বেরোবি প্রশাসনের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার কর্মচারী
Published: 24th, June 2025 GMT
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের করা বিস্ফোরক দ্রব্যাদি নিয়ন্ত্রণ মামলায় পারভেজ আপেল নামে এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে রংপুরের তাজহাট থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় রংপুর নগরীর দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তাজহাট থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার পারভেজ আপেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মাস্টার রোলে নিয়োজিত কর্মচারী।
আরো পড়ুন:
‘তরুণদের মাধ্যমে আইসিটিতে বাংলাদেশ ভালো অবস্থান তৈরি করবে’
রংপুরে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩
তাজহাট থানার (বিশ্ববিদ্যালয় ফাঁড়ি) অফিসার ইনচার্জ (ওসি) মুসাদ্দেক বলেন, “পারভেজ আপেলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—৩৬ জন শিক্ষার্থী, দুইজন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া অজ্ঞাতনামা আরো ৮০-১০০ জনকে মামলায় আসামি করা হয়েছে। এর আগেও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ব স ফ রক
এছাড়াও পড়ুন:
স্বপ্নের চরিত্রে প্রান্তর
‘আন্তঃনগর’, ‘৮৪০’ থেকে ‘জিম্মি’—একের পর এক সিরিজ ও সিনেমায় অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেতা প্রান্তর দস্তিদার। সিরিজের বাইরে চলচ্চিত্র ও টিভি নাটকেও দেখা গেছে তাঁকে। ক্যারিয়ারে মাত্র দুই বছরেই ক্রমেই পায়ের তলার মাটি শক্ত করছেন প্রান্তর; বৈচিত্র্যময় সব চরিত্রে মেলে ধরেছেন নিজেকে। তবে একটি চরিত্র করার স্বপ্ন ছিল তাঁর? কী সেই চরিত্র? গতকাল শুক্রবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানালেন, ৩০ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয়ের স্বপ্ন ছিল তাঁর। স্বপ্নটা সত্যি হয়েছে। সরকারি অনুদানে নির্মিত জীবন আমার বোন সিনেমায় বীর মুক্তিযোদ্ধা ‘মুরাদ’–এর চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার।
প্রান্তর দস্তিদার