জরিমানা করে কাজ হবে না, খেলোয়াড়েরা অনেক ধনী
Published: 12th, July 2025 GMT
লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮৩ ওভার। কাল খেলা হয়েছে আরও কম, ৭৫ ওভারে। দুই দিনে নির্ধারিত ১৮০ ওভারের চেয়ে ২২ ওভার খেলা কম হওয়ার সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। খেলোয়াড়দের জরিমানাতে এই সমস্যা কমবে না বলেও মনে করেন ভন।
মন্থর ওভার রেট দীর্ঘদিনের সমস্যা। আইসিসিও এখন বেশ সতর্ক। সম্প্রতি টেস্টে সম্প্রতি স্টপ ক্লক নিয়মও চালু করেছে তারা। নিয়ম অনুযায়ী, ফিল্ডিং দলকে অবশ্যই একটি ওভার শেষ হওয়ার পর এক মিনিটের মধ্যে নতুন ওভার শুরু করতে প্রস্তুত থাকতে হবে।
এটা করতে ব্যর্থ হলে আম্পায়ারদের কাছ থেকে দুটি সতর্কবার্তা পাবে ফিল্ডিং দল। এই নিয়মটি এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু হয়েছে। এরপরও ভারত–ইংল্যান্ড সিরিজে লর্ডসে প্রথম দুই দিনে ২২ ওভার নষ্ট হয়েছে।
মন্থর ওভার রেটের কারণে খেলোয়াড়দের জরিমানা করা হয়। এই যেমন গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলকে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়। এর আগে গত ডিসেম্বরে স্টোকসের ইংল্যান্ডকে করা হয় ১৫ শতাংশ। তবে এমন শাস্তিতে স্লো ওভার রেট কমবে না বলে মনে করেন ভন। কারণ, তাঁর মতে খেলোয়াড়রা অনেক ধনী।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উইম্বলডনের নতুন রানি শিয়নটেক
উইম্বলডনে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন পোলিশ তারকা ইগা শিয়নটেক। শনিবার রাতে মেয়েদের একক ফাইনালে মার্কিন তারকা অ্যামান্ডা আনিসিমোভাকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি বনে গেলেন ২৪ বছর বয়সী এই টেনিস সেনসেশন। এদিন মাত্র ৫৭ মিনিটে অ্যামান্ডাকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দেন শিয়নটেক।
ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি মার্কিন তারকা অ্যামান্ডা আনিসিমোভা। ফাইনালে ‘ডাবল বাগেল’ স্কোরলাইনে জয় পাওয়া শেষবার দেখা গিয়েছিল ১৯১১ সালে। ১১৪ বছর পর এমন বিরল কীর্তি গড়লেন পোলিশ তারকা শিয়নটেক।
এই জয়ে ক্যারিয়ারের ছয় নম্বর গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন শিয়াটেক। তবে এটি তার প্রথম উইম্বলডন জয় এবং রোলাঁ গারোর বাইরে দ্বিতীয় মেজর সাফল্য। এর আগে ২০২২ সালে ইউএস ওপেন জিতেছিলেন তিনি। ফ্রেঞ্চ ওপেনে চারবার চ্যাম্পিয়ন হলেও ঘাসের কোর্টে এতদিন সেরা হতে পারেননি এই পোলিশ খেলোয়াড়। তার লক্ষ্য আগামী মৌসুমে মেলবোর্নের ট্রফিও হাতে তোলা।