লা লিগায় এবার যে ধারায় এগোচ্ছিল বার্সেলোনা, তাতে অনেকেই ভেবেছিলেন চ্যাম্পিয়নরাই হয়তো আবার শীর্ষে ফিরবে। কিন্তু আজ রবিবার (০৫ অক্টোবর) রাতে সেভিয়ার মাঠে সেই আশা ভেঙে চুরমার হয়ে গেল। ৪-১ গোলের বড় পরাজয়ে লজ্জায় ডুবল হানসি ফ্লিকের দল। শেষ হয়ে গেল তাদের অপরাজিত থাকার ধারা।

ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ছিল বার্সেলোনা। মাত্র ১৩ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সে রোনাল্ড আরাউখোর সঙ্গে বলের লড়াইয়ে পড়ে যান সেভিয়ার ফরোয়ার্ড আইজাক রোমেরো। রেফারি দ্বিধাহীনভাবে বাঁশি বাজান পেনাল্টির জন্য। সাবেক আর্সেনাল তারকা আলেক্সিস সানচেজ ঠান্ডা মাথায় গোলরক্ষক ভইচেখ শেজনিকে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়ালে এগিয়ে যায় সেভিয়া (১-০)।

আরো পড়ুন:

ভিনি-এমবাপ্পের শীর্ষে রিয়াল

আলভারেজের হ্যাটট্রিকে অ্যাটলেটিকোর স্বস্তির জয়

এরপরও বার্সা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে পারেনি। ৩৭তম মিনিটে আবারও আলোচনায় রোমেরো। দারুণ ফিনিশিংয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে পেদ্রির দারুণ লফে বল পেয়ে মার্কাস র‍াশফোর্ড এক চমৎকার গোল করে ব্যবধান কমান (২–১)। প্রথমার্ধ শেষ হয় বার্সেলোনার ক্ষীণ আশার আলো জ্বেলে।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা কিছুটা নিয়ন্ত্রণ নিলেও গোলপথে খুঁজে পায়নি ছন্দ। ৭৬তম মিনিটে ভাগ্য হেসে উঠেছিল। আলেহান্দ্রো বালদেকে ফাউল করেন আদনান জানুজাই, পেনাল্টি পায় অতিথিরা। কিন্তু দায়িত্বে থাকা রবার্ট লেভানডোভস্কি বল পাঠালেন পোস্টের বাইরে! সুযোগ হারিয়ে মনোবলও যেন হারিয়ে ফেলে বার্সেলোনা।

শেষ ১০ মিনিটে যেন ভেঙে পড়ে বার্সেলোনার রক্ষণ। প্রথমে হোসে অ্যাঞ্জেল কারমোনা, তারপর আকর অ্যাডামস গোল করে সেভিয়ার জয় নিশ্চিত করেন ৪-১ ব্যবধানে।

এই পরাজয়ে লা লিগার শীর্ষে ফেরার সুযোগ হারালো বার্সেলোনা। ৮ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

বৃষ্টি উপেক্ষা করে কলকাতায় জমজমাট ‘দুর্গাপূজা কার্নিভ্যাল’

কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপূজাকে ২০২১ সালের ১৫ ডিসেম্বর ইউনেসকো ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। পূজার আয়োজনকে আরও আকর্ষণীয় করতে পশ্চিমবঙ্গ সরকার ২০১৬ সাল থেকে দুর্গাপূজা শেষে কলকাতা ও শহরতলির সেরা প্যান্ডেল ও প্রতিমাগুলোকে নিয়ে বর্ণাঢ্য কার্নিভ্যালের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য কার্নিভ্যাল। রোববার বিকেল সাড়ে চারটায় এ কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। কার্নিভ্যালে দুর্গা প্রতিমা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

বৃষ্টি উপেক্ষা করে এই বছরের কার্নিভ্যালে অংশ নিয়েছে শ্রীভূমি স্টেটিং ক্লাব, সন্তোষ মিত্র স্কয়ার, কলেজ স্কয়ার, কুমারটুলী পার্ক, আহিরীটোলা সর্বজনীন, দেশপ্রিয় পার্ক, সুরুচি সংঘ, যোধপুর পার্ক, হাতিবাগান সর্বজনীন, সিংহী পার্ক, শিয়ারদহ কালচারাল অ্যাসোসিয়েশন, বাগবাজার সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, সিকদার বাগান দুর্গোৎসব, নাকতলা উদয়ন সংঘ, বোসপুকুর শতিলা মন্দির, বাদামতলা আষাঢ় সংঘ, মহম্মদ আলি পার্ক সর্বজনীন, শিবমন্দির পূজা কমিটি, দমদম পার্ক তরুণ সংঘ, মানিকতলা চালতাবাগান সর্বজনীন, চেতলা অগ্রণী ক্লাবসহ মোট ১১৬টি পূজা কমিটি।

কার্নিভ্যালে কলকাতার বাসিন্দাদের পাশাপাশি বিদেশি দূতাবাসের কূটনীতিক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। ইউনেসকো ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ছাড়াও অস্ট্রেলিয়া, বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেপাল, চীন, থাইল্যান্ড, মিয়ানমার ও ভুটানের কূটনীতিকেরা এদিন উপস্থিত ছিলেন।

বৃষ্টি উপেক্ষা করে এই বছরের কার্নিভ্যালে অংশ নেন নানা শ্রেণি–পেশার মানুষ। ৫ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ