তজুমদ্দিনে ধর্ষণের নেপথ্যে সতীনের আক্রোশ: পুলিশ
Published: 3rd, July 2025 GMT
ভোলার তজুমদ্দিনে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের নোয়াখালীর হাতিয়া ও ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এসব তথ্য উল্লেখ করে পুলিশ জানিয়েছে, ওই নারীর ধর্ষণের পেছনে চাঁদা দাবি নয়; তাঁর স্বামীর তৃতীয় স্ত্রীর আক্রোশের জেরেই এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ওই সতীনসহ সব মিলিয়ে এ মামলার চার আসামিই গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার তজুমদ্দিনের মাওলানাকান্দির কামারপট্টিতে গিয়ে নতুন কিছু তথ্য জানা গেছে। সেখানেই থাকেন ধর্ষণের শিকার নারীর স্বামীর তৃতীয় স্ত্রী ঝর্ণা বেগম। সাংবাদিক দেখে আশপাশের ঘরের নারী বাসিন্দাদের উঁকিঝুঁকি দিতে দেখা যায়। নানা অজুহাতে ২৯ জুনের ঘটনাটি এড়িয়ে যান তারা। পুরুষ সদস্যরাও মুখ খুলতে রাজি হননি। এক পর্যায়ে বৃদ্ধ দুই নারী জানান, দিন-দুপুরে এমন নির্যাতনের ঘটনায় তারা হতবাক। ভয়ে নির্যাতিতা নারীকে সাহায্যে এগিয়ে আসতে পারেননি। এখন তারা অনুতপ্ত। এ ঘটনায় জড়িত সবার বিচার চান তারা।
মামলার এজাহার ও সরেজমিন জানা গেছে, মাওলানাকান্দির বাসিন্দা ঝর্ণা বেগমকে ৮ মাস আগে বিয়ে করেন ঢাকার এক রেস্তোরাঁ শ্রমিক। ঝর্ণা তাঁর তৃতীয় স্ত্রী। এলাকাবাসীর ভাষ্য, গৃহপরিচারিকার কাজ করা ঝর্ণা ধারদেনা করে স্বামীকে ১ লাখ ৮০ হাজার টাকা দেন। পরে স্বামীর সঙ্গে দূরত্ব দেখা দিলে ক্ষোভ সৃষ্টি হয়। এ জন্যই পূর্বপরিকল্পনা অনুযায়ী ২৮ জুন রাতে স্বামীকে ডেকে আনেন তিনি। আগে থেকেই ভাড়া করে রাখেন আলাউদ্দিন, মো.
এদিকে ধর্ষণ ও নির্যাতনের পর ভয়ে ঘটনা জানাতে সাহস পাননি ওই দম্পতি। নির্যাতিত হোটেল শ্রমিক বলেন, মামলা করার পরও হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঢাকার কর্মস্থলে ফিরতে না পেরে অর্থ সংকটে পড়েছেন। সামাজিকভাবেও হেয় হচ্ছেন।
ঝর্ণাকে বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, তাঁর দ্বিতীয় স্ত্রীর আত্মীয় ঝর্ণা। সে হিসেবেই পরিচয়। এক সময় তাঁকে ফাঁদে ফেলে বিয়ে করতে বাধ্য করে ঝর্ণা। ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়ার বিষয় তিনি অস্বীকার করেন। ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। এ জন্য ৪ লাখ টাকা দাবি করা হয়। পুরো ঘটনাই ঝর্ণার পূর্বপরিকল্পিত।
৩০ জুন মামলার পরপরই ঝর্ণাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ৫ নম্বর আসামি মো. মানিককে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সোহান সরকার জানান, মামলার প্রধান আসামি আলাউদ্দিনকে নোয়াখালীর হাতিয়া ও দুই নম্বর আসামি মো. ফরিদকে বোরহানউদ্দিন থেকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে তুলে জিজ্ঞাসাবাদের আবেদন করবে পুলিশ। এ ছাড়া কলেজ ছাত্রদলের নেতা রাসেলকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সম্পৃক্ততার প্রমাণ পেলে তাকেও গ্রেপ্তার করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
জামায়াতের সঙ্গে জোট ও পিআরে একমত নুর
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে সারাদেশে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের শিকার ৩৫৪ জন, যার মধ্যে কন্যাশিশু ও কিশোরী ২৬৯ জন এবং প্রাপ্তবয়স্ক নারী ৮৫ জন। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১০৬ জন, যার মধ্যে শিশু-কিশোরী ৬২ জন। বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন ৮১৯ নারী ও ৭৩৬ শিশু ও কিশোরী।
মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতিতে এসব তথ্য তুলে ধরা হয়। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করে।
বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু জানান, কেবল জুনে ১১৬ নারী ও ৮৭ জন কন্যাসহ ২০৩ জন নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ৬৫ জনের মধ্যে কন্যাশিশু ৪৩ জন। দলবদ্ধ ধর্ষণের শিকার ৮ জন, এদের মধ্যে ৫ জন কন্যা। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩ জনকে, যার মধ্যে ২ জন কন্যা। ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন ৭ কন্যাশিশু।
উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৫ জন নারী ও কন্যা; যার মধ্যে ২ জন আত্মহত্যা করেছেন। এ ছাড়া ১৩ জন কন্যাসহ ৬৮ জনকে হত্যা করা হয়েছে এবং ২ জন কন্যাসহ ১১ জনের মৃত্যু রহস্যজনকভাবে ঘটেছে। অগ্নিদগ্ধ হয়েছেন ৩ নারী, যাদের মধ্যে ২ জন মারা গেছেন। এসিডদগ্ধ হয়েছেন ১ জন নারী। ৩ জন নারী অগ্নিদগ্ধ (যার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে), যৌতুক নির্যাতনের শিকার ১ নারী এবং পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৬ জন। আত্মহত্যা করেছেন ৬ কন্যাসহ ২২ জন। অপহরণ হয়েছে ২ কন্যা, সাইবার অপরাধের শিকার হয়েছেন ১ জন এবং বাল্যবিবাহের ঘটনা ঘটেছে দুটি।
সংগঠনের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে নির্যাতনের শিকার ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশুর মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ জনকে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন ৪ কিশোরী। এদের মধ্যে ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১২৭ জনকে। যৌন নিপীড়নের শিকার ৫১ জন। ৩১ জনকে উত্ত্যক্ত করা হয়েছে। উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন ৩ জন। ২১ নারী ও কন্যাশিশু পাচার হয়েছেন। একজন এসিড সন্ত্রাসের শিকার। ৬১ কন্যাসহ হত্যার শিকার হয়েছে ৩২০ নারী ও কন্যাশিশু।
সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম সমকালকে বলেন, এ পরিসংখ্যান শুধু পত্রিকায় প্রকাশিত ঘটনার ওপর ভিত্তি করে। বাস্তবে সংখ্যাটা আরও বেশি। বিশেষ করে কন্যাশিশুর ওপর সহিংসতা ও দলবদ্ধ ধর্ষণের সংখ্যা উদ্বেগজনক। এটি সমাজের জন্য অ্যালার্মিং।
তিনি বলেন, ছয় মাসে হাজারের বেশি নারী-কন্যা নির্যাতনের শিকার হলেও মহিলা মন্ত্রণালয় বা সরকারের উচ্চপর্যায়ের কেউ কোনো প্রতিক্রিয়া দেননি, যা অত্যন্ত দুঃখজনক। আছিয়া ধর্ষণ মামলায় তড়িঘড়ি করে বিচার হয়েছে, কিন্তু ভালো তদন্ত না হওয়ায় পরিবার সন্তুষ্ট নয়। এ ধরনের বিচারে দ্রুততা নয়, নির্ভুলতা জরুরি। তিনি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন।