জরিমানা করে কাজ হবে না, খেলোয়াড়েরা অনেক ধনী
Published: 12th, July 2025 GMT
লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮৩ ওভার। কাল খেলা হয়েছে আরও কম, ৭৫ ওভারে। দুই দিনে নির্ধারিত ১৮০ ওভারের চেয়ে ২২ ওভার খেলা কম হওয়ার সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। খেলোয়াড়দের জরিমানাতে এই সমস্যা কমবে না বলেও মনে করেন ভন।
মন্থর ওভার রেট দীর্ঘদিনের সমস্যা। আইসিসিও এখন বেশ সতর্ক। সম্প্রতি টেস্টে সম্প্রতি স্টপ ক্লক নিয়মও চালু করেছে তারা। নিয়ম অনুযায়ী, ফিল্ডিং দলকে অবশ্যই একটি ওভার শেষ হওয়ার পর এক মিনিটের মধ্যে নতুন ওভার শুরু করতে প্রস্তুত থাকতে হবে।
এটা করতে ব্যর্থ হলে আম্পায়ারদের কাছ থেকে দুটি সতর্কবার্তা পাবে ফিল্ডিং দল। এই নিয়মটি এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু হয়েছে। এরপরও ভারত–ইংল্যান্ড সিরিজে লর্ডসে প্রথম দুই দিনে ২২ ওভার নষ্ট হয়েছে।
মন্থর ওভার রেটের কারণে খেলোয়াড়দের জরিমানা করা হয়। এই যেমন গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলকে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়। এর আগে গত ডিসেম্বরে স্টোকসের ইংল্যান্ডকে করা হয় ১৫ শতাংশ। তবে এমন শাস্তিতে স্লো ওভার রেট কমবে না বলে মনে করেন ভন। কারণ, তাঁর মতে খেলোয়াড়রা অনেক ধনী।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন