উড়োজাহাজে ফিরলেন মিয়ানমারের ৩৪ সেনাসহ ৪০ নাগরিক
Published: 7th, May 2025 GMT
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া দেশটির ৩৪ জন সেনা, বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) সদস্যসহ ৪০ জনকে উড়োজাহাজে করে ফেরত পাঠানো হয়েছে।
আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে ৪০ জনকে নিয়ে ফিরে যায় মিয়ানমারের একটি উড়োজাহাজ। যাত্রীদের মধ্যে ছিলেন ৬ জন মিয়ানমারের বেসামরিক নাগরিক। মাদক পাচার ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তাঁরা এত দিন কক্সবাজার কারাগারে বন্দী ছিলেন। সাজার মেয়াদ শেষ হওয়ায় ছয়জনকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে তিন দফায় ৭৫২ জন মিয়ানমার সেনা ও বিজিপি সদস্যকে ফেরত পাঠানো হয়েছিল। তাঁদের সমুদ্রপথে জাহাজে করে ফেরত পাঠানো হলেও এবার ৩৪ জন বিজিপি ও সেনাসদস্যকে ফেরত পাঠানো হয় উড়োজাহাজে করে।
জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১ টার দিকে মিয়ানমারের ৩৪ জন বিজিপি ও সেনা সদস্যকে বাসে করে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। এ সময় বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তা ছিল। দুপুর পৌনে ১২টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে বিমানবন্দরে আনা হয় সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া মিয়ানমারের ছয়জন নাগরিককে। বেলা দেড়টার দিকে বিমানবন্দরে অবতরণ করে মিয়ানমারের একটি বিমান।
কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো.
বিজিবি কক্সবাজার অঞ্চলের কমান্ডিং অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে গত বছরের ১৭ ডিসেম্বর থেকে চলতি সালের ১১ জানুয়ারি পর্যন্ত টেকনাফের দমদমিয়া, নাজিরপাড়া ও শাহপরীর দ্বীপ সীমান্ত পয়েন্ট দিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন সেনা ও বিজিপির এই ৩৪ সদস্য। তাঁদের মধ্যে ২১ জন বিজিপি ও ১৩ জন সেনাসদস্য। তাঁরা এত দিন বিজিবির হেফাজতে ছিলেন। এই ৩৪ জনের সঙ্গে বাংলাদেশের কারাগারে সাজাভোগ করা ৬ জনকে সংযুক্ত করে মোট ৪০ জনকে বিমানে করে মিয়ানমারে ফেরত পাঠানো হলো।
বিজিবি ও পুলিশের দেওয়া তথ্যমতে, এর আগে গত বছরের ৯ জুন কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে ১৩৪ বিজিপি ও সেনাসদস্যকে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজে করে ফেরত পাঠানো হয়। গত বছরের ২৫ এপ্রিল সমুদ্রপথে ফেরত পাঠানো হয় ২৮৮ জনকে। ১৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ফেরত পাঠানো হয় ৩৩০ জন বিজিপি ও সেনাসদস্যকে। তিন দফায় ফেরত পাঠানো ৭৫২ জনের সবাই রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে নিয়োজিত ছিলেন। রাখাইন রাজ্যের প্রায় ৮০ শতাংশের নিয়ন্ত্রণ এখন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র খ ইন র জ য স ন সদস য জন ব জ প
এছাড়াও পড়ুন:
তরুণদের নীতি প্রণয়নে বিএনপির মাসব্যাপী কর্মসূচি, প্রথম সেমিনার চট
বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি-প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু করছে মাসব্যাপী কর্মসূচি। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে দেশের চারটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি-প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যেই মাসব্যাপী এই আয়োজন। এতে গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারসহ নানা বিষয়ে তরুণদের ভাবনা।
শুক্রবার (৯ মে) চট্টগ্রামে এই কর্মসূচির প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে। “কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক এই অনুষ্ঠান বিকেল ৩টায় চট্টেশ্বরী রোডের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে।
সেমিনারে প্রধান অতিথি থাকবেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আলোচক হিসেবে অংশ নেবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক আব্দুল্লাহ্-আল-মামুন, কর্নেল ইউনিভার্সিটির লেকচারার জামাল উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন খান, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, ওরাকলের সিনিয়র ইঞ্জিনিয়ার ম্যানেজার মুনতাসির মুনীর, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, ইউনিভার্সিটি অব ডালাসের শিক্ষক শাফকাত রাব্বী এবং পাঠাও সিইও ফাহিম আহমেদ।
সেমিনারের পরদিন ১০ মে চট্টগ্রামেই আয়োজন করা হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।
এ ধারাবাহিক কর্মসূচির দ্বিতীয় পর্ব ১৬ মে অনুষ্ঠিত হবে খুলনায়। প্রথম দিনে “শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার, পরদিন (১৭ মে) হবে সমাবেশ।
তৃতীয় পর্ব বগুড়ায় ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হবে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে।
শেষ পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ মে, যেখানে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন।
বিএনপি থেকে জানানো হয়েছে, এই সেমিনারগুলোতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ, উদ্যোক্তা ও বক্তারা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনের রূপরেখা।
এসব আয়োজনের মাধ্যমে জনগণের ভাবনা ও প্রত্যাশা সংগ্রহ করে দলীয় নীতি ও রূপরেখা আরও জনকল্যাণমুখী করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
ঢাকা/হাসান/টিপু