নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৪০টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে মাধবদী বাজারের মুড়িপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জানান, আজ ভোর ৫টার দিকে মুড়িপট্টির একটি স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এতে যুক্ত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই অন্তত ৪০টি দোকান পুড়ে যায়। এগুলোর বেশির ভাগই স্বর্ণ, ইলেকট্রিক, মুদি, হার্ডওয়্যার, প্লাস্টিক ও স্যানিটারি মালামালের দোকান।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকানের ধ্বংসস্তূপ থেকে পোড়া মালামাল উদ্ধারের চেষ্টা করেন। এ সময় সর্বস্ব হারিয়ে অনেক ব্যবসায়ীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, প্রায় কোটি টাকার মাল আগুনে পুড়ে গেছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, একটি স্বর্ণের দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ধবদ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ