এবার যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতারা ও স্টুডিওগুলো অন্য দেশে গিয়ে কাজ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হলিউড।

এর আগে তিনি বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পরে চীন ছাড়া অন্য দেশগুলোকে তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দেন।

রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ও বাণিজ্য প্রতিনিধিকে নির্দেশ দিচ্ছি, যেন তারা অবিলম্বে বিদেশে নির্মিত সব ধরনের চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করে।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্ত এমন এক সময়ে এল যখন ট্রাম্প প্রশাসনের আগ্রাসী বাণিজ্যনীতির কারণে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে আছে হোয়াইট হাউস।

এর আগে গত মাসে চীন জানিয়েছিল যে, তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা চলচ্চিত্রের সংখ্যা কমিয়ে আনবে।

ট্রাম্প বলেন, আমেরিকার চলচ্চিত্রশিল্প দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র নির্মাতা এবং স্টুডিওগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য সব ধরনের প্রণোদনা দিচ্ছে।

তিনি আরও বলেন, হলিউডসহ যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে এই ধারা ক্ষতি ডেকে আনছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

শুল্ক আরোপের প্রভাব চলচ্চিত্র শিল্পে কীভাবে পড়বে কিংবা কীভাবে এটি কার্যকর করা হবে—তা স্পষ্ট করা হয়নি। তবে ট্রাম্পের পোস্টে টেলিভিশন সিরিজ সম্পর্কে কোনো উল্লেখ ছিল না—যা বর্তমানে অন্যতম জনপ্রিয় ও লাভজনক শিল্পখাত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র র চলচ চ ত র শ ল ক আর প

এছাড়াও পড়ুন:

লালমাইয়ের টিলা খুঁড়লেই বেরিয়ে আসছে প্রাচীন স্থাপনার চিহ্ন

কুমিল্লার লালমাই পাহাড় এলাকার একটি টিলায় সম্প্রতি মাটি খনন করতে গিয়ে প্রাচীন স্থাপনার অস্তিত্ব খুঁজে পান এক ব্যক্তি। খবর পেয়ে জায়গাটিতে বর্তমানে খনন কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গত কয়েক দিনের খননে সেখান থেকে বেরিয়ে আসছে প্রাচীন স্থাপনা ও প্রত্নবস্তু। আশা করা হচ্ছে, এর মাধ্যমে ইতিহাসের নতুন কোনো অধ্যায় উন্মোচিত হবে।

স্থানটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের চারাবাড়ি এলাকার লালমাই পাহাড়ের একটি টিলার অংশ। গতকাল রোববার রাতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের (কুমিল্লা কার্যালয়) আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

নাহিদ সুলতানা বলেন, ‘জায়গাটি ব্যক্তিমালিকানাধীন। এক ব্যক্তি স্থাপনা নির্মাণের জন্য টিলার ওপরের অংশের মাটি খনন করতে গেলে প্রত্নতাত্ত্বিক স্থাপনার অস্তিত্ব বেরিয়ে আসে। তবে পূর্ণাঙ্গ খনন শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই। তবে আমরা আশাবাদী, এখান থেকে নতুন কিছু পাব। এখনো আমরা পুরো কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে আছি। গুরুত্বসহকারে খননকাজ পরিচালনা করা হচ্ছে। বিস্তারিত খনন শেষে জানানো হবে।’

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বলেন, এপ্রিলের শুরুতে জসিম উদ্দিন নামের এক ব্যক্তির বসতভিটা নির্মাণের জন্য মাটি খননের সময় লাল ইটের প্রাচীন স্থাপনাটি প্রথম দেখা যায়। এরপর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং খনন ও অনুসন্ধান শুরু করে। তাদের ধারণা, এটি কোনো জমিদার বা রাজ পরিবারের বাসস্থান অথবা তাদের কোনো স্থাপনার ধ্বংসাবশেষ হতে পারে।

খননের পর বেরিয়ে আসা লাল ইটের একটি স্থাপনার অংশ বিশেষ

সম্পর্কিত নিবন্ধ