বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে।
সাত দিনের রিমান্ড শেষে সিদ্দিককে বুধবার (৭ মে) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৩০ এপ্রিল সিদ্দিকুর রহমান সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগের দিন ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করেন। তাকে মারধর করে রমনা মডেল থানায় সোপর্দ করা হয়। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন জব্বার আলী হাওলাদার।
ঢাকা/এম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চটের বিছানা নিয়ে বাগবিতণ্ডা, যুবককে হত্যা
গাজীপুরের শ্রীপুরে চটের বিছানায় ঘুমানো নিয়ে বাগবিতণ্ডার জেরে জুয়েল (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।
আরো পড়ুন:
কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা
গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চটের বিছানায় ঘুমানোকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে রাকিব ও তার ভগ্নিপতি রবিনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিন জুয়েলের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক জানান, ধস্তাধস্তির সময় রাকিবের হাতে থাকা ছুরি জুয়েলের বুকে লাগে। এসময় রবিনের হাতও কেটে যায়। আটক দুইজনের বিরুদ্ধেই শ্রীপুর থানায় পূর্বে চুরির মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
ঢাকা/রফিক/মাসুদ