যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার আসামি ধরতে উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাকাপুর গ্রামে যান। সেখান থেকে তাঁরা সিয়াম নামের এক আসামিকে গ্রেপ্তার করেন। এ সময় স্থানীয় কয়েকজন আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে আবারও ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। এতে ওসিসহ সাতজন আহত হন। তাঁদের মধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) লাভলু আহত হন। তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আনোয়ারুল আবেদীন গতকাল রাতে সাংবাদিকদের বলেন, পুলিশের সাত সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আনোয়ার হোসেন বলেন, আসামি সিয়ামকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। হামলায় তিনিসহ সাতজন আহত হয়েছেন। সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যশোরে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৬৭ নেতা-কর্মীর অব্যাহতি

যশোরে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলা থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৬৭ নেতা-কর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার বিকেলে মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা এ আদেশ দেন।

মামলা থেকে অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের তৎকালীন আমির আবদুর রশিদ, জেলা জামায়াতের বর্তমান আমির গোলাম রসুল, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, গোলাম রেজা, ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যুবদলের তৎকালীন সভাপতি এহসানুল হক, রিপন চৌধুরী, তৎকালীন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জামায়াত নেতা নূর ই আলী আল মামুন ও বিএনপি নেতা আবদুল সালাম আজাদ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৪ জানুয়ারি রাত ৮টার দিকে সদর পুলিশ ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জামায়াত-বিএনপি জোটের নেতা-কর্মীরা শহরের রবীন্দ্রনাথ ঠাকুর (আরএন) সড়কে নাশকতার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে শাকিল হোসেন ও সিরাজুল ইসলামকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় দুটি পেট্রলবোমা, অবিস্ফোরিত ছয়টি ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও কয়েকটি লাঠি। এ ঘটনায় সদর পুলিশ ফাঁড়ির তৎকালীন টিএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে জামায়াত-বিএনপির ৫১ নেতা-কর্মীকে আসামি করে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে এসআই সোয়েব উদ্দিন আহম্মেদ বিস্ফোরক ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকায় জামায়াত-বিএনপির ৬৭ নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে আলাদা অভিযোগপত্র জমা দেন। পরবর্তী সময়ে মামলার বিস্ফোরকের অংশ জেলা ও দায়রা জজ এবং নাশকতার পরিকল্পার অংশ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করা হয়। সোমবার জুডিশিয়াল আদালতে বিচারাধীন এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আসামিরা আইনজীবীর মাধ্যমে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা না পেয়ে মামলা থেকে তাঁদের অব্যাহতির আদেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, এই মামলার অব্যাহতি থেকে বোঝা যায়, বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিচারব্যবস্থা কেমন ছিল। এখন বিচারব্যবস্থা স্বাধীন বলেই বিচারক মামলার সুনির্দিষ্ট কোনো প্রমাণ না থাকায় মামলা থেকে সব আসামিকে অব্যাহতি দিয়েছেন। বিগত সরকার এভাবে বিরোধীদলীয় নেতাদের মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে। এই মামলা থেকে নেতা-কর্মীরা অব্যাহতি পাওয়ায় তাঁরা খুশি।

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশের এসআই’র বাসা থেকে পিস্তল-গুলি চুরি, সাসপেন্ড
  • বিমানবন্দর উন্নয়নে দুর্নীতি: শেখ হাসিনাসহ ৩ জনকে দুদকে তলব
  • রাজশাহীর গুটি আম পাওয়া যাবে ১৫ মে, হিমসাগর ৩০ মে
  • বাসা থেকে পুলিশের পিস্তল-গুলি চুরি, এসআই সাসপেন্ড
  • পুলিশ কর্মকর্তার বাসা থেকে পিস্তল-গুলি চুরি
  • রাজধানীতে পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
  • চুয়াডাঙ্গার কোন আম কখন বাজারে আসবে
  • বায়ু দূষণ বন্ধে আড়াইহাজারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান 
  • যশোরে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৬৭ নেতা-কর্মীর অব্যাহতি