বয়সী। তাদের দিয়ে অন্তর্বর্তী সরকার চালানো যায় না। তারা কোথায় কী বলতে হবে, তা এখনও জানে না। বিএনপি ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে ছিল। অনেক নির্যাতন সইতে হয়েছে, জেল-জুলমের শিকার হতে হয়েছে। অথচ আজ বিএনপি কথা বললেই নানাভাবে সমালোচনা করা হয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। 

দুপুরের পর থেকে পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে তরুণরা সমাবেশে অংশ নেন। এ ছাড়া বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। বিকেল ৩টার আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়। মাঠে জায়গা না হওয়ায় অনেকে চারদিকের রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টি উপেক্ষা করে বক্তৃতা শোনেন। সকাল সাড়ে ১০টার দিকে একবার মুষলধারে বৃষ্টির কারণে মাঠে পানি জমে যায়। সন্ধ্যার আগে প্রধান অতিথি বক্তৃতা দেওয়ার সময় আবারও বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যেই বক্তৃতা চালিয়ে যান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। বক্তব্য দেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান। সমাবেশে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা এবং সাবেক সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বগুড়া শহরের বাদুড়তলা এলাকার ৪ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি ইমরান হোসেনকে খুন করার বিষয়টি তুলে ধরেন তাঁর ছোট বোন মিম। তিনি বলেন, ইমরানকে ২০১৩ সালে যুবলীগ নেতা মতিন নৃশংসভাবে খুন করেছে। কিন্তু আজ পর্যন্ত বিচার পাননি। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • দেশে সংকট চলছে, উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্য : গণতন্ত্র মঞ্চ
  • দুর্নীতি কমেনি বরং বেড়েছে: গয়েশ্বর
  • সংবিধানে হাত দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে না: মুনীরুজ্জামান
  • রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর যেভাবে হতে পারে
  • অন্তর্বর্তী সরকার নয়, জনগণ নির্বাচিত সরকার চায়: নজরুল ইসলাম খান
  • ‘বিতর্কিত’দের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির
  • সংকট সমাধানের একমাত্র পথ হলো গণতান্ত্রিক উত্তরণ: মঈন খান
  • দেশ এমন পরিস্থিতিতে কীভাবে দাঁড়ালো, প্রশ্ন মঈন খানের 
  • বার্ট্রান্ড রাসেল কেন জরুরি