ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানির শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আলী শামখানির শারীরিক অবস্থা সম্পর্কে এই হালনাগাদ তথ্য দিয়েছে। এক সপ্তাহ আগে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হন তিনি।

আল জাজিরা জানিয়েছে, তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকদের রাত-দিন প্রচেষ্টার ফলে শামখানির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

তাসনিম তাকে উদ্ধৃত করে বলেছে, সর্বোচ্চ নেতা এবং ইরানি জাতির উদ্দেশ্যে এক বার্তায় শামখানি বলেছেন, ‘আমি বেঁচে আছি এবং শহীদ হতে প্রস্তুত।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অবস থ

এছাড়াও পড়ুন:

নেত্রকোণার ধলাই নদীতে বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার (৪ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাদের দাবি, ভরী বৃষ্টি এবং নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

নিখোঁজ শ্রমিকরা হলেন- জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। 

আরো পড়ুন:

মানিকগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন, ৬০ কোটি টাকার ক্ষতি

টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে পূর্বধলা থেকে বালুবাহী নৌ যানটি মোহনগঞ্জের ছেঁছরাখালী যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি ধলাই নদীর প্রবল স্রোতে বাল্কহেডটি ডুবে যায়। নৌ যানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য দুইজন নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে। ভারী বৃষ্টি ও নদীতে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

ঢাকা/ইবাদ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ