৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে গত শনিবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। আজ উৎসবের পঞ্চম দিন রয়েছে একাধিক সিনেমার প্রদর্শনী। 

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন

সকাল সাড়ে ১০টায় রয়েছে সিরিয়ার সিনেমা ‘উয়ানিং’। ২৭ মিনিটের এ সিনেমার নির্মাতা হোসাম হামো, এরপর থাকছে ভারতের ‘সিরিয়া সাওহা’ সিনেমার ইংরেজি নাম ‘ইন দ্য নেম অব ফায়ার’। ১০০ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন অভিলাষ শর্মা। দুপুর ১টায় রয়েছে চীনের ‘ম্যান কিয়ান বাও দি’। ১০৯ মিনিটের এ সিনেমার পরিচালক হাওফেং জু, জুনফেং জু। বেলা ৩টায় থাকছে চীনের ‘মো লু কুয়াং হুয়া কিয়ান’ সিনেমার ইংরেজি নাম ‘দ্য লাস্ট ফ্রেঞ্জি’। ১০৭ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন নানা। বিকেল ৫টায় থাকছে ইরানের সিনেমা ‘তাবেস্তান-ই হামান সাল’। ছবির ইংরেজি নাম ‘সামার টাইম’। ১০৯ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদ কালারি। সন্ধ্যা ৭টায় দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘নীলপদ্ম’। ৬৫ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন তৌফিক এলাহী।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন

সকাল সাড়ে ১০টায় দেখানো হবে আর্জেন্টিনার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ফিটো’। ৭ মিনিটের এ সিনেমার নির্মাতা কার্লোস ফারিনা, এরপর থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দ্য ম্যাজিক অব সান্তা ক্লজ’। ৯ মিনিটের এ সিনেমার নির্মাতা অ্যান্ড্রু ডি বার্গ। এরপর থাকছে রাশিয়ার ‘তিমির’। ৯১ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন নিকোলে কোরিয়াকিন। দুপুর ১টায় রয়েছে রাশিয়ার সিনেমা ‘অ্যাঞ্জেলস অব রেভল্যুশন’। ১০৬ মিনিটের এ সিনেমার নির্মাতা আলেক্সি ফেডোরচেঙ্কো। বেলা ৩টায় থাকছে লিচেনস্টাইনের সিনেমা ‘দ্য ওম্যান অ্যান্ড দ্য ক্রস’। ৮০ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন আর্নো ওহরি। সন্ধ্যা ৫টায় দেখানো হবে সুইজারল্যান্ডের ‘দ্য স্পিরিচুয়ালাইজেশন অব জেফ বয়েড’। ১০৩ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন উয়ে শোয়ার্জওয়াল্ডার। সন্ধ্যা ৭টায় দেখানো হবে জাপানের ‘পারফর্মিং কারুস ফিউরেনাল’। ১০০ মিনিটের এ সিনেমার নির্মাতা নরিকো ইউয়াসা। 

জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমি

সকাল সাড়ে ১০টায় দেখানো হবে জর্জিয়ার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মার্টা’। ১১ মিনিটের এ সিনেমার নির্মাতা আলেকসান্দ্রা জুকোভা। এরপর থাকছে রাশিয়ার ‘থার্টি সেকেন্ডস’। ২০ মিনিটের এ সিনেমার নির্মাতা ইভান সোসনিন, এরপর থাকছে গ্রিসের ‘অ্যানর্থোডক্সোস’। ২৪ মিনিটের এ সিনেমার পরিচালক কনস্টান্টিনোস আন্তনোপোলোস। এরপর থাকছে বসনিয়া ও হার্জেগোভিনা, উত্তর মেসিডোনিয়ার সিনেমা ‘সাইলেন্স অব রিজন’। ৬৪ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন কুমজানা নোভাকোভা। দুপুর ১টায় প্রদর্শিত হবে রাশিয়ার ‘দ্য সং’। ৬ মিনিটের এ সিনেমার নির্মাতা ভিক্টর কিসলোভ। এরপর থাকছে ইতালির ‘মুসিন্তাসিয়া’। ১৪ মিনিটের এ সিনেমার নির্মাতা আলেসান্দ্রো নাভারিনো। এরপর থাকছে জর্জিয়ার ‘ফ্রম দ্য লাইফ অব লাইফ’। ৯৩ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন বেকা শিখারুলিজে। বেলা সাড়ে ৩টায় দেখানো হবে ব্রাজিলের ‘সুরু’। ৭ মিনিটের এ সিনেমার নির্মাতা পেদ্রো আনিয়াস। এরপর মিসরের ‘ডিপার্চার’। ১২ মিনিটের এ সিনেমার নির্মাতা হিশাম মেটওয়ালি। এরপর থাকছে ইতালির ‘অ্যা ডিয়ার ডায়েড হিয়ার’। ১৫ মিনিটের এ সিনেমার নির্মাতা জন জিওর্দানো। তারপর জার্মানির ‘ফরওভার ইয়োরস’। ১৬ মিনিটের এ সিনেমার নির্মাতা এলিয়ট লুই ম্যাকি। রাশিয়ার ‘দ্য মাসকেটিয়ার্স ডটার’। ১৭ মিনিটের এ সিনেমার নির্মাতা নিকিতা ট্রান্টসিভ। স্পেনের ‘লোবো’ ছবির ইংরেজি নাম ‘উলফ’। ১৭ মিনিটের এ সিনেমার নির্মাতা চার্লি রিডার। ইতালির ‘অ্যানিমা’। ২০ মিনিটের এ সিনেমার নির্মাতা আন্দ্রে ব্যাগলিও। বিকেল সাড়ে ৫টায় থাকছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ফুলের পোশাক’, ‘আলেয়া’, ‘নিষ্প্রাণ’, ‘সেনাপতি দীঘি’, ‘বাংলাদেশি ক্রিরাশ’। 

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা

সকাল সাড়ে ১০টায় থাকছে ভারতের ‘বেলাইন’। ৮৫ মিনিটের এ সিনেমার নির্মাতা সৌমিক রায়। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে পাকিস্তানের সিনেমা ‘ইন ফ্লেমস’। ৯৮ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন জারার খান। বিকেল সাড়ে ৪টায় থাকছে চীনের ‘জাই শাও এনভি হুয়া ইং জিয়া’ ১০৯ মিনিটের এ সিনেমার পরিচালক হবি ঝাং। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চলচ চ ত র কর ছ ন ১০ট য়

এছাড়াও পড়ুন:

আকাশ থেকে ঝরে পড়ছে চকলেট

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে এখন বসন্তকাল, চমৎকার উষ্ণ আবহাওয়া, আকাশে এলোমেলো উড়ে বেড়াচ্ছে কিছু মেঘ। এমন আবহাওয়ায় চকলেট বৃষ্টি হওয়ার সম্ভাবনা শতভাগ।

কি, অবাক হচ্ছেন তো? ভাবছেন কীভাবে আকাশ থেকে চকলেট বৃষ্টি পড়বে? আপনি যখন এসব ভাবছেন, তখন ডেট্রয়েটের ওর্ডেন পার্কে কয়েক শ শিশু অধীর হয়ে চকলেট বৃষ্টি শুরু হওয়ার অপেক্ষায় আছে। তাদের হাতে রংবেরঙের ছোট ছোট ঝুড়ি, কেউ কেউ আবার খরগোশের কান পরে এসেছে। একটু পরপর আকাশের দিকে তাকিয়ে তারা পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করছে।

হঠাৎই একটি হেলিকপ্টার উড়ে আসার শব্দ শোনা যায়, শিশুদের মধ্যে চঞ্চলতা বেড়ে যায়। এদিকে হেলিকপ্টার থেকে ওর্ডেন পার্কের সবুজ লন ভালো করে দেখে নেওয়া হচ্ছে, মুহূর্তখানেক পরই শুরু হয় চকলেট বৃষ্টি। হেলিকপ্টার থেকে বস্তার মুখ খুলে ফেলা হচ্ছে মার্শমেলো (চকলেট)। সবুজ ঘাসে ছড়িয়ে পড়ছে রঙিন মার্শমেলো।

শিশুদের ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে পড়ার অবস্থা। কিন্তু হলুদ রঙের ভেস্ট পরা স্বেচ্ছাসেবকেরা নিরাপত্তার খাতিরে শিশুদের চকলেট কুড়াতে যেতে দিচ্ছেন না। হেলিকপ্টার থেকে চকলেট বৃষ্টি পড়া বন্ধ না হওয়া পর্যন্ত শিশুদের কোনোমতে আটকে রাখা হয়। এরপর স্বেচ্ছাসেবকেরা সরে দাঁড়াতেই খুশিতে চিৎকার করতে করতে ঝুড়ি হাতে মাঠে ছড়িয়ে থাকা মার্শমেলোর দিকে শিশুরা ছুটতে শুরু করে। মার্শমেলো কুড়িয়ে হাতে থাকা ঝুড়ি ভর্তি করে ফেলে তারা।

খোলা জায়গায় ফেলা মার্শমেলো খাওয়া ঠিক হবে কি না, তা নিয়ে যে কেউ ভাবনায় পড়তে পারেন। ভাবনার কিছু নেই, ‘দ্য অ্যানুয়াল গ্রেট মার্শমেলো ড্রপ’ উৎসবে যেসব মার্শমেলো ফেলা হয়, সেগুলো খাওয়ার জন্য নয়। শিশুরা কুড়িয়ে নেওয়া মার্শমেলোর বদলে গিফট ব্যাগ নিতে পারে। ওই ব্যাগে তাদের জন্য বিভিন্ন পার্কে বিনা মূল্যে প্রবেশের টিকিট থেকে শুরু করে ঘুড়িসহ নানা খেলনা থাকে।

তিন দশকের বেশি সময় ধরে ডেট্রয়েটের শহরতলি রয়্যাল ওকে মার্শমেলো ড্রপ উৎসবের আয়োজন করা হয়। ওকল্যান্ড কাউন্টি পার্ক ওই উৎসবের আয়োজক।

সম্পর্কিত নিবন্ধ

  • গোলের উৎসবের ম্যাচে বার্সা-ইন্টারের রুদ্ধশ্বাস ড্র
  • জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় আটক তরুণ
  • সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩
  • চ্যাম্পিয়ন হওয়ার পরও লিভারপুলের কোন খেলোয়াড়েরা পদক পাবেন না
  • বিশ্বের বড় বড় উৎসব কোথায় হয়
  • প্রাগে পুরস্কৃত ‘নট আ ফিকশন’,অনলাইনে মুক্তি ১ মে
  • ফসলের ক্ষেতে আশার আলো
  • কানে ‘আলী’, দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
  • এবার লন্ডনে পুরস্কার জিতল ‘প্রিয় মালতি’
  • আকাশ থেকে ঝরে পড়ছে চকলেট