ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আকাশি বিলে টর্নেডোর উৎপত্তি হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের আকাশি মাঠে প্রায় তিন মিনিট ধরে টর্নেডো চললেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহীন প্রথম আলোকে বলেন, বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে আকাশি মাঠে টর্নেডোর মতো একটি কুণ্ডলী দেখতে পান স্থানীয় লোকজন। গ্রামবাসীর মধ্যে আতঙ্কও সৃষ্টি হয়। মানুষ ছোটাছুটি শুরু করেছিলেন। দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল এটি। অনেকে খলার মধ্যে ধান শুকাচ্ছিলেন। ধানের খড় আকাশে উড়ছিল। কুণ্ডলীর ওপর কালো হয়ে গিয়েছিল। দুই থেকে তিন মিনিট পর কুণ্ডলীটি আকাশের অনেক ওপরে উঠে মিশে যায়। তবে এটি গ্রামের ভেতরে ঢোকেনি। তাই কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন জানান, অনেকে মুঠোফোনে টর্নেডোর ভিডিও করেন। টর্নেডোর কাছাকাছি এলাকায় কোনো মানুষ ছিলেন না। উৎপত্তিস্থলে খড় উড়ছিল। টর্নেডোর ওপরের অংশ কালো হয়ে গিয়েছিল। কিছুক্ষণ থাকার পর একসময় এটি আকাশে মিশে যায়। বিকেলের পর টর্নেডোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কৃষকের ধান শুকানোর খলার পাশে আকাশি মাঠে ঘূর্ণমান কুণ্ডলীর উৎপত্তি হয়। মাটি ও খড় চারদিক দিয়ে ঘুরছিল। ধীরে ধীরে একটি কুণ্ডলী আকাশের দিকে উঠে গেছে। অনেকটা ফানেলের আকার ধারণ করে। আকাশে তখন চারপাশ অন্ধকারের মতো হয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন প্রথম আলোকে বলেন, গোর্কণের জেঠাগ্রামের আকাশি মাঠে এটির উৎপত্তি হয়। তবে সেই মাঠে কোনো পানি ছিল না। টর্নেডো হলেও ফসল, কৃষিজমি ও কৃষকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, কয়েক মিনিট টর্নেডো স্থায়ী হলেও আকাশের দিকে চলে যায়। আকাশি মাঠে টর্নেডোর উৎপত্তি হয়েছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র উৎপত ত উপজ ল

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকোত্তর প্রোগ্রাম, আবেদন শেষ ২০ আগস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ফল সেমিস্টার-২০২৫ সেশনে ভর্তি এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন—এই তিনটি শাখার পড়াশোনার সমন্বয়ে গঠন করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম উচ্চতর স্নাতকোত্তর প্রোগ্রাম।

যোগ্যতা লাগবে—

# যেকোনো বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর (পাস কোর্স)।
যা শেখানো হবে কোর্সটিতে—
১. প্রমিত ও শুদ্ধ বাংলার মৌল সূত্র,
২. বাচন ও লেখার কৌশল,
৩. সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশ-উপযোগী লেখা,
৪. দাপ্তরিক পরিসরে শুদ্ধ বাংলার ব্যবহার পদ্ধতি লেখা,
৫. ভাষাবিজ্ঞান ও সংস্কৃতি অধ্যয়ন,
৬. গবেষণা রীতি পদ্ধতি,
৭. বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষাদান পদ্ধতি।

আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫

জেনে নিন কোর্সের বিশেষত্ব—

১. দক্ষ গবেষক ও শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে কোর্স,
২. ক্লাস হবে শুক্র ও শনিবার,
৩. প্রযুক্তির সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ,
৪. বিরল ও বিপুল বইসংবলিত গ্রন্থাগার,
৫. গবেষণা-সহায়ক কর্মপরিবেশ,
৬. ব্যবহারিক কাজের মাধ্যমে শেখার সুযোগ,
৭. রয়েছে অংশগ্রহণমূলক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবেশ।

কোর্সে আবেদনের তারিখ—

১. আবেদন ফরম জমার শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২২ আগস্ট শুক্রবার, সকাল ১০টা।
৩. পরিচিতিমূলক ক্লাস হবে: ২৯ আগস্ট ২০২৫।
৪. ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

আরও পড়ুনইন্দোনেশিয়ায় বৃত্তিতে স্নাতক, মাস্টার্স ও পিএইচডিতে পড়াশোনার সুযোগ৫ ঘণ্টা আগেআরও পড়ুনপ্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ০৪ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগরে হলে হলে ছাত্রদলের কমিটি ঘোষণা, গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিবাদ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকোত্তর প্রোগ্রাম, আবেদন শেষ ২০ আগস্ট
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘রাজাকার’ লেখা কুশপুত্তলিকা দাহ, মশালমিছিল