আমদানি-রপ্তানি সার্টিফিকেট অনলাইনে ইস্যু বাধ্যতামূলক
Published: 1st, July 2025 GMT
আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সার্টিফিকেট, লাইসেন্স, পারমিট অনলাইনে ইস্যু করা মঙ্গলবার (১ জুলাই) থেকে বাধ্যতামূলক বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১ জুলাই হতে আমদানি ও রপ্তানি পণ্য চালান শুল্কায়নের ক্ষেত্রে ১৯টি সংস্থার সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যু করা বাংলাদেশ সিঙ্গেল উইন্ড সিস্টেমের মাধ্যমে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাদেশ সিঙ্গেল উইন্ড সিস্টেমের মাধ্যমে এসব বিষয় কার্যকর হবে। বাংলাদেশ সিঙ্গেল উইন্ড মূলত একটি অনলাইন প্লাটফর্ম, যা ব্যবহার করে একজন আমদানিকারক-রপ্তানিকারক পণ্য খালাসের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো সংগ্রহ করতে পারবেন।
এনবিআর জানায়, এসব সাটিফিকেট, লাইসেন্স পারমিট (সিএলপি) গ্রহণের আগে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএ) ব্যবহার করে বাংলাদেশ সিঙ্গেল উইন্ড সিস্টেমে (bswnbr.
এনবিআর আরো জানায়, বাংলাদেশ সিঙ্গেল উইন্ড ব্যবহার করে ইতোমধ্যে ৩ লাখ ৮৯ হাজারের বেশি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) স্বয়ংক্রিয়ভাবে ইস্যু করা হয়েছে। এর মধ্যে এক ঘণ্টার কম সময়ে ৮৫ দশমিক ৯৭ শতাংশ, এক দিনের কম সময়ে ৯৪ দশমিক ৬৩ শতাংশ সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়েছে। ইতোমধ্যে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যুকারী ১৯টি সংস্থার (ডিজিডিএ, ইপিবি, ডিওইএক্স, বিএনএসিডব্লিউসি, বেজা, বেপজা, ডিওই, বিএসটিআই, বায়রা, বিএইসি, ক্যাব, বিআরটিসি, ডিওএফ, ডিএলএস, ডিকিউডব্লিউ, বিডা, বিজিএমইএ, বিকেএমইএ, সিসিআই অ্যান্ড ই) ক্ষেত্রে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বাংলাদেশ সিঙ্গেল উইন্ড সিস্টেমের মাধ্যমে দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাজমুল/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল দ শ স ঙ গ ল উইন ড স স ট ম ব যবহ র আমদ ন
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি