ছাত্র-জনতার আন্দোলনের সময় আগুনে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ৯ মাস পর আজ রোববার সকাল থেকে চালু হয়েছে। প্রথম দিনেই পাসপোর্ট সেবা নিতে নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে। দীর্ঘদিন পর অফিস চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নারায়ণগঞ্জবাসী।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক মো.

জামাল হোসেন প্রথম আলোকে জানান, সকাল থেকে আবেদনপত্র জমা ও বায়োমেট্রিক সেবা দেওয়া হচ্ছে। প্রথম দিনেই বিপুলসংখ্যক সেবাপ্রত্যাশীর ভিড় দেখা গেছে।

গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় চারতলা ভবনের এই কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে সার্ভার স্টেশন, কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, আসবাবসহ সবকিছু পুড়ে যায় এবং মালামাল লুট করে নেওয়া হয়। পুড়ে যায় আট হাজারের বেশি প্রস্তুত পাসপোর্ট ও পুলিশ ভেরিফিকেশনের কাগজপত্র। এরপর নারায়ণগঞ্জবাসীকে কেরানীগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে গিয়ে পাসপোর্টের কাজ করতে হতো।

আজ রোববার সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার জালকুড়ি এলাকায় কার্যালয় চত্বরে নারী-পুরুষের দীর্ঘ লাইন। অনেকেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দিচ্ছেন এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন। দুপুরের দিকে ভিড় আরও বাড়ে। প্রথম দিনেই এত মানুষের ভিড় সামাল দিতে আনসার সদস্যদের বেগ পেতে হয়।

বন্দর উপজেলার লাঙ্গলবন্দ থেকে আসা গাড়িচালকের সহকারী আরিফ উদ্দিন বলেন, বিদেশ যাওয়ার জন্য তিনি পাসপোর্ট আবেদন করতে এসেছেন। ৬৫ বছর বয়সী অসুস্থ মা কমলা বেগমকে নিয়ে আবেদন করতে এসেছেন সানি দেওয়ান। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর মা অসুস্থ। চিকিৎসার জন্য তাঁর মাকে দেশের বাইরে নিয়ে যাবেন। এ কারণে পাসপোর্ট করতে এসেছেন তিনি। দীর্ঘদিন পর চালু পাসপোর্ট অফিস চালু হওয়ায় মানুষের ভোগান্তির অবসান হয়েছে।

বেলা ১১টার দিকে পাসপোর্ট কার্যালয় ঘুরে দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, এটি চালু হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগের অবসান হয়েছে। সেবার মান নিশ্চিত করতে হবে। দালালমুক্ত পরিবেশ নিশ্চিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। অবৈধভাবে কেউ যাতে পাসপোর্ট সংগ্রহ করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম দ ন ই ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সভাপতি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহিদুল হক দিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো: তারিক বাবু,সহ-সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সহ-সভাপতি মজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সুলতানা আক্তার সহ সকল সদস্যবৃন্দ।সভায় বক্তারা (বাপা) নারায়ণগঞ্জের ভবিষ্যৎ কার্য পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পরিবেশ বান্ধব সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক,নাসিক প্রশাসক ও সিভিল সার্জনের সাথে প্রাথমিক আলোচনার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া সভায় স্কুল-কলেজ, উপজেলা ও ওয়ার্ডগুলোতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র কমিটি সম্প্রসারন, ডেঙ্গু সচেতনতা,পরিবেশ রক্ষায় সচেতনতা,সংগঠনে তরুণ ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি সহ জেলার নানা সমস্যার বিষয়ে সদস্যদের মতামত গ্রহন করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপির কৃষক সভা
  • ১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন
  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • সিভিতে অতিরিক্ত এআই ব্যবহার করছেন, সাবধান...
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ২৭
  • পিআইবিতে ৩য় থেকে ২০তম গ্রেডে নিয়োগ, পদসংখ্যা ৩৮