কুষ্টিয়ায় পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
Published: 11th, October 2025 GMT
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অনন্যা ইসলাম যুথি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয়রা ও চিকিৎসাধীন রোগীর স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থিত পুকুরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
আরো পড়ুন:
খাগড়াছড়িতে নবজাতকের মৃতদেহ উদ্ধার
শ্বাসরোধে ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু: ভিসেরা রিপোর্ট
নিহত অনন্যা ইসলাম যুথি (৩০) কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার মৃত নুরুল ইসলাম বাচ্চুর মেয়ে। ৪ বছর আগে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার নাহিদের সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি।
নিহত যুথির মা জহুরা খাতুন বলেন, “আমার মেয়েকে হত্যা করা হয়েছে। যুথিকে মাঝেমধ্যেই মারধর করতো তার স্বামী নাহিদ। সে মাদকাসক্ত ও মাদক কারবারি। নাহিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
তিনি বলেন, “যুথির সঙ্গে ১০ দিন আগে মোবাইলে কথা হয়েছে। ২ মাস আগে তাদের আড়াই বছর বয়সী কন্যা নন্দিতা হারিয়ে যায়। সে এখনো নিখোঁজ রয়েছে। আমার মেয়েকে হত্যা করেছে নাহিদ। তার ফাঁসি চাই এবং নিখোঁজ কন্যা শিশুর সন্ধান চাই।”
এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করলেও অভিযুক্ত নাহিদ ও তার পরিবারের সদস্যদের কাউকেই পাওয়া যায়নি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা.
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, “হাসপাতালের পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/কাঞ্চন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ময়ন তদন ত ময়ন তদন ত মরদ হ
এছাড়াও পড়ুন:
শেষ মুহূর্তে পয়েন্ট খোয়াল বাংলাদেশের মেয়েরা
আর তো বেশি সময় নয়, ৯০ মিনিট হতে মাত্র ১ মিনিটই বাকি। এরপর কয়েক মিনিটের যোগ করা সময়। ব্যস, এটুকু সময় ঠেকিয়ে রাখতে পারলেই তো জয়। কিন্তু বাংলাদেশের মেয়েরা পারলেন না, ৮৯ মিনিটে গোল খেয়ে বসলেন। সেই গোল খেয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে জিততে জিততেও পয়েন্ট খোয়াল বাংলাদেশ। এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করল ১-১ গোলে। ১৭ অক্টোবর একই মাঠে চায়নিজ তাইপের মুখোমুখি হবে কোচ সাইফুল বারীর দল।
জর্ডানের আকাবা স্টেডিয়ামে গতকাল ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মামনি চাকমার ফ্রি-কিক প্রতিপক্ষের রক্ষণদেয়ালে লেগে দিক পাল্টায়, সেই দিক পাল্টানো বলকে দারুণ হেডে জর্ডানের জালে জড়ান সৌরভী। গত আগস্টে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ উইমেন্স চ্যাম্পিয়নশিপে সাত গোল করেছিলেন এই ফরোয়ার্ড। এ ছাড়া কদিন আগে দুবাইয়ে প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জোড়া গোল করেন তিনি।
সৌরভী আকন্দের গোলের পর বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস