লুট হওয়া পুলিশের সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে আহত কিশোরী
Published: 4th, February 2025 GMT
গাজীপুরে টঙ্গীতে পুলিশের লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফেরদৌসি আক্তার (১৭) নামের এক কিশোরী আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ জসিম উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিস্ফোরিত সাউন্ড গ্রেনেডটি থানা থেকে লুট হয়েছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির খালি জায়গায় হঠাৎ বিকট শব্দ হয়। এতে ফেরদৌসি আক্তারের দুই পায়ের নিচের অংশ পুড়ে যায়। এলাকাবাসী দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত সাউন্ড গ্রেনেডের খোসা উদ্ধার করে। সাউন্ড গ্রেনেড রাখার দায়ে পুলিশ জসিম উদ্দিনকে আটক করে। জসিম মাদকাসক্ত এবং ছিনতাইকারী বলে জানায় পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, বিস্ফোরিত সাউন্ড গ্রেনেডের গায়ে লেখা থেকে বুঝা যায় এটি পুলিশের সাউন্ড গ্রেনেড। সম্ভবত এটি থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আহত
এছাড়াও পড়ুন:
ক্লিয়ার ভেজিটেবল স্যুপের রেসিপি
উপকরণ
ফুলকপি: ১ কাপ
ব্রকলি: ১ কাপ
গাজর: ১ কাপ
মটরশুঁটি: ১ কাপ
বরবটি: ১ কাপ
লবণ: স্বাদমতো
চিনি: আধা চা-চামচ
লাল কাঁচামরিচ: অর্ধেক
রসুন কুচি ভাজা: ১ টেবিল চামচ
ভেজিটেবল স্টক: ৪ কাপ
প্রণালিসস প্যানে স্টক দিয়ে সব সবজি দিতে হবে।
ফুটে উঠলে ২-৩ মিনিট পর চিনি, লবণ দিয়ে দিন।
নামানোর আগে রসুন বেরেস্তা, লাল মরিচের ফালি দিয়ে নামিয়ে ফেলুন।
আরও পড়ুনবাঁধাকপির মুইঠ্যার রেসিপি২১ নভেম্বর ২০২৫