গালাগাল, হুমকি ও দেয়ালচিত্র নষ্ট—তবু বার্সেলোনায় না গিয়ে বিলবাওতে থাকবেন নিকো উইলিয়ামস
Published: 4th, July 2025 GMT
ইউরোপিয়ান দলবদলে শেষ কথা বলে কিছু নেই, এই কথাটি বোধ হয় অ্যাথলেটিক বিলবাওয়ের সমর্থকেরা ভুলেই গিয়েছিল। নিকো উইলিয়ামসের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন যতই বাড়ছিল, ততই বাড়ছিল বিলবাও সমর্থকদের ক্ষোভের প্রকাশ। হুমকি দেওয়া, দেয়ালচিত্র নষ্ট করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগালসহ কিছুই করতে বাকি রাখেনি তারা।
বিলবাও সমর্থকদের ভাষ্য ছিল, যে ক্লাবে থাকতে চায় না এবং দলের হয়ে শিরোপার জন্য লড়তে চায় না তার জন্য কান্নাকাটির কিছু নেই। কিন্তু এত নাটকীয়তার পর পুরো দৃশ্যপটই এখন এক মুহূর্তে বদলে গেল। নতুন খবর হচ্ছে, নিকো উইলিয়ামসের বার্সেলোনা যাওয়া হচ্ছে না।
৮ বছরের জন্য চুক্তি নবায়ন করে ২০৩৫ সাল পর্যন্ত বিলবাওতেই থাকা সিদ্ধান্ত নিয়েছেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। আগে তাঁর চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত। এর ফলে বার্সেলোনা সমর্থকদের লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে জুটি বাঁধতে দেখার স্বপ্নও অপূর্ণ থেকে যাচ্ছে।
আরও পড়ুনযে ৩ কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নিকো উইলিয়ামস ২৪ আগস্ট ২০২৪আজ শুক্রবার এক বিবৃতিতে নিকো উইলিয়ামসের থেকে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে বিলবাও। বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘লাল–সাদা জার্সির উইঙ্গার আগামী ১০ মৌসুম তাঁর প্রাণের ক্লাবটিতেই থাকবেন। তাঁর রিলিজ ক্লজ আগের চেয়ে ৫০ শতাংশ বেড়েছে।’ আগের চুক্তিতে নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজ ছিল ৫ কোটি ৮০ লাখ ইউরো।
নিকো উইলিয়ামস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫