মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় প্রথম বর্ষের প্রতিটা শিক্ষার্থীর থাকে বুকভরা স্বপ্ন, প্রত্যাশার সুউচ্চ পারদ, নিজেকে মেলে ধরার প্রবল ইচ্ছাশক্তি আর অন্যরকম এক ভালো লাগা। ধীরে ধীরে হল, বিভাগ, বিশ্ববিদ্যালয় ক্লাব, টিএসসি, কার্জন, কলাভবন, শহীদ মিনার, ফুলার রোড, মল চত্বর, ভিসি চত্বর হয়ে যায় তাঁর আপন নিবাস। গ্রামে ফেলে আসা জীবন থেকে ধীরে ধীরে কংক্রিটে মোড়ানো ঢাকা শহরের জীবনে হয়ে যায় অভ্যস্ত। অনেকে অনাহারে, অর্ধাহারে আবার অনেকে পুর্ণাহার আর অতি আহার করে এখানে জীবন যাপন করে। একই শ্রেণীকক্ষে পড়াশোনা করলেও প্রত্যেকের গন্তব্য ভিন্ন। কেউ চায় করপোরেট জায়ান্ট হতে, কেউ চায় ৯টা-৫ টা সরকারি চাকরি, কেউ পছন্দ করে শিক্ষকতা আবার কেউবা নিতে চায় দেশের নেতৃত্ব, কেউ কেউ এসবে রস না পেয়ে শিকড়ে ফিরে গিয়ে করতে চায় কৃষিকাজ বা ব্যবসা। যে যেখানেই যাক না কেন দিনশেষে প্রত্যেকেই চায় সফলতার সর্বোচ্চ শিখড়ে যেতে। তবে মুদ্রার উল্টা পিঠও রয়েছে, যা সবখানেই থাকে।
আজ বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম জন্মদিন। বিশ্ববিদ্যালয়ের ভালো যেমন আছে তেমনই খারাপও আছে। সবদিক মিলিয়েই আমরা ঢাবিয়ান।
জসীম (ছদ্মনাম) তার একান্নবর্তী পরিবারের সবচেয়ে ছোট ছেলে। ঢাকার আদি নিবাসী জসীমের বাবার অগাধ ধন সম্পদ। বাবার ইচ্ছা ছেলে বিদেশে পড়াশোনা করে সেখানে সেটেল হবে। কিন্তু জসীম চেয়েছিল নিজের পরিচয় বানাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধের পর ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা জসীম সুযোগ পেলেন। ঢাকার বাসা ছেড়ে এসে উঠলেন হলে। সবাই ভাবল এই ছেলে যেন পাগল। সবাই হল থেকে শান্তি পেলে বাঁচে, অথচ সে ঢাকার আলিশান বাড়ি ছেড়ে এসে হলে থাকছে। কিন্তু এসবে যেন জসীমের মন নেই। সব মন তার পড়াশোনা, ক্যারিয়ার, ক্লাবিং আর নিজের পরিচয় তৈরি করার কার্যক্রমে। জসীম অবশেষে সফল হলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরপর থেকে তাঁর বাবাকে সবাই ঢাবি শিক্ষক জসীমের বাবা বলেই পরিচয় দিত আর তিনিও সেই পরিচয়েই পরিচিত হতে চাইতেন।
এর বিপরীত চিত্রও আছে এ বিশ্ববিদ্যালয়ে। মাহফুজ (ছদ্মনাম) প্রত্যন্ত এক গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থী। এসএসসি, এইচএসসিতে মেধা তালিকায় স্থান করা এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হন বিজ্ঞান বিভাগের প্রথম সারির একটা বিষয়ে। হলে উঠার পর থেকে তার স্বাভাবিকতা ক্রমেই পরিবর্তিত হতে থাকে। শান্ত, পড়ুয়া ছেলেটা ধীরে ধীরে এসব ছেড়ে দিয়ে কেমন জানি উদাস হতে থাকে। যতই দিন যায় ততই তার বইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে। এক পর্যায়ে উদ্যানের নেতা হয়ে উঠে। উদ্যানে চাঁদাবাজি থেকে শুরু করে কাপলদের বিরক্ত করা, ছিনতাই করা এগুলা হয়ে উঠে তার নিত্যদিনের কাজ। সারাদিন ক্লাস বাদ দিয়ে ঘুমানো এবং সারারাত উদ্যানে নেশা আর ছিনতাই, চাঁদাবাজি করে কাটে তার সময়। একদিন উদ্যানে ছিনতাই করার সময় আটক হন পুলিশের হাতে।
তাঁর বাবার কাছে এই খবর পৌঁছানোর পর তিনি কোনোভাবেই তা মেনে নিতে পারেননি। মাহফুজকে পাঠানো হয় রিহ্যাব সেন্টারে। সেখান থেকে স্বাভাবিক জীবনে আসলেও কখনও আর পড়াশোনায় ফেরা হয়ে উঠেনি মাহফুজের!
আরেকদিকে আছে আছেন রাইমা (ছদ্মনাম); নিম্নবিত্ত পরিবারের মেয়ে। দুই ভাই, তিন বোনের পরিবারের বড় মেয়ে তিনি। বাবা দিনমজুর আকবর অনেক কষ্টে মেয়েকে পড়াশোনা করিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। ভর্তির টাকা ম্যানেজ করেছেন কিস্তি তুলে। রাইমা বিশ্ববিদ্যালয়ে এসে বাবার সেই কিস্তির কথা মাথায় রেখে প্রথম বর্ষ থেকে শুরু করেন টিউশন করানো, বিভিন্ন জায়গায় কাজকর্ম করা। পাঁচ বছরের বিশ্ববিদ্যালয় জীবনে তিনি পড়াশোনা যেমন করেছেন, তেমনি বিভিন্ন কাজে যুক্ত থেকেছেন, পরিবারের দায়িত্ব নিয়েছেন। এর ভেতর ছোট দুই ভাই-বোন তার উত্তরসুরী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখন তিন ভাই বোন একসঙ্গে চাকরি করে বাবা-মাকে নিয়ে ঢাকায় একটা ছোট্ট বাসায় থাকেন। কে জানতো কখনো ঢাকা শহর না দেখা রাইমার মায়ের ঢাকায় একদিন থাকার জায়গা হবে!
গত ১০৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় সংকট হলো গবেষণার সুযোগ অনেক কম পাওয়া যেখানে উচ্চ শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত ছিল গবেষণা করে দেশ ও জাতি কে আরও বেশি সমৃদ্ধ করা। এছাড়াও অবকাঠামোগত বা পরিবেশগত সুবিধাও উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক কম। জ্ঞান, বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে ঢাবিয়ানদের এই পশ্চাদপদ যাত্রার কারন সম্পর্কে জানতে আমরা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড.
এই সমস্যার সমাধান জানতে চাইলে ড. ময়না তালুকদার আরও জানান, ‘নিখাদ গবেষক সৃষ্টি করতে হলে আর্থ-সামাজিক মুক্তির বিকল্প নেই, এ ক্ষেত্রে গবেষকদের যথেষ্ট গবেষণা বরাদ্দ প্রদান করাও একটা সমাধান হতে পারে। এ ছাড়াও শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা যেতে পারে।’
বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিন আর বের হওয়ার দিন এই দুটো সময়ের মাঝে শিক্ষার্থীদের মধ্যে আমূল পরিবর্তন সাধিত হয়। কেউ হয় আরও শাণিত, শক্তিশালী, মর্যাদাসম্পন্ন আর কেউ সমাজে উচ্ছিষ্ট হিসেবে জীবন যাপন করতে বাধ্য হয়। অথচ একই বিশ্ববিদ্যালয়, একই হল, ক্লাসরুম, একই জায়গা, একই পরিবেশ। এখানে কেউ কাউকে বাধা দেওয়ার নেই, কেউ কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না। প্রত্যেকের গন্তব্য নিজের হাতে তৈরী করা। এভাবেই ১০৫ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন সৃষ্টি হয়েছে অদম্য মেধাবী সন্তান যারা পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বকে নতুন করে ভাবতে শিখিয়েছে, গড়ে তুলেছে আবার ধ্বংস করার মতোও অনেকেরই সৃষ্টি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে এসেই। দিনশেষে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের গৌরব রক্ষা করা প্রতিটি শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর দায়িত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হিমালয় থেকে মরুভূমি পর্যন্ত একই পরিচয়ে পরিচিত সেটা হলো সকলেই ঢাবিয়ান।
লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরের ম্যারিনেট গাজা জলসীমা থেকে কত দূরে
দ্য ম্যারিনেট। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের নৌযান। নৌযানটি এখনো ফিলিস্তিনের গাজা অভিমুখী যাত্রা অব্যাহত রেখেছে। আজ শুক্রবার আল-জাজিরার অনলাইনে এই তথ্য জানানো হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, একমাত্র দ্য ম্যারিনেটকেই এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। বহরের বাকি নৌযানগুলোকে তারা ইতিমধ্যে আটক করেছে।
দ্য ম্যারিনেট পোল্যান্ডের পতাকাবাহী নৌযান। তবে নৌযানটির মালিকের বিষয়ে নিশ্চিত তথ্য কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়, দেখুন লাইভ ট্র্যাকারেনৌযানটিতে ছয়জন আরোহী আছেন। এই আরোহীদের মধ্যে একজন তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু। তিনি আজ নৌযানটি থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।’
ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্যের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আজ ভোরের দিকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় চলছিল ম্যারিনেট। এ সময় সূর্যোদয় হচ্ছিল।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে ম্যারিনেটের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩ দশমিক ৭৮ নট। (ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার)। নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল (প্রায় ৮০ কিলোমিটার) দূরে অবস্থান করছিল।
আরও পড়ুনগ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী১৩ ঘণ্টা আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েলইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই ম্যারিনেটকে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নৌযানটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। তবে তা ঠিক করা হয়েছে। নৌযানটি গাজা অভিমুখে চলছে।
ফ্লোটিলা আয়োজকেরা জানিয়েছেন, বহরের ৪২টি নৌযানকে অবৈধভাবে আটকানো হয়েছে। আরোহীদের আটক হয়েছে। তবে তা সত্ত্বেও ম্যারিনেট পিছু হটছে না।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৯ ঘণ্টা আগেআরও পড়ুনইসরায়েল ‘জলদস্যুর কাজ’ করেছে: এরদোয়ান১৪ ঘণ্টা আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়, ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।
ম্যারিনেট নৌযান এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত আছে বলে জানিয়েছে ফ্লোটিলা আয়োজকেরা।
আরও পড়ুনসুমুদ ফ্লোটিলার আটক অধিকারকর্মীরা ২ ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছতে পারেন২০ ঘণ্টা আগে