ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। মিয়ানমারের ঘরের মাঠ বলে কথা! প্রথম ১৫ মিনিট স্বাগতিক দর্শকদের গর্জনে প্রকম্পিত থাকে গ্যালারি। মাঠেও দুই দল সমানতালে লড়ে যায়। ততক্ষণ পর্যন্ত গোলমুখে কেউই সুবিধা করতে পারেনি।

শেষমেশ ১৮ মিনিটে বাংলাদেশ পেয়ে যায় সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়ে পুরো থুউন্না স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন ঋতুপর্ণা চাকমা, বাংলাদেশ এগিয়ে যায় ১-০ গোলে। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত স্কোরলাইন সমান করার অনেক চেষ্টা করেও পারেনি মিয়ানমার।  

ম্যাচের ১১ ও ১২ মিনিটে দুই দুবার বাংলাদেশের রক্ষণ দেয়াল ফাঁকি দিয়ে আক্রমণ শানায় মিয়ানমার। দুটি আক্রমণই পোস্ট ছেড়ে এসে রুখে দেন বাংলাদেশের গোলকিপার রুপনা চাকমা। ১৭ মিনিটে ড্রিবল করে ডি বক্সে ঢোকার পথে ফাউলের শিকার হন শামসুন্নাহার জুনিয়র। তাতে ফ্রি-কিক পায় বাংলাদেশ।

১৮ মিনিটে সেই ফ্রি-কিক থেকে বাঁ পায়ের নিখুঁত শটে মিয়ানমারের জালে বল জড়ান ঋতুপর্ণা। প্রথম দফায় ঋতুপর্ণার শট প্রতিপক্ষের রক্ষণ লেগে ফিরে আসে। ফিরতি শটে পোস্টের কোনাকুনি দিয়ে বল জালে পাঠান এই ফরোয়ার্ড।

২৩ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পায় বাংলাদেশ। বাঁ প্রান্ত ধরে আক্রমণে ওঠার পর ঋতুপর্ণার ক্রসে শট নিলেও বল পোস্টে রাখতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। ৩৫ মিনিটে মিয়ানমার বল জালে জড়ালেও অফসাইডে সেই গোল কাটা পড়ে। এর এক মিনিট পর আরও একবার বাংলাদেশের ছেঁড়া রক্ষণের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিকেরা। ৪২ মিনিটে ফ্রি কিক পাওয়া মিয়ানমার তিন-তিনবার বাংলাদেশের গোলমুখে শট নিয়েও লক্ষ্যে বল পৌঁছাতে পারেনি।

এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। সেই দিনই মিয়ানমার ৮–০ গোলে হারায় তুর্কমেনিস্তানকে। ‘সি’ গ্রুপে থাকা দুই দলের পয়েন্ট সমান তিন হওয়ায় আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ধারেভারে বাংলাদেশের চেয়ে এগিয়ে মিয়ানমার। ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এখন ৫৫। আর বাংলাদেশ আছে ১২৮ নম্বরে। দুই দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ের তফাৎটা ৭৩।  

এই ম্যাচের আগে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ খেলেছে একবার; ২০১৮ সালে অলিম্পিক বাছাইয়ে। সেই ম্যাচে মিয়ানমারের মাটিতে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ মেয়েরা। এশিয়ান বাছাইয়ে বাংলাদেশর অতীতও সুখকর ছিল না। এবারের আগে ২০২২ ও ২০১৪ আসরে পাঁচ ম্যাচে একটিও জয় পায়নি। উল্টো হজম করে ২৫ গোল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং

পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) নিরক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ না দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২৭.৫০) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (২৮.৫৫) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৭৪.৩৬) টাকা।

২০১৮ সালের পর থেতে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনে কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ