৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে গত শনিবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। আজ উৎসবের পঞ্চম দিন রয়েছে একাধিক সিনেমার প্রদর্শনী। 

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন

সকাল সাড়ে ১০টায় রয়েছে সিরিয়ার সিনেমা ‘উয়ানিং’। ২৭ মিনিটের এ সিনেমার নির্মাতা হোসাম হামো, এরপর থাকছে ভারতের ‘সিরিয়া সাওহা’ সিনেমার ইংরেজি নাম ‘ইন দ্য নেম অব ফায়ার’। ১০০ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন অভিলাষ শর্মা। দুপুর ১টায় রয়েছে চীনের ‘ম্যান কিয়ান বাও দি’। ১০৯ মিনিটের এ সিনেমার পরিচালক হাওফেং জু, জুনফেং জু। বেলা ৩টায় থাকছে চীনের ‘মো লু কুয়াং হুয়া কিয়ান’ সিনেমার ইংরেজি নাম ‘দ্য লাস্ট ফ্রেঞ্জি’। ১০৭ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন নানা। বিকেল ৫টায় থাকছে ইরানের সিনেমা ‘তাবেস্তান-ই হামান সাল’। ছবির ইংরেজি নাম ‘সামার টাইম’। ১০৯ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদ কালারি। সন্ধ্যা ৭টায় দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘নীলপদ্ম’। ৬৫ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন তৌফিক এলাহী।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন

সকাল সাড়ে ১০টায় দেখানো হবে আর্জেন্টিনার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ফিটো’। ৭ মিনিটের এ সিনেমার নির্মাতা কার্লোস ফারিনা, এরপর থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দ্য ম্যাজিক অব সান্তা ক্লজ’। ৯ মিনিটের এ সিনেমার নির্মাতা অ্যান্ড্রু ডি বার্গ। এরপর থাকছে রাশিয়ার ‘তিমির’। ৯১ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন নিকোলে কোরিয়াকিন। দুপুর ১টায় রয়েছে রাশিয়ার সিনেমা ‘অ্যাঞ্জেলস অব রেভল্যুশন’। ১০৬ মিনিটের এ সিনেমার নির্মাতা আলেক্সি ফেডোরচেঙ্কো। বেলা ৩টায় থাকছে লিচেনস্টাইনের সিনেমা ‘দ্য ওম্যান অ্যান্ড দ্য ক্রস’। ৮০ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন আর্নো ওহরি। সন্ধ্যা ৫টায় দেখানো হবে সুইজারল্যান্ডের ‘দ্য স্পিরিচুয়ালাইজেশন অব জেফ বয়েড’। ১০৩ মিনিটের এ সিনেমাটি বানিয়েছেন উয়ে শোয়ার্জওয়াল্ডার। সন্ধ্যা ৭টায় দেখানো হবে জাপানের ‘পারফর্মিং কারুস ফিউরেনাল’। ১০০ মিনিটের এ সিনেমার নির্মাতা নরিকো ইউয়াসা। 

জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমি

সকাল সাড়ে ১০টায় দেখানো হবে জর্জিয়ার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মার্টা’। ১১ মিনিটের এ সিনেমার নির্মাতা আলেকসান্দ্রা জুকোভা। এরপর থাকছে রাশিয়ার ‘থার্টি সেকেন্ডস’। ২০ মিনিটের এ সিনেমার নির্মাতা ইভান সোসনিন, এরপর থাকছে গ্রিসের ‘অ্যানর্থোডক্সোস’। ২৪ মিনিটের এ সিনেমার পরিচালক কনস্টান্টিনোস আন্তনোপোলোস। এরপর থাকছে বসনিয়া ও হার্জেগোভিনা, উত্তর মেসিডোনিয়ার সিনেমা ‘সাইলেন্স অব রিজন’। ৬৪ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন কুমজানা নোভাকোভা। দুপুর ১টায় প্রদর্শিত হবে রাশিয়ার ‘দ্য সং’। ৬ মিনিটের এ সিনেমার নির্মাতা ভিক্টর কিসলোভ। এরপর থাকছে ইতালির ‘মুসিন্তাসিয়া’। ১৪ মিনিটের এ সিনেমার নির্মাতা আলেসান্দ্রো নাভারিনো। এরপর থাকছে জর্জিয়ার ‘ফ্রম দ্য লাইফ অব লাইফ’। ৯৩ মিনিটের এ সিনেমাটি পরিচালনা করেছেন বেকা শিখারুলিজে। বেলা সাড়ে ৩টায় দেখানো হবে ব্রাজিলের ‘সুরু’। ৭ মিনিটের এ সিনেমার নির্মাতা পেদ্রো আনিয়াস। এরপর মিসরের ‘ডিপার্চার’। ১২ মিনিটের এ সিনেমার নির্মাতা হিশাম মেটওয়ালি। এরপর থাকছে ইতালির ‘অ্যা ডিয়ার ডায়েড হিয়ার’। ১৫ মিনিটের এ সিনেমার নির্মাতা জন জিওর্দানো। তারপর জার্মানির ‘ফরওভার ইয়োরস’। ১৬ মিনিটের এ সিনেমার নির্মাতা এলিয়ট লুই ম্যাকি। রাশিয়ার ‘দ্য মাসকেটিয়ার্স ডটার’। ১৭ মিনিটের এ সিনেমার নির্মাতা নিকিতা ট্রান্টসিভ। স্পেনের ‘লোবো’ ছবির ইংরেজি নাম ‘উলফ’। ১৭ মিনিটের এ সিনেমার নির্মাতা চার্লি রিডার। ইতালির ‘অ্যানিমা’। ২০ মিনিটের এ সিনেমার নির্মাতা আন্দ্রে ব্যাগলিও। বিকেল সাড়ে ৫টায় থাকছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ফুলের পোশাক’, ‘আলেয়া’, ‘নিষ্প্রাণ’, ‘সেনাপতি দীঘি’, ‘বাংলাদেশি ক্রিরাশ’। 

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা

সকাল সাড়ে ১০টায় থাকছে ভারতের ‘বেলাইন’। ৮৫ মিনিটের এ সিনেমার নির্মাতা সৌমিক রায়। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে পাকিস্তানের সিনেমা ‘ইন ফ্লেমস’। ৯৮ মিনিটের এ সিনেমাটি নির্মাণ করেছেন জারার খান। বিকেল সাড়ে ৪টায় থাকছে চীনের ‘জাই শাও এনভি হুয়া ইং জিয়া’ ১০৯ মিনিটের এ সিনেমার পরিচালক হবি ঝাং। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চলচ চ ত র কর ছ ন ১০ট য়

এছাড়াও পড়ুন:

মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ার

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্লে-অফে জায়গা করে নিল শিকাগো ফায়ার এফসি। বাংলাদেশ সময় বুধবার (০১ অক্টোবর) সকালে দারুণ গোল উৎসবের ম্যাচে ইন্টার মায়ামিকে ৫-৩ গোলে হারিয়ে নিশ্চিত করল তারা ২০১৭ সালের পর প্রথম প্লে-অফ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শিকাগো। ম্যাচের ১১তম মিনিটেই জ্বলে ওঠেন জে দ’আভিলা। তিনি চমৎকার এক হেডারে এগিয়ে দেন দলকে। এরপর ৩১ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল করেন জনাথন ডিন। ২-০ গোলে পিছিয়ে পড়ে একসময় চাপে পড়ে যায় মায়ামি।

আরো পড়ুন:

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

বুসকেটসের অবসর ঘোষণা: এক নিঃশব্দ শিল্পীর শেষ অধ্যায়

তবে ৩৯ মিনিটে টমাস আভিলেস গোল করে ব্যবধান কমান। কিন্তু বিরতিতে যাওয়ার আগেই রোমিং কুওমে গোল করে আবারও দুই গোলে এগিয়ে দেন শিকাগোকে।

দ্বিতীয়ার্ধে ফিরে মায়ামি পুরোপুরি ভরসা রাখে লুইস সুয়ারেজের অভিজ্ঞতায়। ৫৭ মিনিটে তার গোলেই ব্যবধান দাঁড়ায় ৩-২। এরপর জর্ডি আলবার দুর্দান্ত পাস থেকে ৭৪ মিনিটে সমতায় ফেরান উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচ তখন দাঁড়িয়ে যায় ৩-৩ এ, আর মনে হচ্ছিল খেলা একেবারেই মায়ামির দিকে হেলে পড়ছে।

কিন্তু শেষ মুহূর্তে নতুন নাটক লিখে শিকাগো। ৮০ মিনিটে জাস্টিন রেইনল্ডস গোল করে আবারও এগিয়ে দেন দলকে। মাত্র তিন মিনিট পর দূরপাল্লার ঝড়ো শটে ব্রায়ান গুতিয়েরেজ নিশ্চিত করেন শিকাগোর স্মরণীয় জয়।

এই জয়ে এমএলএস টেবিলে অষ্টম স্থানে উঠে এসেছে শিকাগো (১৫ জয়, ৬ ড্র, ১১ হার)। অন্যদিকে লিওনেল মেসির মায়ামি (১৬ জয়, ৮ ড্র, ৭ হার) যদিও আগেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছে। তবে টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য থাকলেন আর্জেন্টাইন তারকা। আর এই হারের ফলে সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়ে বড় ধাক্কা খেল মায়ামি। এখন শুধু জয় পেলেই শিরোপা নিশ্চিত করতে পারবে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

উল্লেখ্য, ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল ৩০ আগস্টে, কিন্তু লিগস কাপ ফাইনাল খেলতে গিয়ে মায়ামির কারণে তা পিছিয়ে যায়। সেই ম্যাচে সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • পিস্তল হাতকড়া ওয়াকিটকি নিয়ে জিপ-হাইয়েসে চলে যাওয়া ব্যক্তি কারা
  • চাকরির টাকায় চলছিল না সংসার, মাটি ছাড়া চারা উৎপাদন করে স্বাবলম্বী তাওহিদ
  • সিরাজের বোলিং তোপে দিশেহারা ক্যারিবীয়রা, ভারতের দারুণ শুরু
  • গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ছুড়েছে ইসরায়েলি বাহিনী
  • ম্যাচ পরিত্যক্তর আগে হাবিবুর-সাব্বির ঝড়
  • শেষ ওভারের রোমাঞ্চে ৩ রানের জয় খুলনার
  • মহেশখালীতে পর্যটক টানছে ‘আগুন পান’, কী আছে এতে
  • ভারতের বিষ্ণোই গ্যাংকে কেন কানাডায় ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হলো
  • ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর
  • মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ার