ছাত্র-জনতার আন্দোলনের সময় আগুনে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ৯ মাস পর আজ রোববার সকাল থেকে চালু হয়েছে। প্রথম দিনেই পাসপোর্ট সেবা নিতে নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে। দীর্ঘদিন পর অফিস চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নারায়ণগঞ্জবাসী।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক মো.

জামাল হোসেন প্রথম আলোকে জানান, সকাল থেকে আবেদনপত্র জমা ও বায়োমেট্রিক সেবা দেওয়া হচ্ছে। প্রথম দিনেই বিপুলসংখ্যক সেবাপ্রত্যাশীর ভিড় দেখা গেছে।

গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় চারতলা ভবনের এই কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে সার্ভার স্টেশন, কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, আসবাবসহ সবকিছু পুড়ে যায় এবং মালামাল লুট করে নেওয়া হয়। পুড়ে যায় আট হাজারের বেশি প্রস্তুত পাসপোর্ট ও পুলিশ ভেরিফিকেশনের কাগজপত্র। এরপর নারায়ণগঞ্জবাসীকে কেরানীগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে গিয়ে পাসপোর্টের কাজ করতে হতো।

আজ রোববার সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার জালকুড়ি এলাকায় কার্যালয় চত্বরে নারী-পুরুষের দীর্ঘ লাইন। অনেকেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দিচ্ছেন এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন। দুপুরের দিকে ভিড় আরও বাড়ে। প্রথম দিনেই এত মানুষের ভিড় সামাল দিতে আনসার সদস্যদের বেগ পেতে হয়।

বন্দর উপজেলার লাঙ্গলবন্দ থেকে আসা গাড়িচালকের সহকারী আরিফ উদ্দিন বলেন, বিদেশ যাওয়ার জন্য তিনি পাসপোর্ট আবেদন করতে এসেছেন। ৬৫ বছর বয়সী অসুস্থ মা কমলা বেগমকে নিয়ে আবেদন করতে এসেছেন সানি দেওয়ান। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর মা অসুস্থ। চিকিৎসার জন্য তাঁর মাকে দেশের বাইরে নিয়ে যাবেন। এ কারণে পাসপোর্ট করতে এসেছেন তিনি। দীর্ঘদিন পর চালু পাসপোর্ট অফিস চালু হওয়ায় মানুষের ভোগান্তির অবসান হয়েছে।

বেলা ১১টার দিকে পাসপোর্ট কার্যালয় ঘুরে দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, এটি চালু হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগের অবসান হয়েছে। সেবার মান নিশ্চিত করতে হবে। দালালমুক্ত পরিবেশ নিশ্চিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। অবৈধভাবে কেউ যাতে পাসপোর্ট সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম দ ন ই ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে নির্মাণাধীন নকশাবহির্ভূত পাঁচটি ভবনে রাজউকের অভিযান, জরিমানা

নকশা ছাড়া ও ইমারত নির্মাণ আইন অমান্য করে ভবন নির্মাণ করায় নারায়ণগঞ্জের ভুঁইগড় শান্তিধারা এলাকায় পাঁচটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ রোববার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজউকের ভ্রাম্যমাণ আদালত প্রথমে একটি পাঁচতলা ভবনে অভিযান শুরু করেন। ভবনটি অনুমোদিত নকশা অমান্য করে ও রাস্তার জায়গা না ছেড়ে নির্মাণ করায় বর্ধিতাংশ শ্রমিক দিয়ে ভেঙে ফেলা হয়। একই অভিযোগে একটি দোতলা ও একটি একতলা ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। অপর দিকে একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টের কলামের রড কেটে ফেলেন ভ্রাম্যমাণ আদালত।

রাজউকের অনুমোদন ও নকশা ব্যতিরেকে নির্মিত আরেকটি পাঁচতলা ভবনের মালিক আবদুল আজিজ ভূঁইয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় অন্য চারটি ভবনের মালিক উপস্থিত না থাকায় তাঁদের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ও বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন প্রথম আলোকে বলেন, পাঁচটি ভবনে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে একটি অনুমোদনহীন ভবনের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য চারটি ভবনের ক্ষেত্রে মালিকেরা উপস্থিত না থাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে এবং নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ভবনমালিকদের নিয়ম মেনে নির্মাণকাজ পরিচালনার জন্য নোটিশ দেওয়া হবে। তিনি আরও বলেন, রাজউকের আওতাধীন এলাকায় মোট ৩ হাজার ৩৮২টি নির্মাণাধীন ভবন চিহ্নিত করা হয়েছে। এসব ভবনের মধ্যে কেউ কেউ অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়েছেন, কেউ আবার নকশা ছাড়াই নির্মাণ করছেন। এসব ভবনে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক হৃদয়ের পাশে নারায়ণগঞ্জ বিএনপি 
  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালালমুক্ত : ডিসি
  • সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেপ্তার ২
  • ৯ মাস পর নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিস চালু
  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন নকশাবহির্ভূত পাঁচটি ভবনে রাজউকের অভিযান, জরিমানা
  • ফিজিওথেরাপি কোর্সে ছাত্রছাত্রী ভর্তি, ২০২১ সালে এসএসসি পাসেও আবেদন
  • আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, বেতন ৭০,০০০-১০০,০০০ টাকা
  • চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি, পদ ২৫
  • কৃষি মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, আবেদন করতে হবে ডাকযোগে