খাগড়াছড়িতে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশের খবর
Published: 7th, May 2025 GMT
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিকের অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোর ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার ৪০ বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে ৩ পরিবারের ২৭ জন এবং পানছড়ির তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৯ জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেছেন। তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে অনুপ্রবেশ করা ভারতীয় নাগরিকেরা জানিয়েছেন।
অনুপ্রবেশ করা এসব ভারতীয় নাগরিক প্রত্যেকেই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা। তাঁরা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন।
আজ ভোরে মাটিরাঙ্গা উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশ এসব ভারতীয় নাগরিক প্রথমে স্থানীয় লোকজনের বাড়িতে অবস্থান করে বলে জানা যায়। এরপর বিজিবি অনুপ্রবেশকারীদের হেফাজতে নিয়ে যায় বলে জানা গেছে। তবে এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা প্রথম আলোকে বলেন, অসমর্থিত সূত্রে মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জনকে পুশ ইন করার খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বিজিবির সঙ্গে এ বিষয়ে কথা বলা হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ কিশোর রনির (১৬) লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আত্রাই নদীর বেইলি ব্রিজের দক্ষিণ পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের উদ্ধার অভিযান পরিচালনার সময় লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। তারা লাশ উদ্ধার করে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে রনিসহ দুই কিশোর নৌকা থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে এক যুবক তাদের উদ্ধারে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তিনি একজনকে উদ্ধার করতে পারেন। তবে রনিকে খুঁজে পাওয়া যায়নি।
ঢাকা/সাজু/বকুল