‘জনম জনম’, ‘বন্ধুগো শোনো’, ‘যদি আলো আসতো’র পর এবার শ্রোতা প্রশংসা কুড়াচ্ছে প্রিন্স মাহমুদের কথা ও সুরের ‘জংলি’ সিনেমার চতুর্থ গান ‘মায়া পাখি’। নন্দিত এই গীতিকার ও সুরকারের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব। প্লেব্যাক শিল্পী হিসেবে প্রিন্স মাহমুদের সুরে এটি তার প্রথম গান। সম্প্রতি  টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

এ আয়োজন নিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘বাবাদের কাছে তার সন্তান সবসময়ই ‘মায়া পাখি’। প্রতিটি বাবা তাঁর সন্তানের জন্য  যে কথা বলতে চায়, যে বার্তা রেখে যেতে চায় সেই না বলা কথা, সেই না লেখা বার্তাই ‘মায়া পাখি’’।

স্বল্পভাষী এই সুরকার তার কোনো আয়োজন নিয়েই বেশি কিছু বলেন না। শ্রোতাদের উপরই ছেড়ে দেন তার কাজের বিচার ভার। ‘মায়া পাখি’ নিয়েও স্বল্প কথায় জানিয়ে দিলেন এই সৃষ্টির গভিরতা।

শিল্পী মাহতিম সাকিবের কথায়, প্রিন্ম মাহমুদের অনবদ্য আয়োজনে সংগীত হতে পারা অন্যরকম ভালো লাগার। একই সঙ্গে ‘জংলি’ সিনেমায় নন্দিত এই সুরকারের সুরে সেসব শিল্পী প্লেব্যাক করেছেন, তাদের পাশে নিজের নাম খুঁজে পাওয়া গর্ব ও সন্মানের।

‘জংলি’ সিনেমা মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে পেরিয়ে গেলেও কেন ‘মায়া পাখি’ গানটি প্রকাশ করা হয়নি, গানটি কেন এতদিন আটকে রাখা হয়েছিল? তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। কারণ ‘জংলি’ সিনেমার গানগুলো নিয়ে শুরু থেকেই দর্শক শ্রোতার কৌতুহল ছিল সীমাহীন। একেকটি গানের জন্য প্রহর গুণে গেছেন সংগীতপ্রেমীরা। কারণ একটাই, ‘জংলি’ সিনেমার জন্য একসঙ্গে চারটি ভিন্ন ধাচের গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ; যা অতীতে কখনও দেখা যায়নি।

শ্রোতাদের দাবি, নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত প্রিন্স মাহমুদ তার অনবদ্য সৃষ্টির ধারা বজায় রেখে চলেছেন। সে কারণে যখনই শ্রোতা তার নতুন কোনো আয়োজনের খবর পান, তখন থেকেই সেই সৃষ্টি নিয়ে প্রহর গুণে যাওয়া শুরু হয়। তাই অনেকদিন অপেক্ষায় রেখে ‘মায়া পাখি’ শিরোনামের যে গানটি প্রকাশ করা হচ্ছে, তা অনেকের প্রত্যাশা পূরণ করবে। 

প্রিন্স মাহমুদের কথা ও সুরের ‘জংলি’ সিনেমার প্রথম গান ‘জনম জনম’ প্রকাশিত হয়েছিল গত ১২ ফেব্রæয়ারি। গানটিতে প্লেব্যাক করেছেন তাহসান খান ও আতিয়া আনিসা। সংগীতায়োজন করেছেন সময়ের আরেক আলোচিত শিল্পী ও সংগীতায়োজন ইমরান মাহমুদুল।

গানটি প্রকাশ কালে তাহসান বলেছিলেন, ‘গানের ভুবনে যারা আমার ভীষণ প্রিয়, প্রিন্স মাহমুদ তাদের একজন। তার লেখা ও সুরের ধরন অনেকের চেয়ে আলাদা, যা সহজেই হৃদয় স্পর্শ করে। এর আগে বিভিন্ন অ্যালবামে তাঁর কথা ও সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে। তবে ‘জংলি’ সিনেমার সুবাদে তাঁর সুরে প্রথম প্লেব্যাক করা। তার অ্যালবামের গানগুলো যেখাবে শ্রোতা মনে অনুরণন তুলে যাচ্ছে, ঠিক একই ভাবে ‘জংলি’ সিনেমার ‘জনম জনম’ গানের বেলায়ও তার ব্যতিক্রম হবে না।’

শিল্পী আতিয়া আনিসা বলেছিলেন, কিংবদন্তিতুল্য সুরকার প্রিন্স মাহমুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। যার কালজয়ী গানগুলো শুনে শুনে বেড়ে ওঠা, সেই প্রিন্স সুরে প্লেব্যাক সুযোগ পাওয়ায় আমি গর্বিত। তার সুরে গাওয়ার পাশাপাশি অনেক কিছু শেখারও সুযোগ হয়েছে। এটি সংগীত ক্যারিয়ারের স্মরণীয় একটি আয়োজন।’ 

একইভাবে সিনেমার দ্বিতীয় গান “বন্ধু গো শোনো’’ নিয়ে শিল্পী ইমরান মাহমুদুলের ভাষ্য, ‘এটি এমন একটি গান, যা শ্রোতাদের মুগ্ধতার আবেশে অন্য এক জগতে নিয়ে যাবে।’ দ্বৈত এ গানের আরেক শিল্পী দিলশাদ নাহার কনা বলেছেন, “সময়কে ছাপিয়ে যাওয়ার মতো আরকেটি অসম্ভব সুন্দর গান ‘জংলি’ সিনেমার ‘বন্ধুগো শোনো’। যার স্রষ্ঠা প্রিন্স মাহমুদ। তার পক্ষেই এমন অনবদ্য আয়োজন সম্ভব, যা শ্রোতা মনে দীর্ঘদিন অনুরণন তুলে যাবে বলেই আমাদের বিশ্বাস।’

‘জংলি’র গান নিয়ে প্রশংসা করতে পিছিয়ে যাননি নন্দিত শিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ নিজেও। দীর্ঘ ক্যারিয়ারের এবারই প্রথম তিনি প্রিন্ম মাহমুদের সুরে কোনো গানে কণ্ঠ দিয়েছেন। যার শিরোনাম ‘যদি আলো আসতো’। হাবিবের কথায়, প্রিন্স মাহমুদ একজনই, যার তুলনা চলে শুধু তার সঙ্গেই।”

এদিকে ‘মায়া পাখি’ গানটি প্রকাশের মধ্য দিয়ে শেষ হলো প্রিন্সের ‘জংলি’ সিনেমার সংগীত সফর। এখন তিনি ব্যস্ত সময় পার করছেন নতুন গানের আয়োজনে। এ বছরের বিভিন্ন প্রান্তে তার সুরে গাওয়া বেশ কিছু প্রকাশ পাবে। যেখানে পছন্দের ব্যান্ড তারকাদের গান শোনার সুযোগ থাকছে শ্রোতাদের।

প্রসঙ্গত, গানের পাশাপাশি গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাটিও দর্শকের মাঝে সাড়া ফেলেছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর ছ ন প রথম

এছাড়াও পড়ুন:

আড়ি পেতে ও ড্রোনের মাধ্যমে নজরদারি হতো

জুলাই গণ–অভ্যুত্থানের সময় কীভাবে আওয়ামী লীগ সরকার নজরদারি ও দমন–পীড়নের কাজটি করত, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় গতকাল সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে চিফ প্রসিকিউটর বলেন, নজরদারি করতে ফোনে আড়ি পাতার পাশাপাশি ব্যক্তির অবস্থান শনাক্ত (লোকেশন ট্র্যাকিং) করা হতো। ড্রোন ব্যবহার করেও নজরদারি হতো তখন। আন্দোলনে শিক্ষার্থীদের চিহ্নিত করতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মাঠপর্যায়ের ক্যাডার বাহিনীকেও কাজে লাগানো হয়েছিল। এসব তথ্যের আলোকে আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে পুলিশ ও র‍্যাব আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ করত। এ জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সরাসরি নির্দেশ আসত।

দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতেই জুলাই গণ–অভ্যুত্থানের ওপর ডেইলি স্টার–এর নির্মিত একটি প্রামাণ্যচিত্র ট্রাইব্যুনাল কক্ষে দেখানো হয়। এরপর শেখ হাসিনা ও একজন সেনা কর্মকর্তার মধ্যে কথোপকথনের অডিও রেকর্ড শোনানো হয়। এ ছাড়া প্রয়াত লেখক-গবেষক বদরুদ্দীন উমর এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের দেওয়া জবানবন্দি পড়ে শোনান চিফ প্রসিকিউটর।

জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনাপ্রবাহের বর্ণনা দিতে গিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকার একাধিক শিরোনাম (ওই সময়ের) ট্রাইব্যুনালে পড়ে শোনান।

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছিল

যুক্তিতর্ক উপস্থাপনের এক পর্যায়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ দমনের জন্য রাষ্ট্রযন্ত্রের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে এক নজিরবিহীন দমন অভিযান পরিচালনা করে। এখানে ছিল পুলিশ, র‍্যাব, এপিবিএন, আনসার ব্যাটালিয়ান, বিজিবি, সশস্ত্র বাহিনীর কিছু সদস্য, ডিজিএফআই, এনএসআই, এসবি, সোয়াত, সিটিটিসি ও ডিবির মতো গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে দেশব্যাপী ছাত্র ও নাগরিকদের ওপর সহিংসতা চালানো হয়। এতে আওয়ামী লীগ–যুবলীগ (এখন কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

শান্তিপূর্ণ আন্দোলন দমনে পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছিল উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করা হয়েছে। এপিসি (সাঁজোয়া যান) ব্যবহার করা হয়েছে। লেথাল উইপন (মারণাস্ত্র) ব্যবহার করা হয়েছে। রাইফেল ব্যবহার করা হয়েছে।

গণ–অভ্যুত্থানের সময় পদ্ধতিগত আক্রমণ হয়েছিল উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার রাজনৈতিক লক্ষ্য ছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার। তিনি নিরঙ্কুশ ক্ষমতা চান। তিনি প্রতিপক্ষকে রাখবেন না। একদলীয় শাসন থাকবে।

‘এবার শুরুতে দিবা’

নিজের বক্তব্য উপস্থাপনের সময় শেখ হাসিনা ও একজন সেনা কর্মকর্তার কথোপকথনের একটি অডিও রেকর্ড ট্রাইব্যুনালে শোনান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, গত বছরের ১৯ জুলাইয়ের কথোপকথন এটি। শেখ হাসিনার সঙ্গে কথা বলা সেনা কর্মকর্তার নাম কর্নেল রাজীব। তিনি এখন বাংলাদেশের বাইরে আছেন। তিনি ডেপুটি মিলিটারি সেক্রেটারি অব প্রাইম মিনিস্টার ছিলেন।

অডিও কথোপকথনে শোনা যায়, কর্নেল রাজীব বলছেন, ‘আসসালামু আলাইকুম স্যার।’

তখন শেখ হাসিনা বলেন, ‘ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমা হতে শুরু করছে। মিরপুর ১০ নম্বরে, উত্তরা, তারপরে ব্র্যাক ইউনিভার্সিটি

এবং বিভিন্ন জায়গায়।…ওই শুরুতেই কিন্তু ইয়ে করতে হবে।’

এ সময় কর্নেল রাজীব বলেন, ‘ঠিক আছে স্যার।’

এরপরই শেখ হাসিনা আবার বলেন, ‘...শুরুতেই।’

তখন কর্নেল রাজীব বলেন, ‘ঠিক আছে।’

এর পরের কথোপকথন স্পষ্ট বোঝা যায় না। পরে শেখ হাসিনা বলেন, ‘এবারে কোনো কথা নাই। এবার শুরুতে দিবা।’

তখন কর্নেল রাজীব বলেন, ‘ঠিক আছে স্যার।’

‘মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়’

জুলাই গণ-অভ্যুত্থানের সময় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কলেজছাত্র মো. হৃদয় হত্যাকাণ্ড নিয়ে একটি ভিডিও দেখান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ভিডিওতে দেখা যায়, পুলিশের কয়েকজন সদস্য হৃদয়কে আটক করেছেন। রাস্তার ওপর পুলিশের সদস্যরা হৃদয়কে ঘিরে আছেন। এর মধ্যে পুলিশের এক সদস্য হৃদয়কে গুলি করেন। হৃদয় মাটিতে পড়ে যান। এরপর পুলিশের সদস্যরা চলে যান। পরে পুলিশের দু-তিনজন সদস্য এসে হৃদয়কে টেনে নিয়ে যান।

টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে হৃদয় কোনাবাড়ী এলাকায় থাকতেন। লেখাপড়ার পাশাপাশি তিনি অটোরিকশা চালাতেন।

ভিডিও দেখানো শেষে ট্রাইব্যুনালে তাজুল ইসলাম বলেন, এই গুলি যে পুলিশ সদস্য করেছেন, তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মরদেহ গাড়িতে তুলে নিয়ে রাতে ব্রিজের ওপর থেকে কড্ডা নদীতে ফেলে দেওয়া হয়। এ পর্যন্ত স্বীকারোক্তি আছে। তাঁর মরদেহ উদ্ধারের জন্য তদন্ত সংস্থা ডুবুরি নামিয়েছিল। যেহেতু এক বছর পরে এবং সেখানে স্রোত আছে, মরদেহ পাওয়া যায়নি।

গ্রেপ্তার ওই কনস্টেবলের নাম মো. আকরাম হোসেন (২২)। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ