উড়োজাহাজে ফিরলেন মিয়ানমারের ৩৪ সেনাসহ ৪০ নাগরিক
Published: 7th, May 2025 GMT
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া দেশটির ৩৪ জন সেনা, বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) সদস্যসহ ৪০ জনকে উড়োজাহাজে করে ফেরত পাঠানো হয়েছে।
আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে ৪০ জনকে নিয়ে ফিরে যায় মিয়ানমারের একটি উড়োজাহাজ। যাত্রীদের মধ্যে ছিলেন ৬ জন মিয়ানমারের বেসামরিক নাগরিক। মাদক পাচার ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তাঁরা এত দিন কক্সবাজার কারাগারে বন্দী ছিলেন। সাজার মেয়াদ শেষ হওয়ায় ছয়জনকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে তিন দফায় ৭৫২ জন মিয়ানমার সেনা ও বিজিপি সদস্যকে ফেরত পাঠানো হয়েছিল। তাঁদের সমুদ্রপথে জাহাজে করে ফেরত পাঠানো হলেও এবার ৩৪ জন বিজিপি ও সেনাসদস্যকে ফেরত পাঠানো হয় উড়োজাহাজে করে।
জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১ টার দিকে মিয়ানমারের ৩৪ জন বিজিপি ও সেনা সদস্যকে বাসে করে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। এ সময় বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তা ছিল। দুপুর পৌনে ১২টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে বিমানবন্দরে আনা হয় সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া মিয়ানমারের ছয়জন নাগরিককে। বেলা দেড়টার দিকে বিমানবন্দরে অবতরণ করে মিয়ানমারের একটি বিমান।
কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো.
বিজিবি কক্সবাজার অঞ্চলের কমান্ডিং অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে গত বছরের ১৭ ডিসেম্বর থেকে চলতি সালের ১১ জানুয়ারি পর্যন্ত টেকনাফের দমদমিয়া, নাজিরপাড়া ও শাহপরীর দ্বীপ সীমান্ত পয়েন্ট দিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন সেনা ও বিজিপির এই ৩৪ সদস্য। তাঁদের মধ্যে ২১ জন বিজিপি ও ১৩ জন সেনাসদস্য। তাঁরা এত দিন বিজিবির হেফাজতে ছিলেন। এই ৩৪ জনের সঙ্গে বাংলাদেশের কারাগারে সাজাভোগ করা ৬ জনকে সংযুক্ত করে মোট ৪০ জনকে বিমানে করে মিয়ানমারে ফেরত পাঠানো হলো।
বিজিবি ও পুলিশের দেওয়া তথ্যমতে, এর আগে গত বছরের ৯ জুন কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে ১৩৪ বিজিপি ও সেনাসদস্যকে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজে করে ফেরত পাঠানো হয়। গত বছরের ২৫ এপ্রিল সমুদ্রপথে ফেরত পাঠানো হয় ২৮৮ জনকে। ১৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ফেরত পাঠানো হয় ৩৩০ জন বিজিপি ও সেনাসদস্যকে। তিন দফায় ফেরত পাঠানো ৭৫২ জনের সবাই রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে নিয়োজিত ছিলেন। রাখাইন রাজ্যের প্রায় ৮০ শতাংশের নিয়ন্ত্রণ এখন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র খ ইন র জ য স ন সদস য জন ব জ প
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ