জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির জেলা শাখার নেতা
Published: 4th, July 2025 GMT
ছবি: সংগৃহীত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কৃষক দল নেতার ওপর বিএনপি নেতাকর্মীর হামলার অভিযোগ
কুমিল্লার দাউদকান্দি উপজেলা কৃষক দল নেতা আহমেদ হোসেন তালুকদারের ওপর হামলা হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের সমর্থকদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোয়ালমারী বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত আহমেদ হোসেন তালুকদার দাউদকান্দি উপজেলা কৃষক দলের আহ্বায়ক। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক লতিফ ভূঁইয়া ও সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম গোয়ালমারী ইউনিয়ন কমিটির অনুমোদন দেন। এতে রায়হান উদ্দিন রেণু মুন্সিকে সভাপতি এবং মিজানুর রহমান প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়। ইউনিয়ন বিএনপির এই কমিটিতে মিজানুর রহমান প্রধানকে সভাপতি না করায় তাঁর সমর্থকরা আহমদ হোসেন তালুকদারকে গোয়ালমারী বাজারে পেয়ে হামলা চালায়। এতে তাঁর মাথা ফেটে গেছে। হামলার ঘটনায় মিজানুর রহমানকে দল থেকে শুক্রবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আহমেদ হোসেনের ছোট ভাই শাহাদাত হোসেন সাকু বলেন, ‘আমার ভাই মিজানুর রহমানকে সমর্থন করেননি বলে তিনি সভাপতি হতে পারেননি এমন অভিযোগ তুলে হামলা চালিয়েছে।’
উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম জানান, হামলার ঘটনায় ইন্ধন ও সংশ্লিষ্টতা থাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়ে মিজানুর রহমানকে নোটিশ দেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় বিএনপির নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ‘ইতোমধ্যে আমি ফেসবুকে একটি বিবৃতি দিয়েছি, সন্ত্রাসীর কোনো দল নাই। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই।’
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে মিজানুর রহমান প্রধানকে ফোন করা হলেও রিসিভ করেননি। দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।