৯ মাস পর চালু নারায়ণগঞ্জ পাসপোর্ট কার্যালয়, প্রথম দিনেই নারী-পুরুষের ভিড়
Published: 4th, May 2025 GMT
ছাত্র-জনতার আন্দোলনের সময় আগুনে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ৯ মাস পর আজ রোববার সকাল থেকে চালু হয়েছে। প্রথম দিনেই পাসপোর্ট সেবা নিতে নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে। দীর্ঘদিন পর অফিস চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নারায়ণগঞ্জবাসী।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক মো.
গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় চারতলা ভবনের এই কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে সার্ভার স্টেশন, কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, আসবাবসহ সবকিছু পুড়ে যায় এবং মালামাল লুট করে নেওয়া হয়। পুড়ে যায় আট হাজারের বেশি প্রস্তুত পাসপোর্ট ও পুলিশ ভেরিফিকেশনের কাগজপত্র। এরপর নারায়ণগঞ্জবাসীকে কেরানীগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে গিয়ে পাসপোর্টের কাজ করতে হতো।
আজ রোববার সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার জালকুড়ি এলাকায় কার্যালয় চত্বরে নারী-পুরুষের দীর্ঘ লাইন। অনেকেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দিচ্ছেন এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন। দুপুরের দিকে ভিড় আরও বাড়ে। প্রথম দিনেই এত মানুষের ভিড় সামাল দিতে আনসার সদস্যদের বেগ পেতে হয়।
বন্দর উপজেলার লাঙ্গলবন্দ থেকে আসা গাড়িচালকের সহকারী আরিফ উদ্দিন বলেন, বিদেশ যাওয়ার জন্য তিনি পাসপোর্ট আবেদন করতে এসেছেন। ৬৫ বছর বয়সী অসুস্থ মা কমলা বেগমকে নিয়ে আবেদন করতে এসেছেন সানি দেওয়ান। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর মা অসুস্থ। চিকিৎসার জন্য তাঁর মাকে দেশের বাইরে নিয়ে যাবেন। এ কারণে পাসপোর্ট করতে এসেছেন তিনি। দীর্ঘদিন পর চালু পাসপোর্ট অফিস চালু হওয়ায় মানুষের ভোগান্তির অবসান হয়েছে।
বেলা ১১টার দিকে পাসপোর্ট কার্যালয় ঘুরে দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, এটি চালু হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগের অবসান হয়েছে। সেবার মান নিশ্চিত করতে হবে। দালালমুক্ত পরিবেশ নিশ্চিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। অবৈধভাবে কেউ যাতে পাসপোর্ট সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম দ ন ই ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে ছাত্রলীগ ৩০-৪০ জন নেতাকর্মী মশাল হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত জেলা যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং মিছিলটি প্রতিহত করেন।
পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবিরসহ (১৫) মোট পাঁচজন কর্মীকে আটক করে পুলিশের কাছে দেয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার দ্রুত ঘটনাস্থলে যান এবং আটকদের হেফাজতে নেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যানও জব্দ করে।
এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পর তাদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।